উচ্চমাধ্যমিকে দারুণ ফল করলেন দিতিপ্রিয়ার ‘ভাই’ সোহম, অভিনেতার নম্বরের বহর তাক লাগিয়ে দেবে

গতকাল প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিক ২০২৩ ফলাফল (Higher Secondary Result 2023)। সকাল থেকেই পরীক্ষার্থীদের মধ্যে ছিল একটা চাপা উত্তেজনা। টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রিতেও কিন্তু এদিন এক চাপা উত্তেজনা ছিল ফলাফল নিয়ে। কারণ ইন্ডাস্ট্রিতেও তো বেশ কিছু পরীক্ষার্থী ছিলেন এই বছর। অনন্যা গুহ থেকে সোহম বসু রায়চৌধুরী (Soham Basu Roychowdhury) -রাও যে শিক্ষার ক্ষেত্রে দ্বিতীয় বড় পরীক্ষা দিয়েছিলেন এই বছর।

মিঠাই ধারাবাহিকের পিঙ্কি ভাবি ওরফে অনন্যা ৭৫ শতাংশ নম্বর পেয়ে পাশ করেছেন সেই খবর তো গতকালই দিয়েছিলাম আমরা। আজকের এই প্রতিবেদনে রইল বাংলা সিরিয়ালের আরেক পরীক্ষার্থী সোহম বসু রায় চৌধুরীর উচ্চ মাধ্যমিকের ফলাফল। ‘নন্টে ফন্টে’ (Nonte Fonte) খ্যাত এই অভিনেতা কত নম্বর পেয়ে পাশ করেছেন জানেন?

Soham Basu Roychowdhury

অভিনয়ের পাশাপাশি কিন্তু পড়াশোনাতেও বেশ সিরিয়াস সোহম সেটা তার উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল দেখলেই বোঝা যায়। তিনি এই পরীক্ষায় ৮৫ শতাংশ নম্বর পেয়েছেন বলে জানিয়েছেন সংবাদ মাধ্যমকে। পরীক্ষা শুরু হওয়ার কয়েকদিন আগে থেকে তিনি সাময়িক বিরতি নিয়েছিলেন অভিনয় থেকে। ওই সময়টুকু মন দিয়ে পড়াশোনা করে তিনি এত নম্বর পেয়েছেন।

স্কুলের গণ্ডি পার না হতেই কিন্তু সোহম অভিনয় দুনিয়ার একজন বড় তারকা হয়ে উঠেছেন। খুব ছোটবেলায় যীশু সেনগুপ্তের অপরাজিত সিরিয়ালে যীশুর ছেলের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। ওই সিরিয়ালে তার দিদির চরিত্র ছিলেন করুণাময়ী রানী রাসমণিখ্যাত দিতিপ্রিয়া রায়। দিতিপ্রিয়া নিজে যেমন পড়াশোনায় ভাল, তেমনি তার অনস্ক্রিন ভাইটিও একজন ভাল ছাত্র তা বলাই বাহুল্য।

Soham Basu Roychowdhury

সোহম কলা বিভাগের ছাত্র ছিলেন। অবশ্য নিজের রেজাল্ট নিয়ে খুব একটা খুশি নন তিনি। আনন্দবাজারের কাছে একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, “রেজাল্ট মোটামুটি হয়েছে। ৮৫ শতাংশ নম্বর পেয়েছি এই পরীক্ষায়। পরিবারের সবাই খুশি এই ফলাফলে। এখন আমার একটাই লক্ষ্য, কোন কলেজে চান্স পাই সেটার।”

Soham Basu Roychowdhury

আরও পড়ুন : মাধ্যমিকে কত নম্বর পেয়েছিলেন প্রসেনজিৎ? সগর্বে রেজাল্ট জানালেন ‘বুম্বাদা’

উচ্চ মাধ্যমিকে সোহমের বিষয় ছিল ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, মনোবিজ্ঞান, শারীর শিক্ষা, ইংরেজি এবং বাংলা। জানিয়েছেন তিনি আগামী দিনে মাস কমিউনিকেশন নিয়ে পড়তে চান। এখন তো কলেজে কলেজে ফরম ভর্তির বিষয় চলছে। সেটা নিয়ে ভীষণ ব্যস্ত রয়েছে তিনি। আপাতত পড়াশোনার দিকে বেশি মনোযোগ দিতে চান তিনি।

আরও পড়ুন : উচ্চমাধ্যমিকে কত নম্বর পেলেন মিঠাইয়ের ‘পিঙ্কি ভাবি’? চমকে দেবে তার ফলাফল