‘ভারতীয় অ্যাভেঞ্জার্স’দের নিয়ে ছবি বানাবে বলিউড! কে কোন চরিত্রে আছেন? দেখুন তালিকা

পৃথিবীকে রক্ষা করবে ভারতীয় অ্যাভেঞ্জার্সরা! কে কে থাকছেন সেই দলে? দেখুন তালিকা

হলিউড (Hollywood) এর মার্ভেল সুপারহিরো ইউনিভার্স কার্যত গোটা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছে। সুপারহিরো এই ফ্রাঞ্চাইজি নিয়ে সিনেমা সিরিজ যদি ভারতে হত, তাহলে ইন্ডিয়ান অ্যাভেঞ্জার্স (Indian Avengers) হিসেবে কারা কারা থাকতেন সেই তালিকায়? ভারতেও তো আর সুপারহিরোর অভাব নেই কোনও। এক নজরে দেখে নিন সেই ভারতীয় সুপারহিরো (Indian Super Heros) –দের তালিকা।

শক্তিমান (Shaktimaan) : এই তালিকায় সর্বাগ্রে নাম থাকবে শক্তিমানের। কারণ শক্তিমান হল ভারতের প্রথম সুপারহিরো। একটানা প্রায় সাত বছর টেলিভিশনে সম্প্রচারিত শক্তিমান সিরিজ জনপ্রিয়তার শীর্ষে ছিল। শক্তিমান নিয়ে একটি সিনেমাও বানানোর পরিকল্পনা করছে বলিউড।

KRISH

কৃষ (Krish) : ভারতীয় সুপারহিরোদের মধ্যে দ্বিতীয় জনপ্রিয় চরিত্র হল কৃষ। রাকেশ রোশন পরিচালিত হৃত্বিক রোশন অভিনীত কৃষের তিনটি সিনেমা সিরিজ বক্স অফিসে তুমুল হিট হয়। এটি একটি অতিমানবীয় চরিত্র, কাজেই ভারতীয় অ্যাভেঞ্জার্স হিসেবে কৃষকে তালিকাভুক্ত করতেই হয়।

রা-ওয়ান (Ra-One) : ভারত সুপারহিরোদের নিয়ে নতুন ইউনিভার্স গড়বে আর সেখানে শাহরুখ খান থাকবেন না তাও কি হয়? ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত রা-ওয়ান ছবিটিতে শাহরুখকেও এক রোবোটিক সুপারহিরো অবতারে দেখা গিয়েছিল। তিনিও হতে পারেন ভারতীয় অ্যাভেঞ্জার্স।

Naagraj

নাগরাজ (Naagraj) : পৌরাণিক গল্পগাথা অনুসরণে অনুপ্রাণিত চরিত্র হল নাগরাজ। এই চরিত্রটি আসলে কমিকস সিরিজে রয়েছে যাকে ছোটরা ভীষণ পছন্দ করে। মার্ভেলেরও যেমন বেশ কিছু অ্যাভেঞ্জার্সের চরিত্র কমিকস সিরিজ থেকে অনুপ্রাণিত। তেমনটা হলে নাগরাজকেও এই তালিকায় রাখা যেতে পারে, যার রক্ত পৃথিবীর যেকোনও সাপের থেকে বেশি বিষাক্ত।

ডোগা (Doga) : কমিকস থেকে অনুপ্রাণিত ডোগা চরিত্রটিও সুপারহিরো হিসেবে একেবারে পারফেক্ট। তার মধ্যে বেশ কিছু শারীরিক এবং মানসিক ক্ষমতা রয়েছে। পেশিবহুল পেটাই চেহারা, মার্শাল আর্ট জানে সে। সেই সঙ্গে আবার কুকুরের সঙ্গেও সে কথা বলতে পারে।

Inspector Steel

ইন্সপেক্টর স্টিল (Inspector Steel) : ভারতীয় সুপার হিরোদের তালিকাতে ইন্সপেক্টর স্টিল আরেকটি গুরুত্বপূর্ণ নাম যাকে ছোট শিশুরা পছন্দ করে। সুপারহিরোদের মধ্যে এটা একটা বেশ বিখ্যাত নাম।

DEVI

দেবী (Devi) : পৃথিবীকে রক্ষা করার ক্ষেত্রে নারীরাই বা কম যান কিসে? দেবী দুর্গার চরিত্র থেকে অনুপ্রাণিত ‘দেবী’ চরিত্রটি তো রয়েইছে। ভারতীয় সিনেমায় যদি কখনও এমন ছবি বানানো হয় তাহলে সেখানে দেবীর মত একটি চরিত্র থাকবেই।

ভেড়িয়া (Vediya) : অর্ধেক মানুষ আর অর্ধেক নেকড়ে, এমন অতি মানবের বহু গল্প সিনেমা কিংবা সিরিজে দেখেছি আমরা। ভারতীয় অ্যাভেঞ্জার্স টিমে এমন একটি চরিত্র থাকলে মন্দ হয় না।

Shakti

আরও পড়ুন : অমিতাভ বচ্চনের একটি কথা নষ্ট করে দেয় টিভির শক্তিমানের কেরিয়ার

শক্তি (Shakti) : এই চরিত্রটি দেবী কালির থেকে অনুপ্রাণিত। মা কালীর থেকে শক্তির আবির্ভাব হয় যিনি মহিলাদের সঙ্গে ঘটে যাওয়া অপরাধ ও অপরাধীদের বিরুদ্ধে লড়াই করেন।

আরও পড়ুন : কেন রাতারাতি বন্ধ হয়ে যায় শক্তিমানের সম্প্রচার? এতদিনে ফাঁস হল আসল কারণ