‘বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে অপমান করেছে’! ‘মেয়েবেলা’ টিমের বিরুদ্ধে বিস্ফোরক রূপা গাঙ্গুলী

বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে অপমান করা হয়েছে রূপা গাঙ্গুলীকে, ফের বিস্ফোরক ‘মেয়েবেলা’র অভিনেত্রী

বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে অপমান করা হয়েছে রূপা গাঙ্গুলী (Roopa Ganguly) -কে, ফের বিস্ফোরক ‘মেয়েবেলা’ (Meye Bela) -র অভিনেত্রীগত দেড় মাস ধরে স্টার জলসা (Star Jalsha) চ্যানেলের মেয়েবেলা সিরিয়ালটিকে নিয়ে তোলপাড় চলছে সোশ্যাল মিডিয়াতে। বিশেষ করে রূপা গাঙ্গুলী সিরিয়াল ছেড়ে চলে যাওয়ার পর থেকেই শুরু হয়েছে নানা জল্পনা। ‘মেয়েবেলা’ সিরিয়ালটিকে ‘রিগ্রেসিভ’ বলে তিনি সিরিয়াল ছেড়ে চলে যান। তিনি চলে যাওয়ার পর থেকেই সিরিয়ালের অবস্থান বেশ নড়বড়ে হয়ে পড়ে।

রূপা গাঙ্গুলী সিরিয়াল ছেড়ে চলে যাওয়ার পর থেকেই কমতে থাকে টিআরপি। যদিও এর নেপথ্যে কারণ হিসেবে মেয়েবেলার গল্পে পরকীয়া, কুটকাচালী না থাকা, দর্শকদের রুচিকেই দায়ী করছেন ভক্তরা। শুরু হওয়ার পাঁচ মাসের মধ্যেই টিআরপির অভাবে বন্ধ হতে চলেছে এই সিরিয়াল। সিরিয়াল শেষ হওয়ার অন্তিম লগ্নে ফের বিস্ফোরক রূপা গাঙ্গুলী।

MEYE BELA

মেয়েবেলা ছাড়ার পর সংবাদ মাধ্যমের কাছে এই বিষয়ে মুখ খুলতে গিয়ে তিনি বলেছিলেন, “ধারাবাহিকে যে অসভ্যতা দেখানো হচ্ছে তা আমি মানতে পারছিলাম না। এই সময়ে দাঁড়িয়ে একটা সিরিয়াল কি করে এতটা রিগ্রেসিভ হতে পারে?” যদিও মেয়েবেলা টিমের সদস্যরা উল্টে রূপাকেই দায়ী করেন তার ‘অপেশাদার’ এবং ‘তুঘলকি’ আচরণের জন্য।

মেয়েবেলা টিমের একজন সদস্য সোশ্যাল মিডিয়াতে রূপার বিরুদ্ধে কলম ধরেন। তার দাবি ছিল রূপাকে নিয়ে সেটে সকলে তটস্থ হয়ে থাকতেন। তিনি হঠাৎ করে সিরিয়াল ছেড়ে চলে যাওয়াতে প্রায় ৮০ জনের রুজি-রোজগার বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। উল্লেখ্য, এই মাসের ১৪ তারিখে সিরিয়ালের অন্তিম শুটিং হয়ে গিয়েছে। আগামী ২৩ শে জুন হবে অন্তিম সম্প্রচার।

ROOPA GANGULY

কিন্তু সিরিয়াল শেষ হয়ে গেলেও রূপা গাঙ্গুলীর রাগ যেন কিছুতেই কমছে না। সম্প্রতি টুডেজ স্টোরি নামের একটি সংবাদ মাধ্যমের কাছে তিনি আবার মুখ খুললেন। তার কথায়, “আমাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে দুঃখ দেওয়া হয়েছিল। ডেকে নিয়ে গিয়ে অপমান করা হয়েছিল ফ্লোরে। প্রযোজক থেকে শুরু করে অনেকের উপরে দোষ চাপানোর চেষ্টা হয়েছে, তা সত্যি কথা নয়। ফ্লোরে আমাকে কষ্ট বেশি দেওয়া হয়েছে।”

ROOPA Ganguly

আরও পড়ুন : রাতারাতি স্টার জলসার সময়সূচিতে এল মহাপরিবর্তন, বদলে গেল জনপ্রিয় সিরিয়ালের স্লট

তিনি আরও বলেছেন, “আমার মুশকিল হল আমি কিছু পুরনো পদ্ধতি অনুসরণের চেষ্টা করি এখনও। সকাল সাতটায় কল মানে সকাল ৭টা ১৫-র মধ্যে উইথ মেকআপ ঢোকা পছন্দ করি। জীবনের শেষদিন অবধি তাই করব। সেগুলো মেনে যদি কাজের সুযোগ পাই তাহলেই করব। মেয়েবেলায় যে কথাগুলো আমায় দেওয়া হয়েছিল, দিন পনেরোর মধ্যে তা মুছে ফেলে দেওয়া হয়। সেই মিথ্যেচারীতার ফাঁদে আর পড়ব না।”

আরও পড়ুন : ‘বীথি’র জন্য কত পারিশ্রমিক নিতেন রূপা গাঙ্গুলী? কত পাচ্ছেন অনুশ্রী? টাকার অঙ্ক চমকে দেবে