ফিনালে সম্প্রচারের আগেই ফাঁস সারেগামাপা বিজয়ীদের নাম! কে পেল সেরার পুরস্কার?

ক্রমশ শেষের পথে এগোচ্ছে জি বাংলার সারেগামাপা। ২০২৪ সালে শুরু হওয়া এই গানের রিয়েলিটি শোয়ের সেমিফাইনালের সম্প্রচার হবে আর কিছুদিনের মধ্যেই। কিন্তু এরই মধ্যে সোশ্যাল মিডিয়াতে ফাঁস হয়ে গেল সারেগামাপার এই সিজনের বিজয়ীদের নাম। এমন কাণ্ড ঘটিয়েছেন সারেগামাপারই প্রাক্তন বিজয়ী সৌম্য চক্রবর্তী। রীতিমতো জোড়া বিজয়ীর নাম ঘোষণা করে সবাইকে চমকে দিয়েছেন সৌম্য।

আসলে টিভিতে এখনো সেমিফাইনালের সম্প্রচার হয়নি ঠিকই, কিন্তু বাস্তবে সারেগামাপার গ্র্যান্ড ফিনালের অনুষ্ঠানটি হয়ে গিয়েছে। ইতিমধ্যেই সেরার সেরা প্রতিযোগীকে বেছে নিয়েছেন বিচারকরা। একজন নয়, এই সিজনে দুজনের হাতে উঠেছে বিজয়ীর পুরস্কার। বিচারকদের সিদ্ধান্তের প্রশংসা করে ফেসবুকে একটি পোস্ট করেন সৌম্য। স্বাভাবিকভাবেই এতে সোশ্যাল মিডিয়াতে কড়া সমালোচনার মুখে পড়তে হয় তাকে।

SAREGAMAPA

সৌম্য তার পোস্টে দুজন বিজয়ীর নাম প্রকাশ করে লেখেন “পারফেক্ট জাজমেন্ট।” এই নিয়ে সোশ্যাল মিডিয়াতে হইচই শুরু হতেই অবশ্য নিজের পোস্ট ডিলিট করে দিতে বাধ্য হন সৌম্য। কিন্তু ততক্ষণে নেট নাগরিকদের মধ্যে ছড়িয়ে পড়ে বিজয়ীদের নাম। কিন্তু এতে অনেকেই সৌম্যর বিরোধিতা করেছেন। কেউ লিখছেন এভাবে ফিনালের আগে নাম প্রকাশ করা ঠিক হয়নি। কেউ লিখছেন ফিনালে দেখার ‌মজাটাই তো নষ্ট করে দিলেন সৌম্য। পরে অবশ্য সৌম্য তার গোটা পোস্টটাই ডিলিট করে দিতে বাধ্য হন।

আরও পড়ুন : অস্মিকার চিকিৎসার যোগাড়ে এখনো কত টাকা বাকি? মোট কত টাকা উঠলো?

SAREGAMAPA

আরও পড়ুন : সরস্বতী পুজোয় ‘আজ কি রাত’ গানে ঠুমকা! ‘কচি খুকি’, ‘ন্যাকা’ ট্রোলের জবাব দিলেন অপরাজিতা আঢ্য

উল্লেখ্য, গ্র্যান্ড ফিনালের যে প্রোমো শেয়ার করা হয়েছে চ্যানেলে তরফ থেকে তাতে আরাত্রিকা সিনহা, অনীক জানা, অতনু মিশ্রদের দেখা গিয়েছে। এছাড়াও আরও দুজন থাকবেন ফাইনালিস্টদের দলে। পাঁচজনকে নিয়ে গ্র্যান্ড ফিনানের পর্ব অনুষ্ঠিত হবে। এদের মধ্যে দুজন হবেন বিজেতা। তবে সেই বিজয়ীদের নাম আপাতত অপ্রকাশিত থাক দর্শকদের জন্য। যাতে যারা সৌম্যর সেই পোস্ট দেখেননি, তাদের কাছে অন্তত ফিনালে দেখার মজাটা নষ্ট না হয়।