নায়িকা থেকে সোজা পার্শ্বচরিত্র! ফুলকির সতীন হয়ে মুখ খুললেন লক্ষ্মী কাকিমার বৌমা

Sharly Modak Opens Up Why She Ageerd To Do Villain`s Role In Phulki : নায়িকা থেকে সোজা পার্শ্বচরিত্র! ফুলকির সতীন হতে কেন রাজি হলেন ‘লক্ষ্মী কাকিমা’র বৌমা?

Avatar

Published on:

Sharly Modak In Phulki : নিম ফুলের মধু, জগদ্ধাত্রীকে টেক্কা দিয়ে জি বাংলা (Zee Bangla) -র পর্দায় রমরমিয়ে চলছে জনপ্রিয় ধারাবাহিক ‘ফুলকি’ (Phulki)। এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিষেক বোস (Abhishek Bose) আর দিভ্যানি মন্ডল (Divyani Mondal)। আর সম্প্রতি খলনায়িকা হিসেবে এই ধারাবাহিকে প্রবেশ করেছে শার্লি মোদক (Sharly Modak)। কিন্তু এখন সবার মনে একটাই প্রশ্ন নায়িকার চরিত্র ছেড়ে খলনায়িকার চরিত্রে অভিনয় করছেন কেন শার্লি। আর এবার এই প্রসঙ্গে নিজে মুখ খুললেন অভিনেত্রী।

কালার্স বাংলারই ‘চিরদিনই আমি যে তোমার সিরিয়ালে’ অভিনয় করেই  অভিনয় জগতে পা রেখেছিলেন শার্লি। এরপর স্টার জলসার ‘ভাগ্যলক্ষ্মী’ সিরিয়ালের নায়িকা হয়েছিলেন তিনি। আর সেই ধারাবাহিকে অভিনয় করেই তিনি দর্শকের কাছে পরিচিতি পেয়েছিলেন। তার পর তিনি কাজ করেছেন ‘লক্ষীকাকিমা সুপারস্টার’ সিরিয়ালে।

PHULKI

‘লক্ষী কাকিমা সুপারস্টার’ সিরিয়ালে লক্ষী কাকিমা ওরফে অপরাজিতা আঢ্যর বৌমার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এরপর এই সিরিয়াল শেষ হওয়ার পর প্রায় নয় মাস তাকে আর কোনো ধারাবাহিকে অভিনয় করতে দেখা যায়নি। কিন্তু শোনা গিয়েছিলো কালার্স বাংলার বিয়ের ফুল ধারাবাহিকে অভিনয়ের সুযোগ পেয়েও কিছু ব্যক্তিগত কারণে তিনি নাকচ করে দেন।

আর এবার ফুলকিতে নতুন ভাবে কামব্যাক করলেন এই অভিনেত্রী। গল্পের নায়ক রোহিতের প্রথম স্ত্রী শালিনীর ভূমিকায় অভিনয় করছেন তিনি। আর এই চরিত্রটি পুরোপুরি নেগেটিভ। কিন্তু দর্শক মহলেই অনেকেই শার্লি কে এই ভূমিকায় মেনে নিতে পারছেন না। কারন এতদিন সে নায়িকার চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করে এসেছে। কিন্তু এবার নিজের এই খলনায়িকা ভূমিকায় অভিনয় করা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী নিজে।

Sharly Modak

এক সাক্ষাৎকারে অভিনেত্রীকে এতদিন অভিনয় থেকে দূরে থাকার কারণ জিজ্ঞাসা করলে তিনি বলেন, “আমি শেষ অভিনয় করেছিলাম লক্ষ্মী কাকিমা সুপারষ্টারে। তারপর সত্যি কথা বলতে এই ৯ মাস আমি বাড়িতে বসেছিলাম। আসলে বাবা অসুস্থ ছিলেন। তাই ভাল কাজ করার ইচ্ছাটা আরও প্রবল হচ্ছিল। ব্যক্তিগত কারণেই এত দিন কাজ করিনি। মাঝে বেশ কিছু সুযোগ এসেছিল।”

আরও পড়ুন : বাংলা সিরিয়ালের দিন শেষ! কেন দিন দিন কমছে দর্শক সংখ্যা? ফাঁস হল চাঞ্চল্যকর রিপোর্ট

PHULKI

আরও পড়ুন : ‘জল থই থই ভালবাসা’র তোতা আসলে কে? রইল অপরাজিতার মেয়ের আসল পরিচয়

এরপর তাকে খলনায়িকা চরিত্রে অভিনয় করার প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন,”এটা সত্যি কথা নায়িকা হিসাবে কাজ করার পর কেন এমন চরিত্রে কাজ করব? এই প্রশ্ন আমার মনেও এসেছিল। আমার ঘনিষ্ঠ অনেক জনের সঙ্গে আলোচনাও করেছি। সবার সঙ্গে কথা বলে বুঝলাম, ঠিকই তো ভাল কাজ করা, অভিনয় করাটাই আমার লক্ষ্য হওয়া উচিত। আর এই চরিত্রে এমন কিছু স্তর আছে যা আমার কেরিয়ারের জন্য খুবই ভাল হবে। এত কিছু ভেবেই শালিনী চরিত্রটার জন্য রাজি হওয়া।”