Sourav Ganguly’s Daughter Sana Ganguly`s Education : ক্রিকেটের সম্রাট তিনি। বাংলার গর্ব তিনি, ইনি হলেন সৌরভ গাঙ্গুলী। তার খ্যাতি রয়েছে সারা দেশ জুড়ে। তবে ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরেও তাকে নিয়ে ও তার পরিবারকে নানা খবর শোনা যায়। বিশেষ করে সৌরভ কন্যা সানা গাঙ্গুলীকে (Sana Ganguly) নিয়ে বেশি কথা শোনা যায়।
বিদেশে কোথায় পড়েন সানা? এই বিষয়ে সম্পর্কে হয়তো অনেকেই জানেন না। আসলে পৃথিবীর সবচেয়ে দামী বিশ্ববিদ্যালয় পড়াশোনা করেন সানা। ব্রিটেনের এক নামী বিশ্ব বিদ্যালয় পড়াশোনা করেন তিনি। এই বিশ্ব বিদ্যালয়ের নাম হল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় (University of Oxford)।
এই ইউনিভার্সিটিতে পড়াশুনার খরচও অনেক বেশি। এই ইউনিভার্সিটিতে পড়াশুনার জন্য তিন বছরে মোট ১ কোটি ৬ লাখ ৮০ হাজার টাকা। বিখ্যাত এই বিশ্ববিদ্যালয় সম্পর্কে সকলেই জানেন। এটি বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি।
মুঘলদের আসার প্রায় ৫০০ বছর আগে এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা করা হয়েছিল ব্রিটেনে। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী (Indira Gandhi) থেকে শুরু করে মনমোহন সিং (Manmohan Singh) সকলেই এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। এখন সৌরভ কন্যা সানা এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন।
আরও পড়ুন – রণবীর বাদ, বায়োপিকে সৌরভ গাঙ্গুলীর চরিত্রে অভিনয় করবেন এই অভিনেতা
তবে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সুযোগ সবাই পান না। কারণ এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার জন্য বিশেষ কিছু পরীক্ষা দিতে হয়। সেই পরীক্ষায় পাশ করলেই এই বিশ্ব বিদ্যালয়ে পড়াশোনা করার সুযোগ পান সকলে।
আরও পড়ুন –এই বিশ্ব বিখ্যাত MNC-তে চাকরি করছেন সৌরভ গাঙ্গুলীর মেয়ে, বেতন শুনলে ঘুরবে মাথা
তাই সানাও হয়তো সেই সকল পরীক্ষা দেওয়ার পরেই এই বিশ্ব বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সুযোগ পেয়েছিলেন। তবে কী নিয়ে তিনি পড়াশোনা করছেন সে বিষয়ে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি। এবার দেখা যাক কবে তার পড়াশোনা শেষ হয়।