দেবের খাদান (Khadaan) দেখে কী বললেন প্রসেনজিৎ (Prosenjit Chatterjee) পুত্র তৃষানজিৎ চট্টোপাধ্যায় (Trishanjit Chatterjee)? মুক্তির পর থেকেই চর্চায় রয়েছে দেবের নতুন সিনেমা খাদান। আর পাঁচ জন দর্শকের মত ছেলেকে নিয়ে হলে বসে সিনেমাটি দেখেছেন প্রসেনজিৎ চ্যাটার্জীও। দেবের সিনেমা দেখে এসে সোশ্যাল মিডিয়াতে রিভিউ দিলেন প্রসেনজিৎপুত্র। তৃষাণজিতের সেই রিভিউ দেখে তোলপাড় হল নেটপাড়া।
মুক্তির পর থেকেই কার্যত ছক্কা হাঁকাচ্ছে দেবের খাদান। এই মুহূর্তে বাংলা সর্বোচ্চ আয়কারী সিনেমার তালিকায় চতুর্থ স্থানে আছে খাদান। মুক্তির ২ সপ্তাহেই ১০ কোটি টাকার বেশি ঘরে তুলে ফেলেছে দেবের এই সিনেমাটি। দর্শক থেকে সমালোচক, সবার থেকেই বেশ ভাল প্রতিক্রিয়া পাচ্ছে খাদান। প্রতিক্রিয়া দিলেন প্রসেনজিতের ছেলে মিশুক ওরফে তৃষাণজিৎও।
ছোটবেলা থেকেই দেবের ভক্ত মিশুক। বড় হয়ে দেবের সিনেমার প্রতি তার ভালোবাসা বেড়েছে বই কমেনি। খাদান দেখেছেন তিনিও। দেবের সিনেমা দেখে এক কথায় তিনি লিখলেন, “শিরায় শিরায় রক্ত দেবদার ভক্ত। খাদান দারুণ লেগেছে এবং এই ভাবেই সব বাংলা ছবি এগিয়ে যাক। তাহলে বাংলা ছবি দেখতে আসবেন দর্শক।”
আরও পড়ুন : প্রজাপতিকে টপকে গেল খাদান! নিজেই নিজের রেকর্ড ভাঙলেন সুপারস্টার দেব
আরও পড়ুন : ফিরিয়েছেন খাদান সিনেমার প্রস্তাব, দেবের সঙ্গে কেন কাজ করতে চাননি বনি সেনগুপ্ত?
বাবার সঙ্গে হলে বসে খাদান দেখেছেন তৃষাণজিৎ। দেবের সিনেমা দেখে প্রশংসায় পঞ্চমুখ প্রসেনজিতও। তিনি দেবকে ধন্যবাদ জানিয়েছেন এমন একটা সিনেমা বানানোর জন্য। তার মনে হয়েছে টলিউডের ঘুরে দাঁড়ানোর জন্য এমন সিনেমার প্রয়োজন ছিল। শুধু প্রসেনজিৎ একা নন, চিরঞ্জিত চক্রবর্তী, শতাব্দী রায়, রূপা গাঙ্গুলী, টোটা রায় চৌধুরীদের মত টলিউড তারকরা সকলেই এসেছিলেন খাদান দেখতে।