খারাপ কিছু ঘটার আগেই মেলে সঙ্কেত! ৭বার বিপদ থেকে সলমানকে বাঁচিয়েছে এই ব্রেসলেট

সালমান খান (Salman Khan) দেশের তরুণ প্রজন্মের কাছে একজন আইকনিক ব্যক্তিত্ব। তার ফ্যাশন, ড্রেসিং সেন্স, স্টাইল স্টেটমেন্ট সবকিছুই অনুকরণ করার চেষ্টা করেন সালমান ভক্তরা। বিশেষত সালমানের হাতের একটি ব্রেসলেটের উপরে সকলের আগ্রহ প্রচুর। এমন ব্রেসলেটের নকলে ছেয়ে রয়েছে বাজার। বহু নামিদামি তারকা যারা সালমানের ভক্ত, তাদের হাতেও এমন ব্রেসলেটের (Bracelet) নকল দেখা যায়। এই ব্রেসলেটের রহস্য কী?

সালমানের হাতের নীল রঙের ব্রেসলেটটি তার জন্য ফ্যাশন স্টেটমেন্ট হয়ে গিয়েছে। এটি সালমানের জন্য ভীষণ পয়া, সালমান এটিকে ভীষণ শুভ বলে মনে করেন। তাই এই ব্রেসলেট কখনও হাতছাড়া করেন না সালমান। এই ব্রেসলেট তাকে দিয়েছেন তার বাবা। ব্রেসলেটের দৌলতেই নাকি সালমানের এত প্রতিপত্তি বেড়েছে! এই নিয়ে কী বলেন সালমান?

একবার একটি সাক্ষাৎকারে সালমান তার ভক্তের প্রশ্নের উত্তরে ব্রেসলেটের গোপন রহস্য জানিয়েছিলেন। বলেছিলেন, “আমার বাবা এটা সবসময় পরত। আর বড় হয়ে ওঠার সময় আমার ওটা বাবার হাতে দেখে খুব কুল লাগত। ছোটরা যেমন বড়দের জিনিস নিয়ে খেলা করে আমিও করতাম ব্রেসলেট না নিয়ে। তারপর যখন অভিনয়ে পা রাখি বাবা আমাকে ঠিক ওরকম একটা ব্রেসলেট উপহার হিসেবে দেয়। এটায় যে পাথর বসানো, ওটাকে বলে ফিরোজা”।

The Unknown Story behind Salman Khan's Bracelet

সালমান তার ব্রেসলেটের ফিরোজা পাথরটিকে ‘লিভিং স্টোন’ হিসেবে উল্লেখ করেছিলেন। তিনি বলেছিলেন, “এটার সাথে যেটা হয় তা হল যখনই কোনও নেতিবাচক জিনিস তোমার দিকে আসে তখন এটা সেটাকে সবার আগে নিয়ে নেয়। এর গায়ে সূক্ষ্ম সূক্ষ্ম দাগ আসে। তারপর গায়ে ফাটল ধরে। এটা আমার সাত নম্বর পাথর”।

 

View this post on Instagram

 

A post shared by salman khan ? (@kingno.1____)

সালমান তার এই লাকি ব্রেসলেট কখনও নিজের থেকে আলাদা করেন না। অতীতে যখন তার জীবনে খুব খারাপ সময় চলছিল, তখন ছেলের জন্য একজন নিউমেরোলজিস্টের শরণাপন্ন হয়েছিলেন বাবা সেলিম খান। ওই ব্যক্তি ছিলেন একজন যোগী। তিনি সালমানের জন্য এই পাথরটি দিয়েছিলেন সেলিম খানকে। সেলিম খান এরপর পাথরটি ব্রেসলেটের আকার বাঁধিয়ে ছেলেকে উপহার দেন। তারপর থেকেই সালমানের ভাগ্য বদলাতে শুরু করে। সালমান তাই বাবার দেওয়া এই উপহার কাছছাড়া করেন না।