কেন রাতারাতি বন্ধ হয়ে যায় শক্তিমানের সম্প্রচার? এতদিনে ফাঁস হল আসল কারণ

জনপ্রিয়তা সত্ত্বেও কেন রাতারাতি বন্ধ হয়ে যায় শক্তিমান? আসল কারণ ফাঁস করলেন মুকেশ খান্না

৯০ এর দশকের অন্যতম জনপ্রিয় একটি টেলিভিশন শো ছিল শক্তিমান (Shaktimaan)। বলতে গেলে শক্তিমানকেই ভারতের প্রথম সুপারহিরো হিসেবে ধরা হয়। ৮ থেকে ৮০, একসময় এই শক্তিমানের জনপ্রিয়তা ছিল সর্বস্তরেই। কিন্তু এত জনপ্রিয়তা সত্ত্বেও হঠাৎ করেই একদিন বন্ধ হয়ে যায় শক্তিমানের সম্প্রচার।

শক্তিমান চরিত্রটিতে অভিনয় করতেন মুকেশ খান্না (Mukesh Khanna)। এই সিরিজটি প্রধানত ছোটদের কথা ভেবে বানানো হলেও বড়রাও মুখিয়ে থাকতেন টিভির পর্দায় শক্তিমান দেখবেন বলে। দূরদর্শন (Doordarshan) -র পর্দায় রামায়ণ এবং মহাভারত বাদে শক্তিমানের প্রতিই এত জনপ্রিয়তা দেখা গিয়েছিল।

MUKESH KHANNA

১৯৯৭ সালের ১৩ ডিসেম্বর থেকে শক্তিমানের সম্প্রচার শুরু হয়েছিল। ধারাবাহিকটি ২০০৫ সাল পর্যন্ত চলেছিল। দীর্ঘ প্রায় আট বছর চলার পরেও শক্তিমান সিরিজের জনপ্রিয়তা কমেনি। এমনকি লকডাউনের সময়েও শক্তিমানের পুনঃ সম্প্রচার হলে দর্শকদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা গিয়েছিল। তাও কেন হঠাৎ এই সিরিয়ালটিকে বন্ধ করে দেওয়া হয়েছিল জানেন?

ভারতের প্রথম সুপারস্টার শক্তিমান সিরিজের অভিনেতা থেকে প্রযোজক সবই ছিলেন মুকেশ খান্না। কিন্তু তা সত্বেও তাকে হঠাৎ করেই একপ্রকার চাপের মুখে পড়ে সিরিজটি বন্ধ করে দিতে হয়। শোনা যায়, শক্তিমান টিমের কলাকুশলীদের মধ্যে মনোমালিন্য দেখা দিয়েছিল। সেই কারণেই এমনটা করতে হয়েছিল।

SHAKTIMAAN

মুকেশ খান্না তার একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন শক্তিমান যখন থেকে জনপ্রিয়তা পেতে শুরু করে ঠিক তখন থেকেই সমস্যা বাড়তে থাকে। শনি এবং মঙ্গলবার যখন সম্প্রচার হত তখন এই সিরিয়াল বানাতে খরচ ৭.৫০ লক্ষ টাকাতে গিয়ে ঠেকেছিল। ১০৪ পর্বের পর রবিবারেও সম্প্রচার শুরু হয়।

SHAKTIMAN

আরও পড়ুন : অমিতাভ বচ্চনের একটি কথা নষ্ট করে দেয় টিভির শক্তিমানের কেরিয়ার

সপ্তাহে তিনদিন সম্প্রচার করার জন্য তখন ১০.০৫ লক্ষ টাকা খরচ হতে শুরু করে। এরপর লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে টাকার দাবি। শক্তিমান যখন ৩৫০ এপিসোডে গিয়ে পৌঁছায় তখন ১৬ লাখ টাকা ফি দেওয়ার দাবি ওঠে। কিন্তু মুকেশের পক্ষে তা আর দেওয়া সম্ভব হয়নি। তাই এত জনপ্রিয়তা সত্ত্বেও বলতে গেলে টাকার অভাবেই এমন একটি হিট শো মাঝপথে বন্ধ হয়ে যায়।

আরও পড়ুন : শক্তিমান ও গীতার বিয়ে হয়নি কেন, কেন আজও অবিবাহিত রয়ে গেলেন শক্তিমান