এই বাংলা ছবির হিন্দি রিমেক হচ্ছে বলিউডে, টলিউড ছেড়ে বলিউডে যাচ্ছেন মিমি চক্রবর্তী

বাংলা তারকারা এখন আর নিজেদের আঞ্চলিক গন্ডির মধ্যে সীমাবদ্ধ করে রাখতে চান না। বদলে টলিউড (Tollywood), বলিউড (Bollywood), ঢালিউড, সাউথে মিলিয়ে মিশিয়ে নিজেদের আলাদা আলাদা ভাবে তুলে ধরছেন। বাঙালি নায়ক এবং নায়িকাদের বলিউডে প্রবেশের ঘটনা কিছু নতুন নয়। এবার সেই তালিকায় নতুন সংযোজন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখার্জির ‘পোস্ত’ (Posto) ছবির হিন্দি রিমেক হতে চলেছে। তাতে অভিনয় করবেন মিমিও।

উল্লেখ্য, শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের বাংলা ছবি ‘পোস্ত’তে অভিনয় করেছিলেন সৌমিত্র চ্যাটার্জী, লিলি চক্রবর্তী, যিশু সেনগুপ্ত এবং মিমি চক্রবর্তী। আসন্ন হিন্দি ছবিতে অন্যান্য সমস্ত চরিত্রের মুখ বদলে যাচ্ছে। কেবল মিমি একই চরিত্রে অভিনয় করতে চলেছেন। এই ছবিটি বাংলার চলচ্চিত্র সমালোচকদের কাছে ভাল প্রশংসা কুড়িয়েছিল। তা বিবেচনা করে এবার সারাদেশে দর্শকের সামনে তুলে ধরা হবে ‘পোস্ত’ ছবির হিন্দি রিমেক।

Shiboprosad Mukherjee`s Posto will Remake in Hindi

এই ছবির বিষয়বস্তু একটি ছোট শিশুকে ‘পোস্ত’র অভিভাবকত্বকে কেন্দ্র করে। মা-বাবার কাছে নয়, ‘পোস্ত’ বড় হয়ে উঠছিল তার দাদু-ঠাকুমার কাছে। কলকাতার ব্যস্ততা থেকে দূরে দাদু-ঠাকুমার কাছে মফস্বলে বেশ আদরেই মানুষ হচ্ছিল সে। তবে আচমকা সবকিছু কেমন যেন বদলে গেল। ছেলের অভিভাবকত্ব নিয়ে বাবা এবং ঠাকুরদার মধ্যে শুরু হয় লড়াই। সেই লড়াই আদালতের দোরগোড়া পর্যন্ত পৌঁছায়।

এই ছবিতে ঠাকুরদা দীনেন লাহিড়ীর ভূমিকায় অভিনয় করেছিলেন প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। তার স্ত্রীর ভূমিকায় অভিনয় করেন লিলি চক্রবর্তী। ‘পোস্ত’র বাবা অর্ণবের ভূমিকায় অভিনয় করেন যিশু সেনগুপ্ত। যিশুর স্ত্রীর ভূমিকায় ছিলেন মিমি চক্রবর্তী। এ ছবি বক্স অফিসে প্রায় ৮ কোটি টাকার ব্যবসা করেছিল। ছবির বিষয়বস্তু দর্শকের মন ছুঁয়ে যায়।

বলিউডের এই নতুন সিনেমার নাম হতে চলেছে ‘শাস্ত্রী ভার্সেস শাস্ত্রী’। ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের অভিনীত চরিত্রে অভিনয় করবেন পরেশ রাওয়াল। যিশু সেনগুপ্তের চরিত্রে অভিনয় করবেন অমিত সাধ। শিগগিরই এই ছবির শুটিং শুরু হচ্ছে। উল্লেখ্য, শিবপ্রসাদ-নন্দিতা জুটির বেশ কিছু ছবি এর আগেও অন্যান্য ভাষায় রিমেক করা হয়। তাদের ‘কণ্ঠ’ ছবির স্বত্ব কিনে নিয়েছেন মালয়ালি পরিচালক রাজেশ নায়ার। মালায়ালামে ছবিটির রিমেকের নাম ‘শব্দম’। উইন্ডোজ প্রোডাকশনের ‘হামি’ও কিনে নিয়েছেন তিনি।