শাহরুখের ‘পাঠান’ অতীত! প্রথম দিনেই কত টাকার ব্যবসা করল Tiger 3? প্রকাশ্যে টাকার অংক

প্রথম দিনে কত টাকা উপার্জন করল সালমানের টাইগার ৩? প্রকাশ্যে এল খতিয়ান

Tiger 3 First Day Collection : শাহরুখ- সালমানের জাদু যে এখনো ফুরিয়ে যায়নি তা বারবার প্রমাণিত হয়ে যাচ্ছে তাদের মুক্তিপ্রাপ্ত সিনেমার আয় দেখে। শাহরুখের ‘পাঠান’ এবং ‘জওয়ান’-র অসাধারণ সাফল্যের পর এবার সালমান খান (Salman Khan) -র ‘টাইগার থ্রি’ (Tiger 3) সিনেমাটি মুক্তি পেয়েছে ১২ নভেম্বর অর্থাৎ দীপাবলির দিন। সিনেমাটি মাত্র একদিনে সারা বিশ্ব জুড়ে কত টাকার ব্যবসা করেছে জানলে চমকে যাবেন আপনি।

Tiger 3 Box Office Collection

‘টাইগার থ্রি’ সিনেমাটি টাইগার ফ্র্যাঞ্চাইসির তৃতীয় সিনেমা। প্রায় ৬ বছর পর এই গল্পের তৃতীয় পর্ব মুক্তি পেয়েছে আর তা নিয়েই এখন গোটা বিশ্বজুড়ে ভক্তদের মধ্যে রয়েছে চরম উদ্দীপনা। মনীশ শর্মা পরিচালিত এই সিনেমাতে আরো একবার টাইগার এবং জোয়ার চরিত্রে ধরা দিলেন সালমান খান এবং ক্যাটরিনা কাইফ। এই সিনেমায় ক্যাটরিনার অসামান্য অ্যাকশন প্যাক দেখলাম আমরা।

KATRINA KAIF Tiger 3 Fight Scene

হলিউড অভিনেত্রী মিশেল লি -র সঙ্গে একটি টাওয়েল ফাইট করতে দেখা যাচ্ছে ক্যাটরিনাকে। এই প্রথম সালমানের সঙ্গে একই পর্দায় অভিনয় করছেন ঋত্বিক রোশন। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন শাহরুখ খান। খলনায়কের চরিত্রে দেখা যাবে ইমরান হাশমিকে। সব মিলিয়ে এক ঝাঁক তারকা অভিনয় করছেন এই সিনেমাতে। কিন্তু এই তারকা খচিত সিনেমাটি বক্স অফিস থেকে কত টাকা আয় করল একদিনে, সেটাই এবার জানবো আমরা।

শুধু দেশের মাটিতে নয়, বিদেশেও এই সিনেমাটি দারুন হিট প্রমাণিত হয়েছে। প্রত্যেকবার ঈদের সময়কে নিজের সিনেমা মুক্তির সময় হিসেবে বেছে নেন সালমান খান, কিন্তু এবার দীপাবলীর সময়কে বেছে নেওয়ায় তার যে লক্ষ্মী লাভ হয়েছে তা বলাই বাহুল্য। আজ পর্যন্ত সালমান খানের কোন সিনেমা আন্তর্জাতিক বাজারে এতটা সাফল্য অর্জন করতে পারেনি। শুধু উত্তর আমেরিকাতেই কোটি টাকার ব্যবসা করে ফেলেছে, ‘টাইগার থ্রি’।

Tiger 3

দীপাবলীর দিনে এমন ব্যবসা হয়তো কোন হিন্দি সিনেমা কোন দিন করেনি। দীপাবলির দিন অর্থাৎ মুক্তি পাওয়ার প্রথম দিনেই এই সিনেমাটি দেশ এবং বিদেশ থেকে আয় করেছে ৯৪ কোটি টাকা। শুধুমাত্র দেশের মাটি থেকেই আয় হয়েছে ৪০ কোটি টাকার বেশি। সালমানের ম্যাজিক যে আজও সকলের মনে বর্তমান রয়েছে তা আরো একবার প্রমাণিত হয়ে গেল এই সিনেমা থেকে। আগামী দিনে এই আয়ের অংক যে আরো লাফিয়ে লাফিয়ে বাড়বে তা বলাই বাহুল্য।

আরও পড়ুন : কত সম্পত্তির মালিক নরেন্দ্র মোদি? প্রধানমন্ত্রীর ব্যাঙ্ক ব্যালেন্স জানলে অবাক হবেন

Tiger 3

আরও পড়ুন : মারণ রোগের সঙ্গে লড়ছেন! হাসপাতালে ভর্তি হয়ে দুঃসংবাদ দিলেন সিরিয়ালের এই অভিনেত্রী

২০১৫ সালে ‘বাজরাঙ্গি ভাইজান’ যে রেকর্ডটি তৈরি করেছিল সেই রেকর্ডটি অবশেষে ভেঙে ফেলল ‘টাইগার থ্রি’। বক্স অফিসে শুরুতে উত্তর আমেরিকা থেকে ৭৪০ হাজার মার্কিন ডলারের ব্যবসা করেছিল ‘বাজরাঙ্গি ভাইজান’ যা ভেঙে ফেলল সালমানের সর্বশেষ সিনেমাটি। এই বছর দীপাবলিতে সব থেকে বেশি মানুষ নাইট শোতে এই সিনেমাটি দেখেছেন বলে জানা গেছে।