Salman Khan`s Bracelet : বলিউড (Bollywood) সুপারস্টার সলমন খান (Salman Khan) -র অনুরাগীর সংখ্যা গুনে শেষ করা যায় না। যারা তার অনুরাগী, তারা জানেন সলমন হাতে সব সময় একটি নীল রঙের পাথর বসানো ব্রেসলেট পরেন। সলমনের ভক্তদেরও অনুকরণ করে হাতে একই রকমের ব্রেসলেট পরতে দেখা যায়। কিন্তু কখনো ভেবে দেখেছেন কি, কেন সলমন হাতে সব সময়ে এই ব্রেসলেট পরেন? চলুন জেনে নিই তার কারণ।
১৯৮৮ সালে জে কে বিহারির ফিল্ম ‘বিবি হো তো অ্যাইসি’-তে সহ-অভিনেতা হিসেবে বলিউডে অভিষেক হয়েছিল সলমনের। তার পর বলিউডে তিরিশ বছরেরও বেশি পার করে ফেলেছেন চিত্রনাট্যকার সেলিম খান (Salim Khan) -র ছেলে। এই কয়েক দশকে সলমন খান যে স্বয়ং একটি ‘ব্র্যান্ড’-এ পরিণত হয়েছেন। ফলে সলমনের ফিল্ম তো বটেই, তার ব্যক্তিজীবনও আতশকাচের তলায়।
সলমনের ফ্যাশন স্টেটমেন্টে সর্বদাই ভক্তদের নজর কাড়ে। কোন পার্টিতে কী পোশাকে এলেন বা হেয়ারস্টাইল বদলালেন কি না, তা নিয়ে ‘পেজ থ্রি’-র পাতা জমজমাট থাকে। তবে বিশেষ করে ভাইজানের হাতের ব্রেসলেটটা সবার নজর কাড়ে। এমনকি সলমনের হাতের নীল রঙের ব্রেসলেট হামেশাই নিজেদের ফ্যাশনে ব্যবহার করে থাকেন অনুরাগীরা। সলমনও সর্বদাই এই ব্রেসলেট নিজের কাছে রাখেন।
আর এই ব্রেসলেট সর্বদা নিজের কাছে রাখেন কেন এই প্রশ্নের উত্তরে সলমন বলেছিলেন, “আমার বাবা হাতে সব সময় এটি পরে থাকতেন। বাবার হাতে এটা দেখতে বেশ কুল লাগত। বাচ্চারা যেভাবে খেলে, আমিও বাবার ব্রেসলেট নিয়ে খেলতাম তখন। তবে ছোটবেলায় ব্রেসলেট পরতাম না। এরপর বলিউডে কাজ শুরুর করার পর বাবা আমাকে একেবারে নিজের ব্রেসলেটের মতো দেখতে একটি ব্রেসলেট উপহার দেন। সেই থেকে এটা আমার সঙ্গেই রয়েছে।”
Salman Khan Bracelet Stone Name
তিনি আরও জানিয়েছেন,” এটাকে বলা হয় ফিরোজা। বলা হয়, মাত্র দুটি জীবন্ত পাথর আছে। একটি হল আকিক আর অন্যটি ফিরোজা। এটা হল সেই ফিরোজা। সমস্ত নেতিবাচক মনোভাব বুঝে নেয় ফিরোজা। যখনই পথে কোনও অশুভ শক্তি আসছে, তখন এই পাথর সেটিকে টেনে নেয় এবং তার পরে নষ্ট করে ফেলে। এটা আমার সপ্তম স্টোন।”
আরো পড়ুন : ৮ বছরে সম্পূর্ণ বদলেছে চেহারা, ‘বজরঙ্গি ভাইজানে’র ছোট্ট মুন্নি এখন কত সুন্দরী হয়েছে দেখুন
Salman Khan Bracelet Price
তবে কয়েক বছর আগে পানভেলের একটি খামারবাড়িতে বন্ধুদের সঙ্গে পার্টি করছিলেন সলমন।সে সময় মজা করতে করতে ব্রেসলেটটি কোথাও হারিয়ে যায়। এরপর সলমনের মেজাজ বিগড়ে যায়।এরপর সে তার বন্ধুদের সঙ্গে নিয়ে ব্রেসলেটি খুঁজতে থাকে। অবশেষে অস্মিত প্যাটেল ব্রেসলেটটি সুইমিং পুল থেকে খুঁজে পান। অবশেষে ব্রেসলেটটি খুঁজে পাওয়ার পর সলমনের মুখে হাসি ফুটে ওঠে। এই ব্রেসলেটের নীল পাথরটির দামই হলো প্রায় ৮০ হাজার টাকা।
আরো পড়ুন : ‘মুম্বাইয়ের পাঁচতারা হোটেলের সামনে ভিক্ষা করতে হয়েছিল’, অতীত নিয়ে মুখ খুললেন বিদ্যা বালান