ভারতবর্ষের ক্রিকেট টিমের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর অর্ধাঙ্গিনী ডোনা গাঙ্গুলীকে নিজের জগতে সফলতার শীর্ষে বিরাজ করেন। তিনি একজন বিখ্যাত ওডিসি নৃত্যশিল্পী। তার অনুরাগীরা একবার তার নৃত্যকলা দেখার জন্য উন্মুখ হয়ে থাকেন। যদিও তার দীক্ষামঞ্জরী নামে নাচের স্কুলও আছে। আর সেই স্কুলে নিজের বাচ্চাদের নাচ শেখাতে চান? চলুন আজকে জেনে নিই ডোনার নাচের স্কুলের খরচা কত?
Dona Ganguly Dance School
নৃত্য বা নাচ আমাদের ভাষাহীন এমন এক প্রকাশ, যা সভ্যতার আদিকাল থেকে আমাদের সঙ্গী। নাচ শুধু সংস্কৃতিচর্চার মধ্যে দিয়ে আমাদের আনন্দই দেয় না, তা আমাদের শারীরিকভাবেও সুস্থ থাকতে সাহায্য করে। বিভিন্ন স্থানে রয়েছে বিভিন্নরকম নৃত্যশৈলী। দেশভেদে যেমন তা আলাদা আলাদা, ভারতের বিভিন্ন জায়গায় তার ধরনও পৃথক পৃথক। ভারতের আটটি ধ্রুপদি নৃত্যশৈলীর মধ্যে অন্যতম হল ওডিশি। কেলুচরণ মহাপাত্র, পঙ্কজচরণ দাস, দেবপ্রসাদ দাস, মায়াধর রাউত, সংযুক্তা পাণিগ্রাহী প্রমুখের হাত ধরে যে ধারাটি বর্তমানকালে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। যেক্ষেত্রে এখন অরুণা মোহান্তি, সুজাতা মহাপাত্র, মধুমিতা পট্টনায়ক, ডোনা গাঙ্গুলিরা পথ দেখাচ্ছেন।
Diksha Manjari Admission Details
ডোনা গাঙ্গুলী মাত্র ৩ বছর বয়সে আমলা শঙ্করের কাছ থেকে নাচ শেখা শুরু করেন। পরে তিনি গুরু গিরিধারী নায়েকের নির্দেশনায় ওড়িশায় চলে যান। তারপর সেখানে তিনি কেলুচরণ মহাপাত্রের কাছ থেকে ওডিসি নাচের তালিম নেন। ইতিমধ্যেই ডোনা গাঙ্গুলির নাচের জন্য গোটা বিশ্ব জুড়ে নাম আছে। আর সেই জন্যই অনেকেই আছেন যারা ডোনা গাঙ্গুলির কাছে নাচ শেখার ইচ্ছা প্রকাশ করেন। কিন্তু অনেকেই খরচের ভয়ে পিছিয়ে আসে।
Diksha Manjari Fee, Admission
আর এবার দীক্ষামঞ্জরীতে ভর্তি হতে গেলে কত খরচ পড়বে এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন ডোনা নিজে। তিনি বলেন,’দীক্ষামঞ্জরী’ ভর্তির জন্য খরচ হয় ১০০০ টাকা। এছাড়া প্রতি মাসে দিতে হয় ৬০০ টাকা। দীর্ঘদিনে বেতন এর থেকেও কম ছিল। কিন্তু, সম্প্রতি তা ৬০০ টাকা করা হয়েছে। এমনকী, অনলাইন ব্যাচের থেকে আলাদা করে ভর্তির জন্য টাকা নেওয়া হয় না বলে জানান তিনি।’ এরপরেই তিনি একটি নম্বর বলেন। তিনি বলেন +৯১-৭০০৩৬৬৭৮০৪ নম্বরে ফোন বা হোয়াটসঅ্যাপ করে ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে। তবে সবার পক্ষে হয়তো সম্ভব হয়না ক্লাসে গিয়ে নাচ শেখার। করণ অনেকেই আছেন যাদের দুর দূরান্তে বাড়ি। সেইক্ষেত্রে অফলাইন ক্লাস এর ও ব্যাবস্থা আছে।কোভিডের সময় থেকেই দীক্ষামঞ্জরীতে এই অনলাইন ক্লাস শুরু হয়েছিল।
A wonderful night of dance to look forward to ✨
Sampad & @BirminghamRep present UTSAV feat’ Dona Ganguly Dance Company (@DonaGanguly75), Thur 25 Aug, 6pm, at Birmingham Rep. An event marking 75yrs of Indian Independence
Tickets £10 (selling fast)
Book: https://t.co/fLUdc6PmLT pic.twitter.com/1LJdr4gWej— Sampad Arts (@sampad_arts) August 11, 2022