আলিয়া-দীপিকাও লজ্জা পাবে, শ্রুতির বিয়ের শাড়ির দাম কত? রইল শাড়ির ৪ অপূর্ব বিশেষত্ব

Shruti Das`s Bridal Saree Price Specialities Making Time Saree Detailing And Many More : ব্রাইডাল লুক (Bridal Look) -র ব্যাপারে বলিউড নায়িকারা একের পর এক ট্রেন্ড গড়ে তুলছেন। তা সে আলিয়া ভাটের দুধে আলতা লেহেঙ্গা হোক কিংবা ক্যাটরিনা কাইফের ট্র্যাডিশনাল লাল রঙয়ের লেহেঙ্গা। তবে এই দৌড়ে কিন্তু টলিউড (Tollywood) নায়িকারাও পিছিয়ে নেই এখন। কনের বিয়ের দিনের সাজ লালই হতে হবে, এই ধারণার মূলে সরাসরি আঘাত করলেন বাংলা সিরিয়াল (Bengali Mega Serial) -র নায়িকা শ্রুতি দাস (Shruti Das)

বাঙালি কনে মানেই লাল বেনারসির সাজ সকলের চোখের সামনে ভেসে ওঠে। তবে শ্রুতি তার বিয়ের দিন একটু অন্যরকম সাজতে চেয়েছিলেন। লালের বদলে জি বাংলা (Zee Bangla) ‘রাঙা বউ’ (Ranga Bou) বেছে নেন সাদা রং। আর তাতেই অপূর্ব সুন্দরী দেখতে লাগছিল তাকে। শ্রুতিকে দেখে কার্যত চোখ সরাতেই পারছেন না অনেকে। লাল এবং সাদার মিশেলে বিয়ের দিন ট্র্যাডিশনাল শাড়ির সাজ বজায় রেখেছেন অভিনেত্রী। তবে তাতে ফুটে উঠেছে অভিনবত্ব।

SHRUTI DAS BRIDAL SAREE

শাড়ির বিশেষত্ব

শ্রুতির এমন শাড়ির ডিজাইনার হলেন অভিষেক রায়। তিনি বড় সাধ করে ডিজাইনারকে বিয়ের দিনের জন্য সাদা শাড়ি বানিয়ে দেওয়ার আবদার করেছিলেন। তবে তাতে লালের ছোঁয়াও থাকবে, এমনটাই চেয়েছিলেন হবু কনে। তার মনের মত করেই শাড়ি এবং মানানসই ওড়নার ডিজাইন করেন অভিষেক। এই শাড়ির বিশেষত্ব আপনাকে চমকে দেবে।

ডিজাইনার অভিষেকের কথায় শাড়িটি আসলে কটন বেসড চান্দেরি ফেব্রিকের উপর বানানো হয়েছে। এই শাড়িতে বাঙালিয়ানার ছোঁয়া রয়েছে। বাংলা ট্রাডিশনকে ফুটিয়ে তোলার জন্য কটন বেসড চান্দেরির উপরে জামদানির এমব্রয়ডারি করা হয়েছিল। ফুটিয়ে তোলা হয় সেলফ জামদানি বুনন। তার উপর অ্যান্টিক গোল্ডেন জরির হাইলাইট রয়েছে।

SHRUTI DAS BRIDAL SAREE

কত দিন সময় লেগেছে শাড়িটি বানাতে

শাড়িটি বানাতে অভিষেকের মোট একমাস সময় লেগেছে। তবে তিনি শুধু একা বানাননি এমন শাড়ি। একাধিক শিল্পীর মেহনত রয়েছে শ্রুতির বিয়ের শাড়িকে সুন্দর থেকে আরও সুন্দর করে তোলার পেছনে। শাড়িতে বসানো হয়েছে জামদানি পাড়। আর তার পাশ দিয়ে গিয়েছে সরু লাল পাইপিং।

SHRUTI DAS BRIDAL SAREE

আরো পড়ুন : কুটকাচালি-পরকীয়া ছাড়াও ব্যাপক হিট, দর্শকদের বিচারে আজও সেরা এই ৬ বাংলা সিরিয়াল

শাড়ির দাম

এমন শাড়ির সঙ্গে মানানসই সাদা রঙের মনোক্রোমাটিক ব্লাউজ বানানো হয় শ্রুতির জন্য। তাতেও জামদানি এমব্রয়ডারি মোটিফ এবং অ্যান্টিক গোল্ডেন জরীর হাইলাইট ছিল। শাড়ির দাম ১৩ থেকে ১৪ হাজারের কাছাকাছি। ওড়না, ব্লাউজ এবং শাড়ি সমেত সম্পূর্ণ সেটের দাম পড়েছে ১৬ থেকে ১৭ হাজার টাকা। বলিউড সুন্দরীদের লাখ লাখ টাকার লেহেঙ্গার তুলনায় শ্রুতির শাড়িকেই বেস্ট বলছেন বাংলার শাড়িপ্রেমীরা।

আরো পড়ুন : টিভি-সিরিয়ালেও নেপোটিজম! প্রেমিকের জন্যেই জুটছে কাজ, অবশেষে মুখ খুললেন শ্রুতি