কেউ ২, কেউ ৩! একই ছবিতে একাধিক চরিত্রে অভিনয় করে তাক লাগিয়েছেন এই বলিউড অভিনেতারা

একই ছবিতে একাধিক চরিত্র! ডাবল থেকে ট্রিপল রোলে চমকে দিয়েছেন এই বলিউড অভিনেতারা

Bollywood News : সম্প্রতি মুক্তি পেয়েছে শাহরুখ খান (Shah Rukh Khan) অভিনীত জওয়ান (Jawan) ছবি। এই ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন কিং খান। তবে এই প্রথম নয় এই আগেও ডুপ্লিকেট, রব নে বানা দে জোরি, ফ্যান ইত্যাদি ছবিতে তাকে দ্বৈত চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। তবে বলিউড (Bollywood) -এ শাহরুখ ছাড়াও আরও একাধিক অভিনেতা দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন। চলুন জেনে নিন এই তালিকায় কে কে আছেন।

দেব আনন্দ (Dev Anand) : বলিউডের অন্যতম অভিনেতা হলেন দেব আনন্দ। তিনি তার অভিনয় জীবনে একাধিক হিট ছবিতে অভিনয় করেছেন। তবে তিনিও ‘হম দোনো’ ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন। আর ছবিটি ১৯৬১ সালে মুক্তি পেয়েছিল। পরিচালনা করেছিলেন অমরজিৎ এবং বিজয় আনন্দ। ক্যাপ্টেন আনন্দ এবং মেজর মনোহরলাল বর্মা নামের দু’টি চরিত্রে অভিনয় করতে গিয়েছিল দেব আনন্দকে।

Amitabh Bachchan

অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) : এই তালিকায় নাম রয়েছে বিগ বি এর ও। তিনি আবার শুধু দ্বৈত চরিত্র নয় তিনি একটি ছবিতে একা চারটে চরিত্রেও অভিনয় করেছেন।বলিউডের ‘অ্যাংরি ইয়ং ম্যান’ অমিতাভ বচ্চন ডন’ ‘কসমে ওয়াদে’, ‘দ্য গ্রেট গ্যাম্বলার’, ‘আখরি রাস্তা’, ‘সূর্যবংশম’, ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ ছবিতে দু’টি চরিত্রে অভিনয় করেছিলেন। আর ১৯৮৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘মহান’ ছবিতে চারটি চরিত্রে অভিনয় করেছিলেন অমিতাভ।

সঞ্জীব কুমার (Sanjeev Kumar) : কেবল হিন্দি নয়, তামিল থেকে হিন্দিতে ডাবিং হওয়া নানা ছবিতেও সমান জনপ্রিয়তা অর্জন করেন সঞ্জীব।‘ সবচেয়ে বড় ব্যাপার হলো তিনি নয়া দিন নয়ি রাত’ নামে একটি ছবিতে একসঙ্গে নয়টি চরিত্রে অভিনয় করেছিলেন। ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৭৪ সালে। এছাড়াও ‘আঙ্গুর’ ছবিতে দ্বৈতচরিত্রে দেখা যায় সঞ্জীবকে।

DILIP KUMAR

দিলীপ কুমার (Dilip Kumar) : স্বতঃস্ফূর্ত অভিনয়ের সঙ্গে তার ‘পজ’ দিয়ে সংলাপ উচ্চারণের কায়দায় মুগ্ধ হয়েছিল প্রজন্মের পর প্রজন্ম। প্রায় ছয় দশকের কেরিয়ারে তাঁর অভিনীত বেশ কয়েকটি ছবি পেয়েছে ‘কালজয়ী’-র তকমা। তবে এই অভিনেতাও ‘রাম অওর শ্যাম’ ছবিতে রাম এবং শ্যামের ভূমিকায় দ্বৈতচরিত্রে অভিনয় করেছিলেন। ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৬৭ সালে। আবার ১৯৭৬ সালে মুক্তি পাওয়া ‘বৈরাগ’ ছবিতে দু’টি নয়, বরং তিন তিনটি চরিত্রে অভিনয় করতে দেখা যায় দিলীপকে।

রাজেশ খন্না (Rajesh Khanna) : ‘আখরি খত’ ছবি দিয়ে বলিউডে পা রাখেন রাজেশ খন্না। তারপর আর তাঁকে পিছনে ফিরে তাকাতে হয়নি। বলিউডের অন্যতম বড় সুপারস্টার তিনি। তার মতো স্টারডম পেতে চাইতেন সকলে। এই অভিনেতাও দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন। ১৯৬৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘আরাধনা’ এবং ‘সচ্চা ঝুটা’ ছবিতে দ্বৈতচরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে রাজেশ খন্নাকে।

Govinda

গোবিন্দ (Govinda) : বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ ছবিতে গোবিন্দা ও অমিতাভ বচ্চনের জুটি খুব পছন্দ করা হয়েছিল। অমিতাভের নিজস্ব আকর্ষণ আছে কিন্তু গোবিন্দাও কম নন। এই ছবিতে দ্বৈতচরিত্রে অভিনয় করেছেন গোবিন্দও। এছাড়াও গোবিন্দের অভিনয় জীবনে তিনি একাধিক হিন্দি ছবিতে দ্বৈতচরিত্রে অভিনয় করেছেন তিনি। ‘আঁখে’এবং ‘স্যান্ডউইচ’ ছবিতেও দ্বৈতচরিত্রে অভিনয় করেন গোবিন্দ।

অক্ষয় কুমার (Akshay Kumar) : বলিউডে এখন দাপিয়ে কাজ করে বেড়াচ্ছেন অক্ষয় কুমার। প্রত্যেক বছর তার ৪-৫ টা সিনেমা মুক্তি না পেলে যেন চলবে না। তবে এই অভিনেতাও ‘জয় কিষণ’, ‘৮*১০ তসভির’, ‘রাউডি রাঠৌর’ ছবিতে দ্বৈতচরিত্রে অভিনয় করেছেন। আর ‘আফ্লাতুন’ ছবিতে তিনটি চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার।

আরও পড়ুন : বলিউডের ‘মহানায়ক’ অমিতাভ, ‘মহাখলনায়ক’ কে? কার ভয়ে কাঁপত গোটা ইন্ডাস্ট্রি

Salman Khan

সলমন খান (Salman Khan) : সলমন খান, যাঁকে নিয়ে প্রতিটা মুহূর্তে ভক্তদের মনে কৌতূহলের পারদ থাকে তুঙ্গে। তার যেকোনো ছবি বলিউডে সবসময় হিটের তালিকায় থাকে। তবে তিনিও একাধিক ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন। করণ অর্জুন’, ‘সূর্যবংশম’, ‘জুড়ওয়া’, ‘হিরোজ়’ ছবিতে দ্বৈতচরিত্রে অভিনয় করেন সলমন খান।

আরও পড়ুন : “আমাকে নিতে বড় বাজেট লাগে”! স্টার জলসার নতুন সিরিয়ালে কত পারিশ্রমিক নিলেন অপরাজিতা?

সইফ আলি খান (Saif Ali Khan) : বলিউডে খলনায়ক থেকে নায়ক একাধিক ভূমিকায় অভিনয় করে খুব সহজেই দর্শকের মন জয় করে নেন এই অভিনেতা। তবে তিনিও ‘লভ আজ কাল’, ‘হ্যাপি এন্ডিং’ ছবিতে দু’টি চরিত্রে অভিনয় করেছেন সইফ আলি খান। আর ‘হমশকলস’ নামে একটি ছবিতে তিনটি চরিত্রে অভিনয় করেছিলেন সইফ।