Salman Khan’s Serious Health Issue : বলিউড (Bollywood) -এর অন্যতম অভিনেতা হলেন সলমান খান (Salman Khan)। ৫৭ বছর বয়সেও তার জনপ্রিয়তায় বিন্দুমাত্র ভাঁটা পড়েনি, বরং বেড়েছে। আজও তার ছবি রিলিজ করলে হেলায় রোজগার করে নেয় কয়েকশো কোটি টাকা। কিন্তু জানেন কী একসম়য় এক বিশেষ রোগের কারণে আত্মহত্যা পর্যন্ত করতে চেয়েছিলেন এই অভিনেতা। চলুন জেনে নিই কী এমন রোগের স্বীকার হয়েছিলেন ভাইজান। যার জন্য তিনি এত বড় সিদ্ধান্ত নিয়েছিলেন।
১৯৮৮ সালে সালমানের বলিউড সফর শুরু। তার পর থেকে ধীরে ধীরে তিনি হয়ে উঠেছেন বলিউডের ‘ভাইজান’। তার নানা দিক নিয়ে ঈর্ষান্বিত হওয়ার শেষ নেই। তার মধ্যে অন্যতম হল সলমনের ফিটনেস। বয়স ৫৭ পেরিয়েছে। কিন্তু তাকে দেখে তা বোঝার উপায় নেই। নিজের শরীর স্বাস্থ্য নিয়ে বরাবরই সচেতন এই তারকা। তা সেই তিনিই কেন করতে চাইতেন আত্মহত্যা?
আসলে ‘ট্রাইজেমিনাল নিউরালজিয়া’ নামে নার্ভের এক রোগে ভুগেছিলেন সলমন। এই রোগটিকেই ‘আত্মহত্যার রোগ’ বলা হয়। তাছাড়াও এই রোগ বিশ্বের অন্যতম যন্ত্রণাদায়ক রোগ হিসেবে বিবেচিত হয়। কারণ এই রোগে এতটাই যন্ত্রণার শিকার হন রোগী যে একসময় তার মনে হয় আত্মহত্যাই হয়ত একমাত্র এই যন্ত্রনামুক্তির পথ।
সালমান খান এই রোগের জন্য দীর্ঘদিন চিকিৎসা নিয়েছিলেন। তিনি প্রায় ৯-১০ বছর ধরে এই রোগে ভুগছেন। এই রোগের চিকিৎসার জন্য তিনি আমেরিকায় যেতেন। আসলে, এটি এক ধরনের নিউরোপ্যাথিক ডিসঅর্ডার, যাতে মুখের অনেক অংশ যেমন মাথা, চোয়াল ইত্যাদিতে প্রচুর ব্যথা হয়।
২০১৭ সালের ছবি ‘টিউবলাইট’-এর সময়, অভিনেতা সালমান খান নিজে তার এই রোগের প্রসঙ্গে মুখ খুলেছিলেন। তিনি বলেছিলেন যে তিনি ‘ট্রাইজেমিনাল নিউরালজিয়া’ নামে একটি বিপজ্জনক স্নায়বিক রোগে ভুগছেন। যদিও তিনি তার এই রোগের জন্য কোনোদিন নিজের পেশাকে অবহেলা করেনি। যত যন্ত্রণায় হক রূপালী পর্দায় তিনি হাসিমুখে অভিনয় করে গেছেন।
আরও পড়ুন : ‘পন্নিয়িন সেলভান’ সিনেমার ছোট্ট ঐশ্বর্য আসলে কে? তার আসল পরিচয় জানলে অবাক হবেন
আরও পড়ুন : মুকেশ আম্বানীর বাড়ি ভাড়া নিলেন বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি, ভাড়া শুনলে পিলে চমকে যাবে
তবে এই রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য এখনও নিজেকে ফিট রাখার চেষ্টা করেন সালমান। শুধু তাই নয়, বয়সের এই পর্যায়েও ফিট থাকার জন্য জিমে কঠোর ঘাম ঝরান অভিনেতা। কয়েকদিন পরেই ‘টাইগার ৩’-তে ক্যাটরিনা কাইফের সঙ্গে দেখা যাবে তাকে। এ ছবিতে আরও আছেন ইমরান হাশমি। ছবিতে ক্যামিও করতে চলেছেন শাহরুখ খান। এছাড়াও সালমানকে ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’, ‘কিক ২’, ‘দাবাং ৪’, ‘বজরঙ্গি ভাইজান’-এর সিক্যুয়েলে দেখা যাবে।