বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রির কিং খান তিনি। বিগত প্রায় ৩০ বছর ধরে ইন্ডাস্ট্রিতে অন্যান্য বড় বড় তারকাদের সঙ্গে লড়াইয়ে টিকে রয়েছেন শাহরুখ খান (Shah Rukh Khan)। বলা ভাল তিনি সকলকে মাত দিয়ে দিয়েছেন বারবার। তার মধ্যে রয়েছে এক অসাধারণ ব্যক্তিত্ব যা তার জনপ্রিয়তা আরও বাড়িয়ে দিয়েছে। তিনি শুধু রোমান্সের বাদশা নন, বিভিন্ন সময় সাক্ষাৎকারে তার বুদ্ধিদীপ্ত জবাব, কৌতুক থেকে রসবোধের প্রশংসা করেন ভক্তরা।
সংবাদ মাধ্যমের কাছে সাক্ষাৎকার দেওয়া হোক কিংবা সোশ্যাল মিডিয়াতে ভক্তদের সঙ্গে আড্ডা, শাহরুখ খান বারবার তার সেন্স অফ হিউমারের পরিচয় দিয়েছেন। তিনি এমন একজন ব্যক্তি যিনি নিজেকে নিয়ে নির্দ্বিধায় মজা করতে পারেন। একাধিকবার সাক্ষাৎকারে তিনি তার ব্যক্তিগত জীবনের অজানা কাহিনী তুলে ধরেছেন। এমনকি গোপনাঙ্গের সূঁচ ফোটানোর কথাও তিনি লুকিয়ে রাখেননি।
শাহরুখের সঙ্গে এমনই একটি ভয়াবহ ঘটনা ঘটেছিল আজ থেকে প্রায় বেশ কয়েক বছর আগে। ঘাড়ে ব্যথার চিকিৎসা করাতে গিয়ে তাকে যে দুর্বিষহ চিকিৎসা পদ্ধতির মধ্য দিয়ে হয়েছিল সেই অভিজ্ঞতা তিনি সকলের সঙ্গে ভাগ করে নেন। বলিউড বাদশা বলেন একবার ঘাড়ে ব্যথায় তার প্রচন্ড কষ্ট হচ্ছিল। তখন তিনি চিকিৎসকের পরামর্শ নিতে যান।
শাহরুখকে পরীক্ষা করিয়ে ওই চিকিৎসক তাকে জানান ঘাড়ে ব্যাথার এই সমস্যা থেকে তার ভয়াবহ জটিল রোগ হতে পারে। এতে শাহরুখ কণ্ঠস্বর হারানো থেকে শুরু করে চিরকালের মত পক্ষাঘাতগ্রস্ত হতে পারেন। তার সঙ্গে অনেক বড় কিছু দুর্ঘটনা ঘটতে পারে। এই কথা শুনে ভয় পেয়ে যান কিং খান। তখন ওই চিকিৎসক তাকে অ্যাকুপাংচারের সাহায্যে চিকিৎসা করানোর পরামর্শ দেন।
শাহরুখ প্রথমে ভেবেছিলেন এই পদ্ধতিতে তার ঘাড়ে সূঁচ ফোটানো হতে পারে। এতে তিনি ভয় পেয়েছিলেন। কিন্তু তাকে জানানো হয় তার গোপনাঙ্গে সূঁচ ফোটানো হবে। এ কথা শুনে রীতিমত ঘাবড়ে গিয়েছিলেন তিনি। ওই চিকিৎসক এরপর তাকে পোশাক খুলতে বলেন। ভয়ে-দুশ্চিন্তায় শাহরুখের তখন করুণ অবস্থা। এদিকে চিকিৎসক তাকে নগ্ন করে গোপনাঙ্গে বড় সূঁচ ফুটিয়ে দেন।
আরও পড়ুন : মাইনে কর্পোরেটদের ১০ গুণ, শাহরুখের ম্যানেজারের বেতনের অংক চমকে দেবে
এই ঘটনা ঘটে যাওয়ার বহু বছর পর মজার ছলে সেটা সকলের সঙ্গে শেয়ার করে নেন অভিনেতা। তবে তখন নাকি তাকে প্রচুর যন্ত্রণা সহ্য করতে হয়েছিল। কিং খানের সঙ্গে এমন ঘটনা ঘটেছিল জেনে তার ভক্তরা যেমন মজা পেয়েছেন তেমন তাকে নিয়ে উদ্বিগ্নও হয়েছেন। উল্লেখ্য বলিউডের খরা কাটিয়ে শাহরুখের ‘পাঠান’ ছবিটি হাজার কোটি টাকার ব্যবসা করেছে এই বছরই। আগামী দিনে তাকে জওয়ান, ডানকির মত বেশ কিছু সিনেমাতে দেখা যাবে।
আরও পড়ুন : শাহরুখের ছেড়ে দেওয়া এই ৫টি ছবিই সুপারস্টার বানিয়ে দেয় আমির-হৃত্বিকদের