Salman Khan Best Movies : দীপাবলি উপলক্ষে সালমান খান (Salman Khan) -র সিনেমা ‘টাইগার থ্রি’ মুক্তি পেয়েছে গত ১২ নভেম্বর। সিনেমাটির মুক্তির সাথে সাথে সারাদিন জুড়ে ভক্তদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া গেছে। ইতিমধ্যেই সিনেমাটি বক্স অফিসে বেশ ভালোই ব্যবসা করে ফেলেছে। আজ আমরা জানবো সালমান খানের এমন কয়েকটি সিনেমার কথা যে সিনেমা গুলি বক্স অফিসে অনাসায়ে কয়েক কোটি টাকার ব্যবসা করেছিল।
Salman Khan Best Blockbuster Movies
বাজরাঙ্গি ভাইজান (Bajrangi Bhaijaan) : ২০১৫ সালের মুক্তিপ্রাপ্ত এই সিনেমাতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন সালমান খান এবং করিনা কাপুর খান। একটি ছোট্ট মেয়েকে পাকিস্তানে পৌঁছে দেওয়ার কাহিনী নিয়ে তৈরি করা হয়েছিল সিনেমাটি। সিনেমাটি ভারতীয় বক্স অফিসে ৩২০ কোটি টাকা আয় করেছিল, সারা দেশ জুড়ে আয় করেছিল ৯৬৯ কোটি টাকা।
সুলতান (Sultaan) : অনুষ্কা শর্মা এবং সালমান খান অভিনীত এই সিনেমাটি মুক্তি পায় ২০১৬ সালে। সিনেমাটি একজন কুস্তিগীরের জীবন কাহিনী অবলম্বনে তৈরি করা হয়। সালমান খান অভিনীত সুলতান ভারতীয় বক্স অফিস থেকে ৩০০ কোটি টাকা এবং বিশ্বব্যাপী ৬১০ কোটি টাকা আয় করেছিল।
টাইগার জিন্দা হে (Tiger Zinda Hai) : টাইগার ফ্রাঞ্চাইসির এই দ্বিতীয় সিনেমাটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন সালমান এবং ক্যাটরিনা কাইফ। ২০১৭ সালের মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি সারাদেশ জুড়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল। সিনেমাটি ভারতবর্ষ ব্যাপী আয় করেছিল ৩৩৯ কোটি টাকা এবং বিশ্বব্যাপী আয় করেছিল ৫৬২ কোটি টাকা।
প্রেম রতন ধন পায়ো (Prem Ratan Dhan Payo) : ২০১৫ সালের মুক্তিপ্রাপ্ত এই সিনেমাতে সোনাম কাপুরের বিপরীতে অভিনয় করেছিলেন সালমান খান। সিনেমাটিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন সালমান। সিনেমাটি বলিউডের দ্বিতীয় সর্বোচ্চ আইকরী সিনেমা হিসেবে প্রমাণিত হয়েছিল। বিশ্বব্যাপী ৪৩২ কোটি টাকা এবং ভারতবর্ষের জুড়ে ২১০ কোটি টাকা আয় করেছিল সিনেমাটি।
কিক (Kick) : ২০১৪ সালের মুক্তিপ্রাপ্ত এই সিনেমাতে সালমান খানের বিপরীতে অভিনয় করেছিলেন শ্রীলংকান অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছিল ৪০২ কোটি টাকা এবং ভারতীয় বক্স অফিস থেকে এসে সিনেমাটি আয় করেছিল ২৩২ কোটি টাকা।
আরও পড়ুন : শাহরুখের ‘পাঠান’ অতীত! প্রথম দিনেই কত টাকার ব্যবসা করল Tiger 3? প্রকাশ্যে টাকার অংক
এক থা টাইগার (Ek Tha Tiger) : টাইগার ফ্রাঞ্চাইসির প্রথম সিনেমা, যে সিনেমা থেকে গল্পের সূত্রপাত, সেই সিনেমাতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন সালমান এবং ক্যাটরিনা কাইফ। ভারতীয় বক্স অফিস থেকে ১১৮ কোটি টাকা এবং বিশ্বব্যাপী ৩২৮ কোটি টাকা আয় করেছিল সিনেমাটি।
আরও পড়ুন : আমির খানের জামাই হতে চলেছেন, আমির-কন্যা ইরা খানের হবু বর আসলে কে?
ভরত (Bharat) : ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটিতে মুখ্য ভূমিকায় সালমান এবং ক্যাটরিনা কাইফ অভিনয় করলেও পার্শ্ব চরিত্র অসাধারণ অভিনয় করেছিলেন তাব্বু, সুনীল গ্রোভার, জ্যাকি শ্রফ। সিনেমাটি ভারতবর্ষ ব্যাপী ২১২ কোটি টাকা আয় করেছিল এবং বিশ্বব্যাপী আয় করেছিল ৩২২ কোটি টাকা।