একাধিক প্রেম-বিয়ে অতীত, নারী পাচার চক্রে নাম জড়িয়ে মুখ পুড়লো শ্রাবন্তীর

টলিউডের (Tollywood) অন্যতম একজন বিতর্কিত অভিনেত্রী হলেন শ্রাবন্তী চ্যাটার্জী (Srabanti Chatterjee)। তার ব্যক্তিগত জীবন নিয়ে সবসময়ই সোশ্যাল মিডিয়াতে খোলামেলা আলোচনা চলে। জীবনে একাধিকবার প্রেম এবং বিয়ের কারণে সমালোচিত হতে হয় টলিউডের এই সুন্দরীকে। মাঝে কিছুদিন অবশ্য সিনেমাতে তেমন পাওয়া যাচ্ছিল না তাকে। ‘কাবেরী অন্তর্ধান’ দিয়ে বড়সড় কাম ব্যাক ঘটিয়েছেন তিনি।

শ্রাবন্তীর ব্যক্তিগত জীবনে যাই চলুক না কেন, বিরতি কাটিয়ে আবার পুরোদমে কাজের জগতে ফিরেছেন অভিনেত্রী। তার হাতে এখন রয়েছে দু-দুটি বড় ছবির কাজ। দেবী চৌধুরানী এবং সাদা রঙের পৃথিবী, এই দুটি ছবির হাত ধরে আবার বড় পর্দায় আসবেন তিনি। দুটি ছবিতেই তিনি মুখ্য ভূমিকাতে অভিনয় করছেন বলে জানা গিয়েছে।

PRASENJIT SRABANTI

দেবী চৌধুরানীতে প্রসেনজিৎ চ্যাটার্জীর সঙ্গে অভিনয় করবেন শ্রাবন্তী। আর সাদা রঙের পৃথিবীতে শ্রাবন্তী অভিনয় করবেন দ্বৈত চরিত্রে। এর আগে শ্রাবন্তীকে বেশিরভাগ ছবিতে ইতিবাচক চরিত্রে পাওয়া গিয়েছে। তবে এবার নায়িকা হওয়ার পাশাপাশি খলনায়িকা হিসেবেও তিনিই অভিনয় করবেন বলে জানা যাচ্ছে। নিজের এই নতুন কাজ নিয়ে দারুণ উৎসাহিত অভিনেত্রী।

শ্রাবন্তী ছাড়াও এই ছবিতে অরিন্দম সেন, সৌরসেনী, দেবলীনা, ঋতব্রতরা অভিনয় করবেন বলে জানা গিয়েছে। বর্তমান দিনের বিধবাদের নিয়ে এই গল্প তৈরি করা হয়েছে। ছবির পরিচালক জানিয়েছেন বিভিন্ন এনজিও বিধবা মহিলাদের দেখিয়ে অনেক টাকা তো রোজগার করে কিন্তু সেটা বিধবাদের উন্নতিতে কতটা কাজে লাগে বা আদৌ কাজে লাগে কিনা সেটা এই ছবিতে ধরা পড়বে।

srabanti cahtterjee

মুন্ডি মন্ডপ নামের একটি বিধবা আশ্রমকে কেন্দ্র করে এই ছবির গল্প নির্মাণ করা হয়েছে। আভা সেন নামের এক মহিলা এই আশ্রম চালান। এই ছবিতে শ্রাবন্তীর স্বামীর চরিত্রে অভিনয় করেছেন অরিন্দম। তাকে সংসার ত্যাগ হিসেবে দেখানো হলেও তিনি আদতে নারীলোলুপ। আশ্রমের মেয়েদের উপর তার কুনজর রয়েছে। এই ছবিতে শ্রাবন্তী ভবানী এবং শিবানী নামের দুটি মেয়ের চরিত্রে অভিনয় করবেন।

srabanti chatterjee 1

ভবানী নারী পাচার কাণ্ডের সঙ্গে জড়িত। আর শিবানী গোটা চক্রের পর্দা ফাঁস করতে চাইছে। এরকম চরিত্রে তিনি আগে কখনও অভিনয় করেননি। শ্রাবন্তীকে বিভিন্ন ছবিতে একজন মিষ্টি নায়িকা হিসেবে দেখানো হয়েছে। কিন্তু তাকে অন্যভাবে পর্দায় উপস্থাপন করার চেষ্টা করছেন এই ছবির পরিচালক।