শাহরুখের ডাবল রোল মানেই হিট! এই ৮ ছবিতে দ্বৈত চরিত্রে তাক লাগিয়েছেন শাহরুখ খান

শুধু জওয়ান নয়, এই ৮ ছবিতেও ডাবল রোলে অভিনয় করেছেন শাহরুখ খান

8 Best Shah Rukh Khan Double Roled Movies : পাঠানের দুর্দান্ত সাফল্যের পর এবার মুক্তির অপেক্ষায় শাহরুখের পরবর্তী ছবি জওয়ান। তবে জানা গেছে জওয়ানে দ্বৈত চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বলিউড (Bollywood) -র শাহরুখ খান (Shah Rukh Khan) -কে। তবে এই প্রথম নয় এর আগেও একাধিক ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন কিং খান। চলুন জেনে নিই এই তালিকায় রয়েছে কোন কোন ছবি।

ওম শান্তি ওম (Om Shanti Om) : বলিউডের শাহরুখ খান ও দীপিকা পাডুকোন এর অভিনীত ওম শান্তি ওম মুক্তি পেয়েছিল ২০০৭ সালে। এই ছবির হাত ধরেই প্রথম বলিউডে পা রেখেছিলেন দীপিকা। তবে এই ছবিতেও শাহরুখ খান দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন। সেই সময় দাঁড়িয়ে ছবিটি খুব জনপ্রিয়তা পেয়েছিল।

Rab Ne Bana Di Jodi

রাব নে বানা দি জোদি (Rab Ne Bana Di Jodi) : বলিউডের কিং খানের ক্যারিয়ারের অন্যতম ছবি হলো রাব নে বানা দি জোদি। ছবিতে মুক্তি পেয়েছিল ২০০৮ সালে। এই ছবিতে শাহরুখের বিপরীতে অভিনয় করেছেন অনুষ্কা শর্মা। এখানেও শাহরুখ দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন। একজন যেমন লাজুক অপরজন তেমনই স্মার্ট।

Paheli (Paheli) : রানি মুখোপাধ্যায়ের বিপরীতে ‘পহেলি’ ছবিতে নজর কেড়েছিলেন অভিনেতা। অমল পালেকার এর পরিচালিত ছবিটি মুক্তি পেয়েছিল ২০০৫ সালে। এই ছবিতে শাহরুখের একটি চরিত্র সাধারণ মানুষের, যার বিয়ে হয়েছিল রানির সঙ্গে, অপরজন অশরীরী যিনি রানির স্বামীর শরীরে আবির্ভূত হয়েছিলেন। ২০০৫ সালের এই ছবি ৩২ কোটি টাকার ব্যবসা করে।

Fan

ফ্যান (Fan) : ২০১৬ সালে মুক্তি পেয়েছিল শাহরুখের অভিনীত ফ্যান ছবিটি। তাকে এই ছবিতে মহাতারকা আরিয়ান খান ও তার অনুরাগী গৌরবের চরিত্রে দেখা যায়। এই ছবি বিশ্বজুড়ে বক্স অফিসে ১৮২.৩৩ কোটি টাকার আয় করে।শাহরুখকে শেষবার এই ছবিতে ডাবল রোলে দেখা গিয়েছিল।

রা-ওয়ান (Ra.One) : শাহরুখের অভিনীত রাওয়ান ছবিটি মুক্তি পেয়েছিল ২০১১ সালে। এই ছবিতে শাহরুখ একটি চরিত্রে বিজ্ঞানী হিসেবে অভিনয় করেছিলেন। আর অপচরিত্রটি ছিল বিজ্ঞানী শাহরুখের সৃষ্টি করা ভার্চুয়াল সংস্করণ। এই ছবির বিশ্বজুড়ে ব্যবসার পরিমাণ ছিল ২০৩.৯৫ কোটি টাকা।

Don

ডন (Don) : শাহরুখ খান এই ছবিতে একদিকে যেমন হৃদয়হীন ডনের চরিত্রে অভিনয় করেন, অন্যদিকে একইভাবে নিরীহ ‘ডপলগ্যাঙ্গার’-এর চরিত্রে দেখা যায়। ছবিটি মুক্তি পেয়েছিল ২০০৬ সালে। বক্স অফিসে ১০০ কোটি টাকার ব্যবসা করে এই ছবি।

ডুপ্লিকেট (Duplicate) : শাহরুখ অভিনীত ডুব্লিকেট ছবিটি তৈরি হয়েছিল ১৯৯৮ সালে। এই ছবিতে ও শাহরুখকে দুটো চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল। একটি ইতিবাচক এবং অন্যটি নেতিবাচক। শাহরুখের চরিত্রগুলোর নাম ছিল বাবলু ও মনু। এই ছবি বক্স অফিসে ২১.৪৯ কোটি টাকার ব্যবসা করে যা এই সময় দাঁড়িয়ে প্রায় ৮২ কোটি টাকার সমান।

KARAN ARJUN

আরও পড়ুন : Big Breaking : এই বাঙালি মেয়েই শাহরুখের ‘জওয়ান’ ছবির নায়িকা, ফাঁস হল তার পরিচয়

করণ-অর্জুন (Karan Arjun) : ১৯৯৫ সালে মুক্তি পায় এই করণ অর্জুন সিনেমাতে অভিনয় করেছিলেন শাহরুখ খান এবং সালমান খান। আর এই ছবিটি প্রথম দুটো চরিত্রে অভিনয় করেছিলেন শাহরুখ খান। তিনি প্রথম চরিত্রে অর্জুন সিং, দ্বিতীয় চরিত্রে বিজয়। এই ক্লাসিক ছবি ৪৩ কোটি টাকার ব্যবসা করে।

আরও পড়ুন : ২০০ কোটির ‘মন্নতে’র বিদ্যুৎ খরচ কত? ফাঁস হল শাহরুখ খানের বাড়ির বিদ্যুৎ বিল