অবশেষে ঘরের ছেলে ঘরে ফিরছেন। বহু বছর পর আবার জি বাংলাতে ফিরছেন অভিনেতা সায়ক চক্রবর্তী। বাংলা সিরিয়ালের এই জনপ্রিয় অভিনেতাকে দীর্ঘদিন টিভির পর্দায় দেখা যায়নি। আসলে বহু চেষ্টা করেও কাজ পাচ্ছিলেন না তিনি। ঘিরে ধরেছিল অবসাদ। এরপর তিনি শুরু করেন ভ্লগিং। তবে সদ্য স্টার জলসায় লীনা গাঙ্গুলীর চিরসখা সিরিয়ালের হাত ধরে টিভির পর্দায় ফিরেছেন সায়ক। এবং প্রায় একই সঙ্গে জি বাংলা থেকেও বড় সুযোগ পেলেন তিনি। কোন সিরিয়ালে ফিরছেন অভিনেতা?
জি বাংলার তুই আমার হিরো সিরিয়ালে থাকবেন সায়ক চক্রবর্তী
খুব তাড়াতাড়ি জি বাংলায় শুরু হতে চলেছে নতুন সিরিয়াল তুই আমার হিরো। এই সিরিয়ালের নায়ক এবং নায়িকার চরিত্রের অভিনয় করবেন রুবেল দাস এবং মোহনা মাইতি। আরও অনেক জনপ্রিয় অভিনেতারা থাকবেন। সেই সঙ্গে সায়ক চক্রবর্তীকেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে এখানে। প্রায় এক বছর পর লীনা গাঙ্গুলীর চিরসখা সিরিয়ালের হাত ধরে আবার নতুন করে কাজের সুযোগ পেয়েছেন তিনি। এবার একইসঙ্গে দু দুটি চ্যানেলের অফার চলে এলো তার হাতে।
সায়ককে এর আগে জি বাংলাতে করুণাময়ী রানী রাসমণি, কাদম্বিনী, বাক্সবদল সহ একাধিক মেগা সিরিয়ালে অভিনয় করতে দেখেছেন দর্শকরা। করুণাময়ী রানী রাসমণিই ছিল তার শেষ কাজ। সায়কের কথায় এতদিন বাদে জি বাংলাতে আবার সুযোগ পাওয়া তার কাছে ‘ঘর ওয়াপসি’র মত ব্যাপার। মার্চ মাসের ১০ তারিখ থেকে শুরু হবে এই সিরিয়ালের সম্প্রচার। তবে সায়ক এখানে কাজ শুরু করবেন ১২ ই মার্চ থেকে।
আরও পড়ুন : সিরিয়াল ছেড়ে বড় পর্দায় পা! বহু বছর পর ফিরবেন ‘রাগে অনুরাগে’ নায়িকা
আরও পড়ুন : রাতারাতি জি বাংলার সিরিয়াল ছেড়ে দিলেন নায়ক! ধারাবাহিক বন্ধের জল্পনা তুঙ্গে
নতুন এই সিরিয়ালটি আসছে শ্রীজিৎ রায় এবং সৌভিক চক্রবর্তীর ব্যানারে। তাদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে সায়ক বলেছেন, “সৌভিকদা ও শ্রীজিৎদার নতুন প্রযোজনা সংস্থার প্রথম প্রোজেক্ট ‘তুই আমার হিরো’। তাই স্বাভাবিক ভাবেই আমরা সকলে খুবই উত্তেজিত। ওঁদের সঙ্গে কাজ করব ফলে অনেকটা ভালো লাগা কাজ করছে। সৌভিকদার গল্প যে ভীষণ ভালো হতে চলছে তা তো আর বলার অপেক্ষা রাখে না। আমি খুবই উচ্ছ্বসিত।”