Richest Woman In The World : রিলায়েন্স ইন্ডাস্ট্রির কর্ণধার মুকেশ আম্বানি (Mukesh Ambani) ভারত তথা এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি। যদিও এই তালিকায় গৌতম আদানি (Gautam Adani) দ্বিতীয় স্থানে রয়েছেন। তবে এই দুই শিল্পপতি ছাড়াও রয়েছেন একজন মহিলা যার সম্পত্তির পরিমাণ মুকেশ আম্বানির থেকেও বেশি। জানেন তিনি কে? চলুন আজকে জেনে নিই এই মহিলার পরিচয়।
Richest Woman In The World
আপাতত ফোর্বসের শীর্ষ ধনী ব্যক্তির তালিকায় ৮২ বিলিয়ন ডলার নিয়ে ১৩ নাম্বারে রয়েছেন মুকেশ আম্বানি। কিন্তু তার থেকে এগিয়ে রয়েছেন এই মহিলা! বিশ্বের সবথেকে ধনী এই মহিলার নাম ফ্র্যাঙ্কোয়েস বেটেনকোর্ট মেয়ার্স। তাকে সেভাবে কেউ না চিনলেও তার ব্যবসার কথা জানেন অনেকেই। তিনি বিশ্ব বিখ্যাত কোম্পানি লরিয়াল-র প্রতিষ্ঠাতা ইউজেন শুয়েলারের নাতনী।
Francoise Bettencourt Meyers
তিনি লরিয়েলের পরিচালনা পর্ষদে যোগ দেন ১৯৯৭ সালে। তিনি এখন এই কোম্পানির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত রয়েছেন। ২০১৭ সালে মেয়ার্সের মা লিলিয়ান বেটেনকোর্টের মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে এই প্রতিষ্ঠানের মালিকানা পেয়েছেন। এখন তার মোট সম্পত্তির পরিমাণ ৮৬.৩ বিলিয়ন ডলার।
আরও পড়ুন : মুকেশ আম্বানির বোন আসলে কে?
মেয়ার্সের মা লিলিয়েন বেটেনকোর্ট ততদিন পর্যন্ত তিনি ছিলেন বিশ্বের সবথেকে ধনী মহিলা। মা মারা যাওয়ার পর তিনি এই সুযোগ পান। এখন তার পরিচালনায় লরিয়াল বিশ্ববিখ্যাত কোম্পানি হয়ে উঠেছে। মেয়ার্স ২০১৮ সালের মার্চ মাসে গতবারের শীর্ষ ধনী অ্যালিস ওয়ালটনকে ছাড়িয়ে যান।
আরও পড়ুন : ভারতের সবথেকে ধনী ১০ ব্যক্তি, কে কে রয়েছেন তালিকায়?
গত বছর বেটেনকোর্ট মেয়ার্সের সম্পদ বেড়েছে ৭১০ কোটি ডলার। গত বছর কোম্পানির রাজস্ব আয় হয়েছে ৩ হাজার ৬০ কোটি ডলার। বর্তমানে ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে লরিয়েলের জনপ্রিয়তা রয়েছে। অধিকাংশ মানুষ এই কোম্পানির জিনিস ব্যাবহার করেন। তবে ব্যবসায়ী পরিচয়ের বাইরে মেয়ার্স একজন লেখকও।