অনন্ত, ইশা, আকাশ ছাড়াও মুকেশ আম্বানির রয়েছে আরও এক সন্তান

এশিয়া তথা ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ ধনকুবের তিনি। হাজার হাজার কোটি টাকার সম্পত্তি রয়েছে তার। মুকেশ আম্বানি (Mukesh Ambani) -রা হলেন এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনকুবেরদের মধ্যে অন্যতম। ধীরুভাই আম্বানির প্রতিষ্ঠিত রিলায়েন্স সাম্রাজ্যকে মুকেশ আম্বানি নিয়ে গিয়েছেন আকাশছোঁয়া সাফল্যের দিকে। যে হাজার হাজার কোটি টাকার সম্পদ তিনি গড়ে তুলেছেন তার দাবিদার এখন তার সন্তানরা।

মুকেশ আম্বানি এবং নীতা আম্বানির তিন সন্তানের কথা তো সকলেই জানেন। আকাশ আম্বানি, অনন্ত আম্বানি এবং ইশা আম্বানিরাও এখন বেশ বড় মাপের ব্যবসায়ী। বাবার দেখানো পথে চলছেন তারা। মুকেশ আম্বানি তার তিন সন্তানের উপর ছেড়ে দিয়েছেন ব্যবসার ভার। তবে এরা তিনজন ছাড়াও মুকেশের আরও একজন সন্তান রয়েছেন জয় আনশুল আম্বানি (Jai Anshul Ambani)।

Jai Anshul Ambani

জয় আনশুল আম্বানিকে নিজের চতুর্থ সন্তানের মতই দেখেন মুকেশ আম্বানি। তিনি তার তিন সন্তানের মতই ভীষণ ভালবাসেন এবং স্নেহ করেন জয়কে। আসলে জয় হলেন অনিল আম্বানি (Anil Ambani) এবং টিনা মুনিম (Tina Ambani) -র ছেলে। ভাইয়ের ছেলে হলেও নিজের সন্তানের তুলনায় তাকে আলাদা নজরে দেখেন না মুকেশ-নীতা। মুকেশের পরিবারের সঙ্গে জয়ের ভীষণ ভাল সম্পর্ক।

ধীরুভাই আম্বানি মারা যাওয়ার পর তার সম্পত্তি মুকেশ আম্বানি এবং তার ভাই অনিল আম্বানি মিলে ভাগ করে নেন। মুকেশ আম্বানি তার ভাগের ব্যবসাতে অনেক উন্নতি করলেও অনিল আম্বানির ব্যবসা ডুবে যায়। তিনি দেউলিয়া হয়ে পড়েন। তখন জয় অনুরোধ করাতেই ভাইকে ঋণের বোঝা থেকে বাঁচাতে কিছুটা আর্থিক সাহায্য করেছিলেন মুকেশ। তিনি এতটাই ভালবাসেন ভাইপোকে।

Jai Anshul Ambani

আসলে মুকেশ আম্বানি পারিবারিক কিংবা ব্যবসা ক্ষেত্রে বিভিন্ন সময়ে জয়ের থেকে পরামর্শ নিতে পছন্দ করেন। শুধু কাকার সঙ্গেই নয়, ইশা অনন্ত এবং আকাশদের সঙ্গেও তার সম্পর্ক খুবই ভাল। তাদের চারজনকে দেখলে একই বাবামায়ের সন্তান বলে মনে হয়। শোনা যায় মুকেশ আম্বানি নাকি তার সম্পত্তির থেকে একটি ভাগ দিয়ে যাবেন জয়কে।

Jai Anshul Ambani

আরো পড়ুন : বাবার মতই কোটিপতি, পড়াশোনায় লবডঙ্কা! মুকেশ আম্বানির সন্তানদের বিদ্যের দৌড় কত জানেন?

আসলে ব্যবসা ডুবে যাওয়ার পর এখন অনিল আম্বানির হাতে সম্পত্তি বলতে কিছুই নেই। জয় তার পরিবারকে নিয়ে থাকেন সি উইন্ডে। তাই মুকেশ আম্বানি স্নেহবশত ভাইপোকে তার সম্পত্তির একটি অংশ দিয়ে যেতে চান। জয় নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস ম্যানেজমেন্টে কোর্সে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। কাজেই ভবিষ্যতে ইশা, অনন্ত, আকাশের সঙ্গে মিলে ভালই ব্যবসা সামলাতে পারবেন তিনি।

আরো পড়ুন : এবার যে কেউ ঢুকতে পারবে আম্বানি হাউসে, নিজের চোখেই ঘুরে দেখুন অন্দরমহল