Jawan ছবিতে শাহরুখের এই ৭ ডায়লগ শুনলে হুঁশ উড়ে যাবে আপনার

Shah Rukh Khan Best Dialogues : ভক্তদের অপেক্ষার যেন আর শেষই হচ্ছে না। “জওয়ান” (Jawan) মুক্তি পেতে অপেক্ষা আর মাত্র ৪ দিন বাকি। তবে শাহরুখ খান (Shah Rukh Khan) -র ভক্তদের জন্য প্রত্যেকটা মুহূর্ত যেন বছরে সমান! ট্রেলারেই কার্যত আগুন লাগিয়ে দিয়েছেন শাহরুখ খান। আগামী ৭ই সেপ্টেম্বর থেকে সিনেমার পর্দায় খেল দেখাবে জওয়ান। তার আগে চলুন জেনে নিই ছবির ট্রেলারে শাহরুখের বলা কোন কোন ডায়লগে তোলপাড় হল নেট দুনিয়া (Shah Rukh Khan Best Dialogues In Jawan)।

1. “যখন আমি ভিলেন হই তখন কোনও হিরো সামনে টিকতে পারে না”, শাহরুখের এই ডায়লগ ঘিরে ভক্তদের মনে প্রবল উন্মাদনা দেখা দিচ্ছে। এর আগে শাহরুখ খানকে বেশ কিছু সিনেমাতে নেগেটিভ শেডসে দেখা গিয়েছে। যেমন বাজিগর, ডর। শাহরুখের ভয়ংকর রূপ দেখে রোমাঞ্চিত হয়েছেন দর্শকরা।

JAWAN

2. “এক যে ছিল রাজা, একের পর এক যুদ্ধ হেরে গেল। ক্ষুধার্ত, তৃষ্ণার্ত… জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল… অনেক রেগে ছিল সে’’, শাহরুখের কন্ঠে এই ডায়লগের বলা প্রত্যেকটি শব্দ নেটিজেনদের রোমাঞ্চিত করেছে। সেই সঙ্গে ছবির গল্পের প্লট নিজেদের মনের মত করে বুনতে শুরু করেছেন তারা। কে এই রাজা? কী ঘটেছিল তার সঙ্গে? প্রতিশোধ নিতে সে কী করবে এবার? ট্রেলার উস্কে দিয়েছে প্রশ্ন, উত্তর রয়েছে ছবিতে।

3. “আমরা জওয়ান, নিজেদের প্রাণ হাজারবার ঝুঁকিতে ফেলতে পারি, কিন্তু সেটা শুধুই আমাদের দেশের জন্য”, ছবিতে এক জায়গায় অস্ত্রের চোরাকারবারীদের কাছে লোভনীয় অফার পান শাহরুখ। কিন্তু টাকার লোভে নিজের দেশের সঙ্গে শত্রুতা তিনি করতে চাননি। তার এই ডায়লগের মধ্যে দেশের কোটি কোটি জওয়ানের আত্ম বলিদানের কথা রয়েছে।

SRK BLAD HAIR IN JAWAN

4. “ছেলেকে হাত লাগানোর আগে বাবার সঙ্গে কথা বলো”, ছবির ট্রেলার দেখে দর্শকরা বুঝে নিয়েছেন বাবা এবং ছেলের ভূমিকাতে ডাবল রোলে অভিনয় করবেন শাহরুখ। ট্রেলারের এক জায়গাতে তাকে এই কথা বলতে শোনা যায়। অনেকেই মনে করছেন বাস্তবে ছেলে আরিয়ান খানকে ড্রাগ মামলায় যেভাবে জড়ায় এনসিবি অফিসার সমীর ওয়াংখেড়ে, তাকে চ্যালেঞ্জ করেই নাকি শাহরুখের এই ডায়লগ রাখা হয়েছে।

5. “চাই তো আলিয়া ভাটকে!”, ধুন্ধুমার অ্যাকশন, ট্রেলারের প্রত্যেকটি দৃশ্যের পরতে পরতে টুইস্ট আর সাসপেন্সে যেখানে দর্শকদের নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম, সেখানে খানিক রসিকতা যেন আবহাওয়া স্বাভাবিক করল। ট্রেন হাইজ্যাক করে নেওয়ার পর পুলিশ অফিসার নয়নতারা শাহরুখকে জিজ্ঞেস করেন, “এটা বলো তুমি কি চাও?”, তখন শাহরুখ বলেন, “চাই তো আলিয়া ভাটকে”। শাহরুখের মুখে নিজের নাম শুনে আলিয়াও টুইট করে লেখেন, “আর গোটা বিশ্ব চায় শাহরুখ খানকে।”

JAWAN

6. “আমি কে, কে নই, জানি না, মাকে দেওয়া কোনও প্রতিশ্রুতি, নাকি অপূর্ণ কোনও উদ্দেশ্য, আমি ভালো নাকি খারাপ, আমি পাপ নাকি পুণ্য, নিজেকে জিজ্ঞেস করো… কারণ আমিও আপনাদেরই একজন… রেডি!!” এই ট্রেলারের এই জায়গাতে কেউ কেউ জনপ্রিয় হলিউড ছবি ‘জোকার’ -এর সঙ্গে মিল খুঁজে পেয়েছেন।

আরও পড়ুন : ‘জওয়ান’ নায়িকা নয়নতারার সেরা ৫টি সিনেমা, বিনামূল্যে দেখুন ইউটিউবে

7. “আদর্শে যেখানে আঁচ পড়ে, সেখানে রুখে দাঁড়ানো জরুরী। মানুষ যদি বেঁচে থাকে তো সে যে বেঁচে আছে তা দেখানো জরুরী’’, এই ডায়লগের সঙ্গে জড়িত ‘জিন্দা বান্দা’ গানটাও বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। ৫৬ বছর বয়সী শাহরুখ যেভাবে ২০ বছরের তরুণদেরকেও টেক্কা দিয়ে নেচেছেন তা মুগ্ধ হয়ে দেখেছেন দর্শকরা।

আরও পড়ুন : শাহরুখের ডাবল রোল মানেই হিট! এই ৮ ছবিতে দ্বৈত চরিত্রে তাক লাগিয়েছেন শাহরুখ খান