এক মাসের মধ্যে শেষ হয়ে যাচ্ছে এই ৫টি সিরিয়াল, মুখ খুললেন খোদ পরিচালক

স্টার জলসার (Star Jalsha) ‘খুকুমণি হোম ডেলিভারি’ (Khukumoni Home Delivery) আচমকা বন্ধের খবর মিলতে বেশ অবাক হয়েছিলেন দর্শকরা। ধারাবাহিক শুরু হওয়ার পর কয়েক মাস পেরোতে না পেরোতেই স্নেহাশিস চক্রবর্তীর এই ধারাবাহিক বন্ধ করে দিল চ্যানেল কর্তৃপক্ষ। তবে একা খুকুমণি নয়, জি বাংলা (Zee Bangla) এবং স্টার জলসাতে ব্লুজ প্রোডাকশনের (Blues Production) আওতায় যতগুলি ধারাবাহিক ছিল সবই এখন বন্ধের মুখে।

স্টার জলসা এবং জি বাংলা মিলিয়ে মিশিয়ে স্নেহাশীষ চক্রবর্তীর ব্লুজ প্রোডাকশনের আওতায় বেশ কয়েকটি ধারাবাহিক চলছে বর্তমানে। এর মধ্যে বেশ কয়েকটি ধারাবাহিক ইতিমধ্যেই বন্ধ হয়ে গিয়েছে। বন্ধের মুখে রয়েছে আরও বেশ কিছু ধারাবাহিক। স্নেহাশিস চক্রবর্তী (Snehasish Chakraborty) প্রযোজিত সব ধারাবাহিক একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে। আচমকা কেন এমনটা হচ্ছে সেই প্রশ্ন উঠছে দর্শকদের মনে।

Star Jalsha`s Bouma Ekghor will Replace Khukumoni Home Delivery

১লা মে খুকুমণি হোম ডেলিভারি বন্ধ হয়ে যায়। ২০শে মে স্টার জলসা এবং জি বাংলার দুটি ধারাবাহিক গঙ্গারাম এবং যমুনা ঢাকি একসঙ্গে বন্ধ হতে চলেছে। ২২শে মে শেষ হয়ে যাবে খেলাঘর। মাত্র এক মাসের মধ্যে একটি প্রযোজনা সংস্থার প্রায় সবকটি ধারাবাহিক বন্ধ হয়ে যাচ্ছে! স্বভাবতই এই বিষয়ে প্রশ্ন উঠছে নির্মাতাদের দিকে। আনন্দবাজারের কাছে এই প্রশ্নের জবাব দিয়েছেন স্নেহাশিস চক্রবর্তী।

এর আগেও স্নেহাশিস চক্রবর্তীর ধারাবাহিক বন্ধ হয়ে যাওয়ার গুজব ছড়িয়ে পড়েছিল চতুর্দিকে। সেই সময় আনন্দবাজার অনলাইনের প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছিলেন, ‘‘কারওর বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলা আমার স্বভাব নয়। আমি কর্মে বিশ্বাসী। স্টার জলসা, জি বাংলা যখনই অসময়ে তাঁদের পাশে থাকার জন্য ডেকেছে, থেকেছি। একের পর এক ধারাবাহিকের মাধ্যমে চ্যানেলকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। যদি চ্যানেল কর্তৃপক্ষের মনে হয়, ধারাবাহিক বন্ধ করে দেওয়া উচিত, করবে।’’

স্টার জলসার ‘খারাপ সময়ে’ স্নেহাশিস চক্রবর্তীর ‘খুকুমণি হোম ডেলিভারি’ ভালো ফলাফল দিয়েছিল টিআরপিতে। খুকুমণির হাত ধরে ঘুরে দাঁড়িয়েছিল চ্যানেল। বিহান এবং খুকুমণি রসায়ন দর্শকদেরও নজর কেড়েছে। তবুও আচমকা বন্ধ করে দিতে হল ধারাবাহিকটিকে। স্বভাবতই এতে মন খারাপ খুকুমণির ভক্তদের। তবে ‘স্নেহাশিস স্যারে’র ভক্তদের কিন্তু দুঃখ পাওয়ার কারণ নেই। তার হাতে রয়েছে এক মুঠো নতুন প্রযোজনা। চ্যানেলের তরফ থেকে ইঙ্গিত পেলেই তিনি আবার নতুন করে পর্দায় কাম ব্যাক করবেন।