Sara Ali Khan Replied On Trolling On Her Mandir Visits : বাবা মুসলিম, মা হিন্দু, তাহলে কোন ধর্ম মেনে চলেন সারা আলি খান (Sara Ali Khan) এবং তার ভাই ইব্রাহিম আলি খান (Ibrahim Ali Khan)? সেইফ আলি খান (Saif Ali Khan) এবং অমৃতা সিং (Amrita Singh) -য়ের দুই সন্তান এর ধর্ম পরিচয় নিয়ে বারবার প্রশ্ন উঠেছে সমাজ মাধ্যমে। সারাকে যেমন মসজিদে নামাজ পড়তে দেখা গিয়েছে, ঠিক তেমনই তাকে বারবার মন্দিরে আসতেও দেখা গিয়েছে। আর সেই নিয়ে তাকে কিছু কম নিন্দা-সমালোচনার মুখে পড়তে হয় না।
সদ্য মুক্তি পেয়েছে সারা আলি খান এবং ভিকি কৌশল অভিনীত ছবি ‘জারা হাটকে জারা বাচকে’ (Zara Hatke Zara Bachke)। ছবিটি বক্স অফিসে ভালই ব্যবসা করেছে। এই ছবির জন্য যেমন প্রশংসা পাচ্ছেন সারা তেমনই ছবি মুক্তির আগে তার হিন্দু মন্দিরে যাওয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় একদল নেটিজেন নানা প্রশ্ন তুলছেন। তাকে নিয়ে ট্রোল করা হচ্ছে। অবশ্য এই প্রথম নয়, এর আগেও কিন্তু বারবার তাকে মন্দিরে পুজো দিতে দেখা গিয়েছে।
কখনও ছবি মুক্তির আগে, কখনও বা ছবির সাফল্যে, প্রত্যেকবার মন্দিরে গিয়ে ঈশ্বরের আশীর্বাদ নিতে দেখা গিয়েছে সারাকে। তার প্রথম ছবি ছিল ‘কেদারনাথ’। বাস্তবে তাকে বহুবার কেদারনাথে যেতে দেখা গিয়েছে। সেই সঙ্গে তিনি কামাখ্যা মন্দিরেও পুজো দিয়েছেন। সম্প্রতি তাকে উজ্জয়নের কালভৈরব মন্দিরে দেখা গিয়েছিল।
এদিকে এসব নিয়ে চর্চা যখন তুঙ্গে তখন শেষমেষ নিন্দুকদের নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। তার কথায় তিনি ট্রোলে খুব বেশি পাত্তা দেন না। তার কাছে এগুলো অনেকটা ব্যাকগ্রাউন্ড নয়েজের মত। তিনি ততক্ষণ চুপ করে থাকবে যতক্ষণ না, ট্রোলিং তার কাজে প্রভাব ফেলছেন। সেই সঙ্গে তার বক্তব্য মানুষ বিনোদন পাওয়ার জন্য কিছু না কিছু তো করবেই।
আর মন্দিরে যাওয়া-আসা নিয়ে তিনি সাফ বলে দেন, “আপনার ভালো লাগলে ভালো। আপনার ভালো লাগছে না মানে এই নয় যে আমি যাব না। এটা আমার ব্যক্তিগত পছন্দ।” সারার কথায় মন্দিরে গিয়ে পুজো দেওয়াটা তার ব্যক্তিগত বিশ্বাস। তিনি যে ভক্তি নিয়ে আজমির শরীফে যান, সেই ভক্তি নিয়েই গুরুদুয়ারা বা মহাকাল মন্দিরে পুজো দেন।
আরও পড়ুন : সৎ মেয়েকে করিনার প্রশ্ন, “তুমি কারো সঙ্গে রাত কাটিয়েছো?”, উত্তরে এই জবাব দিলেন সারা
উল্লেখ্য, সারা আলি খান তার বাবা-মায়ের পথ অনুসরণ করে অভিনয়কেই পেশা করে নিয়েছেন। এই মুহূর্তে তিনি বলিউডের একজন প্রথম সারির অভিনেত্রী। তার মধ্যে অনেকেই তার মায়ের ছাপ খুঁজে পান। তিনি কেদারনাথ, সিম্বা, লাভ আজকাল ২, খুলে নাম্বার ১, গ্যাস লাইট এর মত ছবিতে কাজ করেছেন। শীঘ্রই তাকে আদিত্য কাপুরের সঙ্গে ‘মেট্রো ইন দিনো’ ছবিতেও দেখা যাবে।
আরও পড়ুন : নামেই নবাব! ৫০০০ কোটির সম্পত্তির কানাকড়িও পাবে না সইফের ছেলেমেয়েরা, কেন জানেন?