বাস কন্ডাকটরি করে চলত না পেট, রজনীকান্তের ঘুরে দাঁড়ানোর গল্প সিনেমার থেকে কম নয়

South Indian Superstar Rajinikanth`s Early Life Career Struggle And Net Worth : ভারতীয় সিনেমার ইতিহাসে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের অন্যতম হলেন রজনীকান্ত (Rajinikanth)। অন-স্ক্রিন ম্যাজিক এবং শক্তিশালী অভিনয় ক্ষমতা দিয়ে কয়েক দশক ধরে অগণিত ভক্তদের মুগ্ধ করে চলেছেন থালাইভা (Thalaiva)। শুধু অভিনয় নয়, মানুষ হিসেবে রূপোলি পর্দার বাইরেও আইকন হিসেবে সারা বিশ্বে লক্ষ লক্ষ মানুষের মন জয় করেছেন রজনীকান্ত। তবে মেগাস্টার রজনীকান্তের জীবন যাপন ও তার সম্পত্তি নিয়েও তাই চরম আগ্রহ ভক্তদের মনে।

১৯৭৫ সালে অভিনয় জগতে পা রাখেন রজনীকান্ত।রজনীকান্তের আসল নাম শিবাজি রাও গায়েকওয়াড়। ছত্রপতি শিবাজি মহারাজের নামের অনুকরণে তার এই নাম রাখা হয়েছিল। সিবিএসই বোর্ডের পাঠ্যক্রমের বইতে একমাত্র অভিনেতা হিসাবে স্থান পেয়েছেন রজীকান্ত।

Rajinikanth

তবে অভিনয়ের আগে বাস কন্ডাকটরের কাজ করতেন রজনীকান্ত। নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে হয়ে কম বয়স থেকেই নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা শুরু করেছিলেন তিনি। তারপর এক সময় কন্ডাকটরের চাকরি ছেড়ে অভিনয়ে আসেন রজনীকান্ত। আর অন-স্ক্রিন ম্যাজিক এবং শক্তিশালী অভিনয় ক্ষমতা দিয়ে কয়েক দশক ধরে অগণিত ভক্তদের মুগ্ধ করে চলেছেন থালাইভা।

রজনীকান্তের বিনোদন দুনিয়ায় কোনো গডফাদার ছিল না তার। দক্ষিণী ইন্ডাস্ট্রিতে অনেকদিন ধরেই স্বজনপোষণ স্বাভাবিক ব্যাপার হিসেবে ধরে নেওয়া হচ্ছে। কিন্তু রজনীকান্তের পরিবারের কেউই কখনো অভিনয়ের সঙ্গে যুক্ত থাকেননি। তিনি যা করেছেন সবটাই নিজের দমে, নিজের পরিশ্রমে অর্জন করেছেন।

Rajinikanth

খালি হাতে এই ইন্ডাস্ট্রিতে এসেছিলেন রজনীকান্ত। এখন দক্ষিণী ফিল্মের সবথেকে ‘দামি’ অভিনেতা বলে মানা হয় তাকে।এখন এক একটি ছবির জন্য কোটি কোটি টাকা পারিশ্রমিক নেন তিনি। শোনা যাচ্ছে, তার আগামী ছবি ‘জেলার’ এর জন্য প্রায় ১৫০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন রজনীকান্ত।

Rajinikanth

আরও পড়ুন : পারিশ্রমিক শুনলে লজ্জা পাবে শাহরুখ-সালমানরাও, দেশের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা কে জানেন?

চেন্নাইয়ের অভিজাত এলাকায় থাকেন তিনি। সূত্রের খবর মানলে, তার বাড়ির দাম প্রায় ৩৫ কোটি টাকা। পাশাপাশি বিলাসবহুল গাড়ির শখও রয়েছে রজনীকান্তের। একটি ১৬ কোটি টাকা দামের রোলস রয়েস ফ্যান্টম, ৬ কোটি টাকা দামের রোলস রয়েস ঘোস্ট রয়েছে তার কাছে। এছাড়াও ল্যাম্বরগিনি, মার্সিডিজ বেঞ্জ, বিএমডব্লিউ এর মতো দামি গাড়িও রয়েছে রজনীকান্তের সংগ্রহে। বর্তমানে আনুমানিক ৪৩০ কোটি টাকা সম্পত্তির মালিক রজনীকান্ত।

আরও পড়ুন : পকেটে ৩০০ টাকা নিয়ে বাড়ি ছেড়েছিলেন, সেই ছেলেটাই আজ দক্ষিণী সুপারস্টার যশ