Salman Khan’s Bullet Proof Car : সাধারণ মানুষের ধারণা তারকা মানেই বিলাসবহুল জীবনযাপন। বিলাসিতা তাদের জীবনে বিলাসিতার সব ধরনের সুবিধা উপস্থিত রয়েছে। কিন্তু তার পাশাপাশি অন্য আরও সমস্যা রয়েছে তাদের জীবনে। মাঝে মধ্যেই মানুষ তাদের প্রাণনাশের হুমকি দেয়।
সম্প্রতি এমন ঘটনার সম্মুখীন হতে হয়েছিল বলিউডে অন্যতম জনপ্রিয় অভিনেতা সলমন খানকে (Salman Khan)। সেই জন্য সুরক্ষার কথা মাথায় রেখেই সম্প্রতি একটি বুলেট প্রুফ গাড়ি বিদেশ থেকে অর্ডার দিয়ে দেশে আনিয়েছেন তিনি। বিলাসবহুল এই বুলেট প্রুফ গাড়িটি ভারতে পাওয়া যায় না।
শুধু মাত্র পৃথিবীর কিছু দেশেই পাওয়া যায় এই গাড়িটি। আর গাড়িটি সলমনের কাছে চলে আসার পরেই তাকে এই গাড়িতে চড়ে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে মুম্বাইয়ের রাস্তায় রাস্তায়। তবে তার সঙ্গে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা ব্যবস্থাও ছিল।
মুম্বাই পুলিশের তরফ থেকে তাকে এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হয়েছিল। তবে তার এই বিশেষ গাড়িটি এখন অনেকেরই নজরে পড়েছে। সলমনের আগে টয়োটা (toyota) কম্পানির ল্যান্ড ক্রুজার LC200 গাড়ি ছিল। সেই গাড়ির থেকে এই গাড়িটি অনেক এগিয়ে। নতুন গাড়িটিতে B6 বা B7 স্তরের সুরক্ষা আছে এই গাড়িতে। ব্যালিস্টিক সুরক্ষার পাশাপাশি গাড়ির জানালায়ে ৭৮ মিমি পুরু কাচের বেষ্টন রয়েছে।
আরও পড়ুন : সাউথের দিন শেষ, বক্স অফিসে ঝড় তুলতে আসছে সলমন খানের এই ৫ ছবি
গাড়িটার দাম ২ কোটি টাকা। তবে এই গাড়ির নম্বর প্লেটে রয়েছে ২৭২৭ নম্বর। অনেকেরই প্রশ্ন এই নম্বরটির মানে কী? এখানেই রয়েছে চমক। আসলে এই নম্বর ভাইজান সলমন খানের জন্ম তারিখ অনুযায়ী দেওয়া হয়েছে। এই মানে হল ২৭ ডিসেম্বর ১৯৬৫।
আরও পড়ুন : মাসে ১৬ কোটি টাকা রোজগার করেও কেন এক কামড়ার ফ্ল্যাটে থাকেন সলমন খান
তবে সলমনের উপর আগেও অনেকবার প্রাণনাশের হুমকি এসেছে। কিন্তু এতদিন এই বিষয়ে নিয়ে পাত্তা না দিলেও এই বার তিনি নিজের নিরাপত্তার ক্ষেত্রে কোনও রকম ত্রুটি রাখতে চাননি। এই জন্যই বিদেশি ব্র্যান্ডের এই গাড়িটি কিনেছেন তিনি।