বলিউড অভিনেতা গোবিন্দাকে নিয়ে বর্তমানে তোলপাড় সোশ্যাল মিডিয়া। ইন্ডাস্ট্রিতে গুঞ্জন, ৬০ পেরিয়েও নাকি ৩০ বছরের এক অভিনেত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছে তার। যার ফলাফল, স্ত্রী সুনীতা আহুজার সঙ্গে তার বিচ্ছেদ। আপাতত সেপারেশনে রয়েছেন দুজনে। তবে এই প্রথম নয়, বিয়ের পর থেকেই কার্যত সুনীতাকে বারবার ঠকিয়েছেন গোবিন্দা। একাধিক নায়িকার সঙ্গে বিয়ের পরেও সম্পর্ক রেখেছিলেন তিনি। গোবিন্দার সেইসব গোপন প্রেমিকার তালিকায় রয়েছেন কারা? দেখে নিন এক নজরে।
নীলাম : বলতে গেলে ইন্ডাস্ট্রিতে গোবিন্দার সঙ্গে নীলাম কোঠারির নামটাই প্রথম শোনা গিয়েছিল। দুজনের সম্পর্ক ছিল খুবই গভীর। এমনকি তারা বিয়ে করবেন বলেও শোনা যাচ্ছিল। অন্যদিকে সুনীতার সঙ্গেও গোবিন্দার প্রেম ছিল বহুদিনের। নীলামকে বিয়ে করবেন বলে সুনীতার সঙ্গে এনগেজমেন্টটাও ভেঙে দিয়েছিলেন গোবিন্দা। যদিও শেষমেষ নীলামের সঙ্গে তার সম্পর্কটা টেঁকেনি। সুনীতার সঙ্গেই গোবিন্দার বিয়ে হয়।
দিব্যা ভারতী : সুপারস্টার গোবিন্দা বিয়ের পরেও সহকর্মীদের প্রেমে পড়তেন। দিব্যা ভারতীর উপর তার ক্রাশ ছিল বরাবর। প্রকাশ্যে তিনি বহুবার দিব্যার প্রতি তার দুর্বলতা প্রকাশ করেছেন। ‘শোলা আর শবনম’ সিনেমার শুটিং এর সময় নাকি তাদের সম্পর্কটা গভীর হয়। সেই সময় দুজনের সম্পর্ক নিয়ে খবর বের হত ম্যাগাজিনে। এই প্রসঙ্গে একটি সাক্ষাৎকারে গোবিন্দা বলেছিলেন সুনীতাকে বুঝতে হবে দিব্যা ভারতী এতটাই সুন্দরী, যে তাকে উপেক্ষা করা কোনও পুরুষের সাধ্য নয়।
রানী মুখার্জী : রানী মুখার্জি এবং গোবিন্দার প্রেমের চর্চা ছিল বলিউডের ওপেন সিক্রেট। একবার তো একটি হোটেলের ঘরে হাতেনাতে ধরাও পড়ে গিয়েছিলেন দুজনে। সেই সময় সবকিছু জেনে সুনীতা গোবিন্দাকে ডিভোর্স দেওয়ার হুমকিও দেন। পরে অবশ্য রানীর সঙ্গে সম্পর্ক ছেদ করে বিয়ের সম্পর্কটা টিকিয়ে রাখতে সুনিতার সঙ্গে মিটমাট করে নেন গোবিন্দা।
আরও পড়ুন : বোনে-বোনে বনিবনা নেই! কেন রানী মুখার্জিকে সহ্য করতে পারতেন না কাজল?
আরও পড়ুন : রূপে মাধুরী দীক্ষিতের থেকে কম নন! গুণে ‘ধকধক গার্ল’কেও টেক্কা দেবেন মাধুরীর বোনেরা
মাধুরী দীক্ষিত : মাধুরীর সঙ্গেও জড়িয়েছিল গোবিন্দার নাম। ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ সিনেমাতে অভিনয় করার সময় মাধুরী এবং গোবিন্দা একটি গানে অভিনয় করেন। সেই সিনেমার সেটেই নাকি মাধুরীকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন গোবিন্দা। কিন্তু গোবিন্দাকে বিয়ে করতে রাজি ছিলেন না মাধুরী।
রবীনা ট্যান্ডন : একবার তো রবিনা ট্যান্ডনের সঙ্গেও গোবিন্দার প্রেমের সম্পর্ক নিয়ে খবর রটে গিয়েছিল। রবিনা এবং গোবিন্দা একসঙ্গে একাধিক সিনেমাতে অভিনয় করেন। তখন তাদের প্রেম নিয়ে চর্চা ছিল তুঙ্গে। যদিও এই সম্পর্কটা খুব বেশি দূর এগোতে পারেনি। পরবর্তীকালে অক্ষয় কুমারের সঙ্গে রবীনার প্রেম হয়।