সোশ্যাল মিডিয়াতে স্ত্রীর অর্ধনগ্ন বিকৃত ছবি ছড়াচ্ছে দেব (Dev) ভক্তরা। ক্রমাগত হুমকির মুখে পড়তে হচ্ছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee) এবং তার স্ত্রী জিনিয়া মুখোপাধ্যায়কে। নিন্দা, কুকথার ঝড় বইছে রোজ। সম্প্রতি এই মর্মে সোশ্যাল মিডিয়াতে সোচ্চার হয়েছিলেন শিবপ্রসাদের স্ত্রী জিনিয়া। তবে তাতে লাভ তো হয়নি, উল্টে দেব ভক্তদের হুমকি আরও বেড়েছে। এতকিছু দেখেও নিরুত্তর দেব। সম্প্রতি সংবাদ মাধ্যমের কাছে ক্ষোভ উগড়ে দিলেন জিনিয়া।
ঘটনা সূত্রপাত হয় সোশ্যাল মিডিয়া থেকেই। সোশ্যাল মিডিয়াতে দেবের একটি ফ্যান পেজ থেকে সরাসরি শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে হুমকি দেওয়া হয়। দেব ভক্তদের দাবি ছিল দেবের সিনেমার সঙ্গে শিবপ্রসাদ মুখার্জীর সিনেমার রিলিজ বন্ধ করতে হবে। নয়তো শিবপ্রসাদকে ‘দেবের ফ্যান পাওয়ার’ বুঝিয়ে দেওয়া হবে। এই ঘটনার প্রতিবাদে সোশ্যাল মিডিয়াতে কলম ধরেছিলেন জিনিয়া। তিনি ওই স্ক্রিনশট তুলে সাফ জানিয়েছিলেন, যতই হুমকি আসুক তাদের কাজ থেমে থাকবে না। এরপর ঘটনা মারাত্মক রূপ নেয়।
সোশ্যাল মিডিয়াতে আচমকাই শিবপ্রসাদের স্ত্রীর একের পর এক ছবি বিকৃত করে ছড়িয়ে দেওয়া হতে থাকে। আর দেরি না করে লালবাজার সাইবার অপরাধ দমন শাখাতে অভিযোগও দায়ের করেছেন শিবপ্রসাদ এবং তার স্ত্রী। সংবাদ মাধ্যমের কাছে সাক্ষাৎকার দিতে গিয়ে জিনিয়া বলেছেন, “এটা একটা বিকৃত মানসিকতা। আজ যারা বিকিনি দিয়ে ছবি ছড়াচ্ছেন, আগামীকাল তারা যে আমার নগ্ন ছবি ছড়াবেন না, কে বলতে পারেন?”
আরও পড়ুন : খাদান দেখে দেবকে নিয়ে কী বললেন প্রসেনজিতের ছেলে? শুনেই অবাক নেটপাড়া
আরও পড়ুন : ওয়ার্নিং দিচ্ছি শুধরে যা! শিবপ্রসাদকে অকথ্য গালিগালাজ দেব ভক্তদের, এলো পাল্টা জবাব
আর জি করের প্রসঙ্গ তুলে জিনিয়া বলেছেন, “এখনো আরজিকর কান্ডের কোনও আইনি বিচার হয়নি। সেই পরিস্থিতিতেও বারবার একই বিকৃত মানসিকতা প্রকাশ পাচ্ছে।” তবে এই নিয়ে একেবারেই চিন্তিত নন জিনিয়া ও শিবপ্রসাদ। প্রশাসনের থেকে সব রকম সহযোগিতার আশ্বাস পেয়েছেন তারা। অভিযোগ দায়ের করতেই দেব ভক্তদের আস্ফালন অনেকটাই কমে এসেছে বলে জানিয়েছেন জিনিয়া। ইন্ডাস্ট্রি থেকে অনেকেই তাদের পাশে রয়েছেন। কিন্তু এখনও নিরুত্তর দেব। ভক্তদের এই কারবার নিয়ে ভালো-মন্দ একটি শব্দও তার মুখ থেকে বেরোয়নি।