আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। যারা গত চার বছর ধরে কিং খানের পর্দায় ফেরার অপেক্ষায় দিন গুনছিলেন তাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে এবার। ১০ই জানুয়ারি মুক্তি পেয়েছে ‘পাঠান’ (Pathaan) এর ট্রেলার। আগামী ২৬ শে জানুয়ারি বড় পর্দায় মুক্তি পেতে চলেছে দীপিকা পাড়ুকোন, শাহরুখ খান (Shah Rukh Khan) এবং জন আব্রাহামের অ্যাকশন-থ্রিলারধর্মী দেশপ্রেম নির্ভর ছবিটি। ট্রেলারে যার অ্যাকশনদৃশ্য সত্যিই মুগ্ধ করেছে।
শাহরুখ ভক্তদের মতে, কিং খানের এই ছবি বলিউডকে দক্ষিণের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে। এদিকে শাহরুখও ছবির প্রচারে কসুর রাখছেন না কোনও। মাঝেমধ্যেই সময় পেলে সোশ্যাল মিডিয়াতেও ১০-১৫ মিনিটের জন্য অনুরাগীদের সঙ্গে আড্ডা দিচ্ছেন কিং খান। গত বৃহস্পতিবার যেমন ‘Ask SRK’ সেশনে ১০ মিনিটের জন্য সময় দিয়েছিলেন তিনি। এই সময়ের মধ্যেই তাকে যে যা প্রশ্ন করবেন শাহরুখ তার উত্তর দেবেন।
শাহরুখ টুইটারে ভক্তদের উদ্দেশ্যে লিখেছিলেন, ‘১০ মিনিটের জন্য একটা Ask SRK সেশন করব। তারপর বাচ্চাদের সঙ্গে পিঠু (লাগোরি) খেলতে যেতে হবে।’ এই সুযোগে শাহরুখের এক ভক্ত তাকে প্রশ্ন করেন, “পাঠান ছবির জন্য কত টাকা নিয়েছেন আপনি?” উল্লেখ্য, শাহরুখের আসন্ন এই ছবিটির জন্য বেশ বড় বাজেট ধরা হয়েছে। বাজেটের একটা বড় অংশ কিং খানের পারিশ্রমিক। সেই সঙ্গে লাভের একটা অংশেরও দাবিদার তিনি।
‘পাঠান’ ছবিতে শাহরুখ দীপিকা জন আব্রাহাম এবং অন্যান্যদের পারিশ্রমিক নিয়ে সোশ্যাল মিডিয়াতে চলছে জোর জল্পনা। কেউ কেউ দাবি করছেন এই ছবির জন্য শাহরুখ নিজে একাই নাকি ১০০ কোটি পারিশ্রমিক নিয়েছেন! সত্যিই কি কিং খান নিজের এতখানি দর হাঁকিয়েছেন নাকি এটা স্রেফ গুজব জানতে ইচ্ছুক তার ভক্তরা। অবশেষে শাহরুখ দিলেন তার ভক্তের প্রশ্নের উত্তর।
Kyon sign karna hai agali film mein..??? https://t.co/DkilpNtnMN
— Shah Rukh Khan (@iamsrk) January 12, 2023
শাহরুখ অবশ্য সরাসরি টাকার অঙ্কটা বলেননি। বদলে তিনি একটু ঘুরিয়ে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে উত্তর দেন, “কেন আমাকে পরের ছবির জন্য সাইন করাতে চান বুঝি?” শাহরুখের এই বুদ্ধিদীপ্ত উত্তরে তার অনুরাগীরা তো বেশ খুশিই হয়েছেন। ‘পাঠান’ ছবিটিকে নিয়ে এখন চতুর্দিকে দারুণ চর্চা চলছে। ছবিটি মুক্তি পেলে বলিউডের ক্রমশ শূন্য হয়ে আসা ভাঁড়ার খানিক ভরবে বলে আশাবাদী বলিউড ভক্তরা।
এই ছবিটির পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। ছবির ট্রেলার মুক্তি পেতেই দারুণ সাড়া ফেলে দিয়েছে গোটা দেশ জুড়ে। হিন্দি ছাড়াও ‘পাঠান’ তামিল, তেলুগু ভাষাতেও মুক্তি পাবে। শাহরুখকে ৫ বছর আগে ‘জিরো’ ছবিতে শেষবারের জন্য পর্দায় দেখা গিয়েছিল। তারপরই নিজেকে পর্দা থেকে দূরে সরিয়ে নেন তিনি। এবার একসঙ্গে প্রায় এক ডজন ছবি নিয়ে ফিরছেন শাহরুখ।