Srabanti Chatterjee : বর্তমানে টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রিতে প্রথম সারির নায়িকাদের মধ্যে একজন হলেন শ্রাবন্তী চ্যাটার্জী (Srabanti Chatterjee)। গত দশ বছর ধরে তিনি বাংলা সিনেমার নায়িকা হিসেবে কাজ করছেন। জিৎ (Jeet), দেব (Dev) থেকে প্রসেনজিৎ (Prasenjit Chatterjee) ইন্ডাস্ট্রির বড় বড় তারকাদের সঙ্গে কাজ করে ফেলেছেন তিনি। অসংখ্য সুপারহিট ছবিও রয়েছে শ্রাবন্তীর ঝুলিতে। তবে সম্প্রতি জানা গেল তার নতুন প্রতিভার কথা।
শ্রাবন্তী চ্যাটার্জীর ছবি নিয়ে যতটা না আলোচনা হয় তার থেকেও বেশি আলোচনা চলে তার ব্যক্তিগত জীবন নিয়ে। বারবার বিয়ে, বারবার ডিভোর্স, জীবনে বহু পুরুষের সমাগম, এসবকে কেন্দ্র করে শ্রাবন্তীকে নিয়ে জোরদার চর্চা চলে। তবে তার ভক্ত থেকে সমালোচক, কেউই আসলে জানতেন না শ্রাবন্তী একজন ভালো অভিনেত্রী হওয়ার পাশাপাশি সুগায়িকা।
বিনোদন জগতের সঙ্গে জড়িত তারকাদের প্রায় সময় বিভিন্ন স্টেজ পারফরম্যান্সে অংশ নিতে হয়। শ্রাবন্তীও গ্রাম শহর নির্বিশেষে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন। ভক্তদের সঙ্গে আলাপ করেন। বিনোদন যোগানোর পাশাপাশি তাদের গান শোনান। তার একটি স্টেজ পারফরমেন্স সম্প্রতি ধরা পড়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। শ্রাবন্তীর গান শুনলে আপনি মুগ্ধ হয়ে যাবেন।
শ্রাবন্তী যে কত ভালো গায়িকা তার প্রমাণ মিলেছে এই ভাইরাল ভিডিও থেকে। তিনি এদিন ‘খুঁজেছি তোকে রাত বিরাতে’ গানটি মাইকের সামনে গেয়ে শুনিয়েছেন। একজন পেশাদার গায়িকার মতই নিখুঁত গান গেয়েছেন তিনি। অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জীর এমন প্রতিভার কথা জেনে অবাক হয়ে গিয়েছেন নেটিজেনরা। কমেন্ট বক্স ভরে যাচ্ছে প্রশংসায়।
কি ভাবছেন শ্রাবন্তী অভিনয় ছেড়ে সত্যিই গান গাওয়ার পেশা বেছে নিলেন? ব্যাপারটা আসলে তা নয়। ভালো গান গাইতে পারলেও অভিনয় জগতের সঙ্গেই যুক্ত রয়েছেন শ্রাবন্তী চ্যাটার্জী। সামনের বেশ কিছু সিনেমার জন্য তিনি প্রস্তুতিও নিচ্ছেন এখন। প্রসেনজিৎ চ্যাটার্জীর সঙ্গে দেবী চৌধুরানীতে খুব শীঘ্রই তাকে দেখা যাবে।
আরও পড়ুন : স্ত্রী-সন্তান কেউ নেই, ৩৫০০ কোটি টাকার সম্পত্তি কাকে দিয়ে যাবেন রতন টাটা?
আরও পড়ুন : নকল শাহরুখকে দিয়ে চলে শুটিং, ১৭ বছর শাহরুখের ‘বডি ডাবল’ হয়েছেন এই অভিনেতা
দেবী চৌধুরানী ছবির জন্য নিজেকে প্রস্তুত করছেন শ্রাবন্তী। তিনি ঘোড়ায় চড়া শিখেছেন। এছাড়াও দেবী চৌধুরানী চরিত্রটিকে রপ্ত করার জন্য তিনি বিভিন্ন ওয়ার্কশপ করছেন। সোহাগ সেনের কাছেও পরামর্শ নিচ্ছেন তিনি। দেবী চৌধুরানীর মত ঐতিহাসিক চরিত্রকে পর্দায় উপস্থাপন করার জন্য তিনি কোনও খুঁত রাখতে চাইছেন না।