‘কিশমিশ’এর জন্য অস্কার পেলেন দেব! আবেগে ভাসছে গোটা পরিবার এবং অনুরাগীরা

গত শুক্রবার দেব (Dev) অভিনীত এবং প্রযোজিত নতুন বাংলা ছবি ‘কিশমিশ’ (Kishmish) মুক্তি পেয়েছে। নতুন ছবি নিয়ে স্বভাবতই বেশি উৎসাহিত অভিনেতা। ছবির প্রচারে কোনও খামতি রাখছেন না তিনি। তার মাঝেই এবার নিজের জীবনের সবথেকে বড় পুরস্কার পেলেন তিনি। অস্কার পাওয়ার মতো খুশি অনুভব করছেন সুপারস্টার দেব। এই খুশি এবং উচ্ছ্বাস তিনি সোশ্যাল মিডিয়াতে শেয়ার না করে থাকতে পারেননি।

দেবের ছবি মুক্তি পেলেই তার পুরো পরিবার ছবি দেখতে যান। ‘কিশমিশ’ ছবিটি মুক্তি পাওয়ার পরেও তার বাবা-মা এবং বোন গিয়েছিলেন ছবিটি দেখতে। তারপর ফিরে এসে দেবের বাবা গুরুপদ অধিকারী ছেলের উদ্দেশ্যে লিখলেন খোলা চিঠি। দেবের ৩৯ বছর বয়সে ছেলেকে লেখা এটাই তার প্রথম চিঠি। ছবিতে তিনি লিখেছেন, ‘কিশমিশ সুপার ডুপার হিটস’! বাবার থেকে ছবির জন্য প্রথম রিভিউ পেলেন তিনি। এতে অভিভূত হয়ে পড়েছেন অভিনেতা।

সকালবেলা ঘুম থেকে উঠেই দরজাতে একটি কাগজের পাতায় চোখ পড়ে দেবের। তিনি দেখেন তার বাবা একটি কাগজের পাতায় গোটা গোটা হরফে কিশমিশেরর জন্য রিভিউ লিখে রেখেছেন‌। সকাল-সকাল এমন রিভিউ পেয়েই নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করে নিয়েছেন অভিনেতা। এই পুরস্কার তার জন্য অস্কারের তুলনায় কোনও অংশেই কম কিছু নয়। আপ্লুত দেব ফেসবুক ওয়ালে নিজের আবেগকে ভাষায় ফুটিয়ে তুলেছেন।

দেব তার পোস্টটিতে লিখেছেন, “আজ পর্যন্ত আমার ৩৯ বছরের এই জীবনে আমার বাবা আমাকে একটি চিঠিও লেখেনি, প্রতিটা সিনেমার মতো আজকেও আমার বাবা এবং আমার পরিবার এসেছিলো Kishmish সিনেমাটি দেখতে, সিনেমা শেষ হওয়ার পর ব্যস্ততার কারণে বাবার কাছে জানতে পারিনি কেমন লেগেছে সিনেমাটা, সব শেষে যখন বাড়ি ফিরলাম তখন দেখলাম দরজার বাইরে বাবা লিখেছে “Kishmish Super duper Hetes”।

দেব আরও লিখেছেন, “আজকে যেন মনে হলো বাবাকে জীবনে প্রথমবার গর্ববোধ করাতে পারলাম, #Kishmish আপনাদের কতটা ভাল লাগবে তা আমার জানা নেই, কিন্তু আজকের দিনের এই অনুভূতিটা আমার কাছে কিশমিশের মত মিষ্টি হয়ে থাকবে সারা জীবন। সিনেমার ভাষায় আজ যেনো অস্কার পেলাম”।