বাংলার শিল্পীরা আনপ্রফেশনাল! বাঙালি প্রযোজিকার কটুক্তির যোগ্য জবাব দিলেন শিলাজিৎ

দাড়ি থাকুক বা না থাকুক, শিলাজিৎকে (Silajit Majumder) চিনে নিতে ভুল হবে না কারও। আবার ‘অসভ্যতা’ করলে শিলাজিতের তীক্ষ্ণ মন্তব্যের হাত এড়াতে পারবেন না কেউই। এই যেমন সদ্য এক বাঙালি প্রযোজিকা (Bengali Producer) ‘অসভ্যতা’ করার ফল হাতেনাতে পেলেন! সোশ্যাল মিডিয়াতে ওই প্রযোজিকাকে সম্বোধন করে নাম না নিয়েই ধুয়ে দিলেন বাংলার গায়ক।

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে হঠাৎ করে বিস্ফোরণ ঘটান শিলাজিৎ। নিজের একটি ছবি শেয়ার করে গর্জে উঠলেন তিনি। লিখলেন, “||দাড়ি থাকুক বা না থাকুক আমি শিলাজিৎ|| অসভ্যতা কে ক্ষমা বারবার করা যায় না। একবার, দুবার, তিনবার ঠিক আছে। এবার আপনি তৈরি থাকুন আমি আসছি দেবী জি। আপনার অফিস এ আসছি। দেখবেন এবার যেন চমকে উঠবেন না উরি বাবা রে বলে।”

শিলাজিৎ ক্ষোভ উগরে দিয়ে আরও লিখেছেন, “কোলকাতার আর্টিস্ট রা unprofessional ??? বসে বসে পয়সা নেয়?? সেদিন যখন এভাবে গোটা বাংলা industry কে অপমান করেছিলেন আপনাকে ক্ষমা করেছিলাম। এবার আর না। your time starts now ।আপনি এবার মুম্বই যাওয়ার টিকিট কাটতে দিন আপনার প্রোডাকশন কে। কলকাতায় কাজ করবেন আর কোলকাতার অপমান করবেন । আসছি,আসছি অনেকের সঙ্গে দেখা হবে আপানার ।”

হঠাৎ কেন এতো চটে গেলেন শিলাজিৎ? এই প্রশ্নের জবাব তিনি দিয়েছেন আনন্দবাজার অনলাইনের কাছে। বাঙালি ওই প্রযোজিকার স্পর্ধা দেখে তিনি স্তম্ভিত। তবে একবার দুইবার নয়, বারবার ওই প্রযোজিকার মুখ থেকে তিনি এমন ধরনের কথা শুনেছেন। শুনতে শুনতে তার সহ্যের বাঁধ ভেঙে গিয়েছে। তাই তিনি বাধ্য হয়ে প্রতিবাদ করছেন।

আনন্দবাজারের কাছে শিলাজিৎ জানিয়েছেন এই ঘটনার সূত্রপাত ৩ মাস আগে। তখন তিনি একটি চরিত্রের জন্য ডাক পেয়েছিলেন। ডাক পেয়ে তিনি লুক টেস্ট দিতে যান। তখন তাকে তার সাইজের থেকে বড় পোশাক পরানো হয়েছিল। তিনি সেকথা প্রযোজিকাকে জানালে পোশাক কারিগরকে কটূক্তি করেন প্রযোজিকা।

শিলাজিৎ জানিয়েছেন, ‘‘তখনই জানতে পারি, ডিজাইনারের কোনও দোষ নেই। ওই প্রযোজিকার হুকুম ছিল, একই পোশাক দুই শিল্পীকে পরাতে হবে। মাপে মিলুক বা না মিলুক! এ ভাবেই তিনি চুরি করেন। দুই মাপের পোশাক থাকা সত্ত্বেও তা ব্যবহার না করে। এবং তার জন্য ধার্য দ্বিগুণ অর্থ নেন।’’

যে প্রযোজিকার বিরুদ্ধে তার এত অভিযোগ তিনি শিলাজিতের ফেসবুকের সঙ্গেও যুক্ত রয়েছেন। তাই তাকে বার্তা দিতে সমাজ মাধ্যমকেই বেছে নিয়েছেন গায়ক। তবে তিনি একা নন, ইন্ডাস্ট্রিতে তার মত অনেকেই রয়েছেন বলে দাবি শিলাজিতের। সকলের উদ্দেশ্যেই গায়কের বার্তা, বাংলায় বসে কাজ করবেন। মোটা টাকা দিয়ে মুম্বাই থেকে অভিনেতাদের আনাবেন। অথচ বাংলায় যারা একই মানের শিল্পী রয়েছেন তাদের ন্যায্য প্রাপ্য দেবেন না! এই অন্যায় বেশিদিন চলতে পারেনা। এই অন্যায়ের শেষ হওয়া দরকার। তাই প্রতিবাদের ভাষা খুঁজে নিয়েছেন শিলাজিৎ।