দক্ষিণের সিনেমার (South Indian Film Industry) দাপট যত বাড়ছে, ঠিক ততই পাল্লা দিয়ে বাড়ছে দক্ষিণী অভিনেতা এবং অভিনেত্রীদের জনপ্রিয়তা। পুষ্পা (Pushpa) ছবি হিট হওয়ার পর রশ্মিকা মান্দানার পাশাপাশি সামান্থা প্রভুকেও (Samantha Ruth Prabhu) বেশ চিনে গিয়েছেন গোটা দেশের মানুষেরা। সামান্থার অবশ্য আরেকটি পরিচয় তিনি দক্ষিণের অন্যতম জনপ্রিয় অভিনেতা চিরঞ্জীবীর ছেলে নাগা চৈতন্যর স্ত্রী ছিলেন।
কিন্তু কয়েক বছর আগেই চিরঞ্জীবী পরিবারের সঙ্গে সামান্থার সব সম্পর্কের অবসান হয়েছে। নাগা এবং সামান্থার বিবাহ-বিচ্ছেদ হয়ে গিয়েছে। অভিনেত্রী এখন শুধুই তার কেরিয়ারে মনোনিবেশ করেছেন। এমনকি তিনি বলিউডে প্রবেশ করবেন বলেও শোনা যাচ্ছে। তবে সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে এবার আরও একটি খবর ভাইরাল হল।
দক্ষিণের একাধিক তারকারা কিন্তু পড়াশোনার দিক থেকেও অনেক এগিয়ে রয়েছেন। কেউ ডাক্তারি কেউ ইঞ্জিনিয়ারিং ছেড়ে দক্ষিণী সিনেমার দিকে পা বাড়িয়েছেন। সামান্থাও স্কুল জীবনে খুবই ভাল একজন ছাত্রী ছিলেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ফাঁস হয়েছে তার স্কুলের রেজাল্ট। যেটা দেখে অবাক হয়ে গিয়েছেন তার ভক্তরা।
সামান্থা স্কুলে কেমন পড়ুয়া ছিলেন তা জানা গিয়েছে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া তার এই রিপোর্ট কার্ড দেখে। রেজাল্টে শুধুই নম্বরের ছড়াছড়ি। অংকের প্রথম পত্রে ১০০তে ১০০, দ্বিতীয় পত্রে ১০০ থেকে মাত্র ১ নম্বর কম পেয়ে ৯৯ পেয়েছিলেন। পদার্থবিজ্ঞানে ৯৫, উদ্ভিদ বিজ্ঞানে ৮৪, ইতিহাসে ৯১, ভূগোলে ৮৩ নম্বর পেয়েছিলেন তিনি।
Ha ha this has surfaced again ?❤️ Awww https://t.co/UMQlxH1dsX
— Samantha (@Samanthaprabhu2) May 29, 2020
এছাড়া ইংরেজির প্রথম পত্রে ৯০, দ্বিতীয় পত্রে ৭৪, তামিলের প্রথম ও দ্বিতীয় পত্রে যথাক্রমে ৮৩ এবং ৮৮ নম্বর পেয়েছিলেন তিনি। মোট ১০০০ নম্বরের মধ্যে ৮৮৭ পেয়েছিলেন তিনি। সামান্থা এই রেজাল্ট সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন তার একজন ভক্ত। তিনি লিখেই দিয়েছেন স্কুলের উজ্জ্বল রত্ন ছিলেন সামান্থা।
ফ্যানপেজের তরফ থেকে শেয়ার করা এই পোস্টটি রিটুইট করেন সামান্থা। তার মেধা দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন নেটিজেনরা। পড়াশোনায় মেধাবী ছাত্রী সামান্থার প্রশংসায় পঞ্চমুখ তারা। শোনা যাচ্ছে খুব শীঘ্রই নাকি বলিউডে প্রবেশ করবেন দক্ষিণের এই সুন্দরী। প্রিয়াঙ্কা চোপড়ার হলিউড সিরিজ সিটাডেলের হিন্দি সংস্করণে বরুণ ধাওয়ানের বিপরীতে অভিনয় করবেন তিনি।