Rubel Das Faced Accident In Shooting Flore : রুবেল দাস (Rubel Das) এবং শ্বেতা ভট্টাচার্য (Sweta Bhattcharya), দুজনেই বাংলা সিরিয়ালের জনপ্রিয় দুই তারকা। ‘যমুনা ঢাকি’ (Jomuna Dhaki) সিরিয়ালে একসঙ্গে অভিনয় করতে গিয়ে তাদের পর্দার প্রেম বাস্তবে গড়িয়েছে। দীর্ঘ বেশ কিছুদিন ধরে তারা খোলাখুলিই প্রেম করছেন। একদিন আগেও তারা ছুটিতে লং ড্রাইভে গিয়েছিলেন। কিন্তু শুটিং সেটে ফিরে আসতেই ঘটে গেল বিপত্তি। ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu) -র শুটিং চলাকালীন মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েন রুবেল।
মঙ্গলবার শুটিং করার সময় একটি অ্যাকশন দৃশ্যের জন্য বাসের উপর থেকে মাটিতে লাফিয়ে পড়তে গিয়ে বেকায়দায় পড়ে যান রুবেল। লাফ দিয়ে নিচে নামার সময় মাটিতে পড়ে তার দুই পায়ের গোড়ালি ভেঙে গিয়েছে। গুরুতর চোট পাওয়ার কারণে তাকে তখনই হাসপাতালে নিয়ে যেতে হয়। রুবেলের অসুস্থতার খবর সোশ্যাল মিডিয়াতে জানান তার প্রেমিকা শ্বেতা।
সোশ্যাল মিডিয়াতে রুবেলের কিছু ছবি শেয়ার করে তিনি তার দ্রুত আরোগ্য কামনা করেন। সঙ্গে প্রেমিকের উদ্দেশ্যে লেখেন, “দ্রুত সেরে ওঠো আমার চ্যাম্প। তুমি সাহসী ছেলে। আমার বিশ্বাস তুমি সুস্থ হয়ে উঠবে তাড়াতাড়ি। তুমি ভালো তাই তোমার সঙ্গে কখনো খারাপ হতে পারে না। শুধু কয়েকটা দিনের অপেক্ষা। লাভ ইউ বাবাই। আমি সবসময় তোমার সঙ্গে আছি।”
সেই সঙ্গে এই সময় ডিজিটালের কাছেও রুবেলের বিষয়ে সাক্ষাৎকার দেন শ্বেতা। বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপডেট দিতে গিয়ে অভিনেত্রী জানিয়েছেন, “আপাতত ছয় সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামের থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। প্রয়োজনে অস্ত্রপচার করতে হবে। ও তো ভীষণ ভাল নাচে। আমরা তাই সবাই খুব উদ্বিগ্ন। অপারেশনটা যাতে না করাতে হয় সেটাই বাড়ির সকলে চাইছে।”
সেই সঙ্গে অনুরাগীদের কাছেও রুবেলের জন্য ভগবানের কাছে প্রার্থনা করার আর্জি জানিয়েছেন শ্বেতা। এদিকে রুবেলের অসুস্থতার কারণে বেজায় বিপদে পড়ে গিয়েছে ‘নিম ফুলের মধু’র নির্মাতারা। কারণ নায়ককে ছাড়াই এখন গল্প এগিয়ে নিয়ে যেতে হবে দেড় মাস। দেড় মাস শুটিংয়ে আসতে পারবেন না রুবেল। তাকে সুস্থ হওয়ার জন্য আপাতত এই সময়টা বিশ্রাম নিতেই হবে।
আরো পড়ুন : ভুল মানুষের প্রেমে নষ্ট হতে বসেছিল জীবন, প্রাক্তনের কথা বলতে গিয়ে শিউরে উঠলেন ‘পর্ণা’ পল্লবী
নায়কবর্জিত সিরিয়াল এবার কতখানি দর্শকদের মন জয় করতে পারে সেটাই দেখার। এমনিতে এখন টিআরপি তালিকাতে নিম ফুলের মধুর বেশ ভালো ফলাফল হচ্ছে। টিআরপির সেরা ৫ এর মধ্যে থাকে এই সিরিয়ালটি। সৃজন ছাড়া পর্ণার একার কাঁধে ভর দিয়ে গল্প এবার কীভাবে এগোবে সেটাই দেখার। আগামী দেড় মাস বেশ চ্যালেঞ্জিং হতে যাচ্ছে নিম ফুলের মধুর জন্য।
আরো পড়ুন : বাংলা সিরিয়ালের সুপারহিট জুটি, জানেন কত পারিশ্রমিক পাচ্ছেন ‘নিম ফুলের মধু’র সৃজন-পর্ণা?