বলিউড (Bollywood)-এ বাদশা বললে আমাদের সবার আগে শাহরুখ খান (Shah Rukh Khan) কথা মনে পড়ে। নিজের কেরিয়ারে একাধিক ব্লকবাস্টার সিনেমায় অভিনয় করেছেন তিনি। কিন্তু এমন অনেক ছবি রয়েছে যেখানে অভিনয় করার সুযোগ পেয়েও তিনি করেন রীতিই। এমনি কয়েকটি ছবির নাম দেওয়া হয়েছে এই প্রতিবেদনে।
মুন্নাভাই এমবিবিএস (Munna Bhai M.B.B.S.) : সঞ্জয় দত্ত (Sanjay Dutt) অভিনীত এই এই ছবিটি বক্স অফিসে দারুন ফল করেছিল। কিন্তু সঞ্জয়ের আগে এই ছবিতে অভিনয় করার প্রস্তাব পেয়েছিলেন অভিনেতা শাহরুখ খান। কিন্তু তিনি ছবিটি প্রত্যাখ্যান করেছিলেন।
লাগান (Lagaan) : আমির খান (Aamir Khan) অভিনীত লাগান ছবিতে অভিনয় করার কথা ছিল শাহরুখ খানের। কিন্তু তিনি এই ছবিতে অভিনয় করেননি বরং আমির খানের কথা বলেছিলেন। তারপর আমির খান অভিনীত এই ছবিটি অস্কারের জন্য মনোনীত হয়েছিল।
স্লামডগ মিলিয়নেয়ার (Slumdog Millionaire) : এটি একটি হলিউডের ছবি যেখানে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন অনিল কাপুর (Anil Kapoor)। কিন্তু তার আগে এই চরিত্রে অভিনয় করার কথা ছিল শাহরুখ খানের। তিনি না করায় অনিল কাপুরকে সুযোগ দেওয়া হয়েছিল।
রোবট (Robot) : রজনীকান্ত (Rajinikanth) অভিনীত এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করার কথা ছিল শাহরুখ খানের। কিন্তু তিনি রাজি না হওয়ায় রজনীকান্ত বেছে নেওয়া হয়েছিল। ছবিটি বক্স অফিসেও সফল হয়েছিল।
রং দে বাসন্তী (Rang De Basanti) : ২০০৬ সালে মুক্তি পাওয়া আমির খান অভিনীত এই ছবিটিও বক্স অফিসে খুব ভাল ফল করেছিল। কিন্তু এই ছবিতে অভিনয় করার সুযোগ প্রথমে শাহরুখ পেয়েছিল। কিন্তু তিনি রাজি না হওয়ায় আমি খানকে বলা হয়েছিল অভিনয় করার জন্য।
এক থা টাইগার (Ek Tha Tiger) : সলমন খান (Salman Khan) অভিনীত ব্লকবাস্টার এই ছবিতে অভিনয় করার কথা ছিল শাহরুখ খানের। কিন্তু তিনি অন্য ছবির শুটিংয়ের জন্য ব্যস্ত ছিলেন বলে সময় দিতে পারেননি। তাই সলমন খানকে বলা হয় এই ছবিতে অভিনয় করার জন্য।
যোধা আকবর (Jodhaa Akbar) : হৃতিক রোশন (Hrithik Roshan) অভিনীত জনপ্রিয় হিন্দি ছবি হল যোধা আকবর। ছবিতে আকবরের চরিত্রটি প্রথমে অভিনয় করার কথা ছিল শাহরুখ খানের। কিন্তু তিনি রাজি না হওয়ায় হৃতিককে বলা হয়েছিল অভিনয় করার জন্য।
থ্রি ইডিয়টস (Three idiots) : আমির খান অভিনীত সর্বকালের সেরা ব্লকবাস্টার ছবিগুলোর মধ্যে অন্যতম হল এই ছবিটি। তবে এই ছবিতেও শাহরুখের অভিনয় করার কথা ছিল। কিন্তু অন্য ছবির কাজের জন্য ব্যস্ত থাকায় তিনি সময় দিতে পারেননি। তাই শেষ পর্যন্ত আমিরকে বলা হয় অভিনয় করার জন্য।
আরও পড়ুন : ভারতের সর্বকালের সেরা অভিনেতা, আমিরের এই দুটি রেকর্ড শাহরুখ-সালমানরাও ভাঙতে পারেননি
কাহো না পেয়ার হ্যায় (Kaho na… Pyaar hai) : হৃতিকের অভিনীত প্রথম হিন্দি ছবি হল এটি। তবে এই ছবিতে অভিনয় করার সুযোগ প্রথম শাহরুখ খানকে দেওয়া হয়েছিল। কিন্তু তিনি রাজি না হওয়ার শেষ পর্যন্ত হৃতিকে অভিনয় করতে বলা হয়।
আরও পড়ুন : শাহরুখের ছেড়ে দেওয়া এই ৫টি ছবিই সুপারস্টার বানিয়ে দেয় আমির-হৃত্বিকদের