বিয়ের পিঁড়িতে বসছেন ঋতাভরী চক্রবর্তী। সম্প্রতি বাগদান হয়ে গেল তার। গত সোমবারই টলিউডের এই অভিনেত্রীর এনগেজমেন্ট হয়েছে। এবার সামাজিকভাবে সাত পাকে বাঁধা পড়ার পালা। গত বছরই নতুন প্রেমিকের সঙ্গে সকলের পরিচয় করিয়ে দিয়েছিলেন ঋতাভরী। অভিনেত্রীর হবু বর কে? তিনি কী করেন? কোথায় থাকেন?
কাকে বিয়ে করছেন ঋতাভরী চক্রবর্তী?
ঋতাভরী চক্রবর্তী একসময় মানসিক রোগ বিশেষজ্ঞ তথাগতর সঙ্গে সম্পর্কে ছিলেন। সোশ্যাল মিডিয়াতে খোলাখুলি সেই সম্পর্কের কথা স্বীকার করেছিলেন তিনি। তবে তথাগত অতীত। ঋতাভরী চক্রবর্তী সুমিত আরোরা সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। সুমিতের সঙ্গেই সোমবার এনগেজমেন্ট হয়েছে তার। সেই ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে অভিনেত্রী লেখেন, “এবং আমরা একে অপরকে সারা জীবন বিরক্ত করার এবং ভালবেসে যাওয়ার পরিকল্পনায় হ্যাঁ বললাম। আমি ও আমার মিস্টার রাইট।”
ঋতাভরী চক্রবর্তীর স্বামী কে?
সুমিত আসলে বলিউডের একজন প্রখ্যাত চিত্রনাট্যকার। তার সঙ্গে ঋতাভরীর আলাপ বেশ পুরনো। পরী সিনেমার সেটে তাদের আলাপ হয়। একে অপরকে তারা ৮ বছর চেনেন। এমনকি তথাগতর সঙ্গে সম্পর্ক শুরু হওয়ার আগে সুমিতের সঙ্গে প্রেম হয়েছিল ঋতাভরীর। তারপর তাদের ব্রেকআপ হয়। তখন তথাগত আসেন অভিনেত্রীর জীবনে। তথাগতর সঙ্গে ব্রেকআপ হওয়ার পর আবার সুমিতের কাছেই ফিরে গেলেন ঋতাভরী।
আরও পড়ুন : ‘অন্যের রান্নাঘরে সেক্স করেছি’, ঋতাভরী চক্রবর্তীর কান্ডকারখানা জানলে চোখ উঠবে কপালে
View this post on Instagram
আরও পড়ুন : বিনা চিকিৎসায় মারা যান বাবা! কেন বাবাকে দেখেননি ঋতাভরী চক্রবর্তী?
সুমিত জওয়ান, স্ত্রী, চন্দু চ্যাম্পিয়ন সিনেমার চিত্রনাট্য লিখেছেন। এমনকি জওয়ান সিনেমার একটি অংশের সংলাপ লেখেন ঋতাভরী। সোশ্যাল মিডিয়াতে সেটা শেয়ার করেছিলেন অভিনেত্রী। শাহরুখ খান তার কাজের প্রশংসা করেন। এবার সুমিতের সঙ্গেই বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন ঋতাভরী চক্রবর্তী।