‘ইংরেজি জানে না, তবুও বলা চাই?’, ভুলভাল ইংরেজি বলে মুখ পুড়লো শুভশ্রীর

ফের একবার সোশ্যাল মিডিয়াতে ট্রোলের সম্মুখীন হতে হল টলিউড (Tollywood) অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীকে (Subhashree Ganguly)। এবার সোশ্যাল মিডিয়াতে ভুলভাল ইংরেজি বলে ভিডিও পোস্ট করে চূড়ান্ত অপমানিত হতে হল শুভশ্রীকে। শুক্রবার থেকে পুরুষদের হকি বিশ্বকাপ শুরু হচ্ছে। সেই মর্মে সোশ্যাল মিডিয়াতে ভারতীয় খেলোয়াড়দের শুভেচ্ছা জানাতে পোস্ট করতে গিয়ে বিপাকে পড়লেন অভিনেত্রী।

এবার হকি বিশ্বকাপের আয়োজক ভারত। উড়িষ্যতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। সেই উপলক্ষে শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন শুভশ্রী। তবে ইংরেজিতে শুভেচ্ছা জানাতে গিয়ে ভুলভাল ইংরেজি বলে ফেলেন অভিনেত্রী। সাদাকালো পোশাকে সেজে ক্যামেরার সামনে বসে তিনি অনর্গল ইংরেজিতে কথা বলছিলেন। বলতে বলতেই তিনি কিছু ভুল বলে ফেলেন।

কথা বলার মাঝে ‘হকি ওয়ার্ল্ড কাপ’ বলতে গিয়ে ‘হকি ওয়ার্ল্ডস কাপ’ বলে ফেলেন টলি সুন্দরী। তবে তার এই ছোট্ট ভুল নেটিজেনদের কানে ঠিকই ধরা পড়েছে। যে কারণে সোশ্যাল মিডিয়াতে তাকে ইংরেজির পাঠ দিতে শুরু করেন নেটিজেনরা। কেউ লিখলেন, “ওয়ার্ল্ডস কাপ! ভগবান, ইংরেজি বলতে না পারলে বলেন কেন? এত চেষ্টা করার দরকার নেই তো।”

তবে শুধু শুভশ্রীর ভুল ইংরেজি নয়, অভিনেত্রীকে তার ঠোঁটের কারণেও কটাক্ষের সম্মুখীন হতে হয়েছে। শুভশ্রী লিপ সার্জারি করিয়েছেন বলে দাবি করে থাকেন নেটিজেনরা। যদিও সে কথা প্রকাশ্যে কখনও স্বীকার করেননি অভিনেত্রী। এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে লিপ সার্জারি করানো নিয়ে শুভশ্রীকে কটাক্ষ করতে শুরু করেছেন নেটিজেনদের একাংশ। তবে শুভশ্রী অবশ্য ট্রোলারদের পাত্তা দেননি।

তবে শুভশ্রী যাদের উদ্দেশ্যে এই শুভেচ্ছা বার্তা দিয়েছেন তারা কিন্তু কমেন্ট বক্সে তাকে পাল্টা ধন্যবাদ জানিয়েছেন। যেমন শুভশ্রীর ভিডিওর নিচে মন্তব্য করেছেন ভারতীয় হকি দলের তারকা জার্মানপ্রীত সিং। তিনি শুভশ্রীকে ‘ধন্যবাদ’ লিখেছেন। তবে শুভশ্রী যে এই প্রথমবার ভুল ইংরেজি বলা নিয়ে ট্রোলের সম্মুখীন হয়েছেন এমনটা কিন্তু নয়। এর আগেও সোশ্যাল মিডিয়াতে ভুল ইংরেজি বলার ধরুন তাকে কটাক্ষের মুখে পড়তে হয়েছিল।

কয়েক বছর আগে দুবাইতে স্কাই ডাইভিং করার আগে একটি ভিডিও শেয়ার করেছিলেন শুভশ্রী। সেই ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘আই উইল গোইং টু লিভ মাই ড্রিম।’ নেটিজেনরা সঙ্গে সঙ্গে তার ভুল ধরিয়ে দিয়ে বলেন আসল কথাটা হত, ‘আই এম গোয়িং টু’।