Remember Bhoot Film Fame Barkha Madan : ১৯৯৪ সালের মিস ইন্ডিয়া সৌন্দর্য প্রতিযোগিতা (Miss India Beauty Pageant 1994) কার্যত বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রিতে একাধিক নতুন তারকা অভিনেত্রীর জন্ম দিয়েছিল। সুস্মিতা সেন, ঐশ্বর্য রাই থেকে শুরু করে বরখা মদন (Barkha Madan), একসঙ্গে তিন-তিনজন সুন্দরী এই প্রতিযোগিতা থেকে সরাসরি লাইমলাইটে চলে এসেছিলেন। পরে তাদের জন্য বলিউডের রাস্তা খুলে যায়।
১৯৯৪ সালের ওই প্রতিযোগিতায় সুস্মিতা সেন বিজয়ী হয়েছিলেন। ঐশ্বর্য রাই প্রথম রানার আপ হয়েছিলেন। আর বরখাকে মিস ট্যুরিজম ইন্ডিয়া (Miss Tourism India) হিসেবে নির্বাচন করা হয়। মালয়েশিয়া মিস ট্যুরিজম ইন্টারন্যাশনালের তৃতীয় রানার আপ হয়েছিলেন বরখা। এই প্রতিযোগিতা তার কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেয়।
বরখার বলিউড কেরিয়ার
এরপর ১৯৯৬ সালে সরাসরি ‘খিলাড়িওঁ কা খিলাড়ি’ (Khiladiyon Ka Khiladi) ছবি দিয়ে বলিউডে প্রবেশ করেন বরখা। এই ছবিতে অক্ষয় কুমার, রেখা এবং রবীনা ট্যান্ডন ছিলেন। বরখা তার অভিনয়ের জন্য দারুণ প্রশংসাও পেয়েছিলেন। এছাড়া তাকে রামগোপাল ভার্মার হরর জঁনারার ছবি ‘ভূত’ (Bhoot) এর জন্যেও দর্শকরা মনে রেখেছেন। এই ছবিতে অজয় দেবগন, উর্মিলা মাতন্ডকর, নানা পাটেকার, রেখা, পারভিন খান এবং তনুজারাও ছিলেন।
শুধু অভিনয় নয়, একটা সময় পর বরখা প্রযোজনাকে নিজের পেশা হিসেবে বেছে নিয়েছিলেন। তিনি সোচ লো, সুরখাব এর মত কিছু ছবির প্রযোজনাও করেন। কিন্তু এই ছবিগুলি সেভাবে চলেনি। ঠিক এই মুহূর্তেই তিনি দলাই লামার সংস্পর্শে আসেন। দলাই লামার জীবন দর্শন তাকে আকৃষ্ট করে। তিনি একজন বৌদ্ধ অনুরাগী হয়ে ওঠেন। ২০১২ সালে বরখা সবকিছু ছেড়ে দিয়ে বৌদ্ধ ধর্ম গ্রহণ করার সিদ্ধান্ত নেন।
বরখার আধ্যাত্মিক জীবন
একসময়ের মিস ইন্ডিয়া থেকে বলিউড নায়িকা, গ্ল্যামারের জীবন ছেড়ে বরখা আজ প্রবল কৃচ্ছসাধনার মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করছেন গত দশ বছর ধরে। তিনি এখন একজন সন্ন্যাসিনীর জীবন যাপন করেন। সন্ন্যাসী হয়ে যাওয়ার পর তার নতুন নাম এখন হয়েছে গ্যালটন স্যামটেন। অভিনয় দুনিয়া থেকে চিরবিদায় নিলেও সোশ্যাল মিডিয়াতে কিন্তু বেশ সক্রিয় থাকেন অভিনেত্রী।
আরো পড়ুন : শাহরুখ নন একা, ন্যাড়া মাথায় বলিউড কাঁপিয়েছেন ৩ নায়িকাসহ এই ৫ তারকা
বরখা তার আধ্যাত্মিক জীবনযাপনের নানা দিক নিয়মিত সোশ্যাল মিডিয়াতে তুলে ধরেন। এখন তার চেহারা দেখলেও চিনতে পারবেন না আপনি। চুল কামিয়ে একেবারে ন্যাড়া হয়ে গিয়েছেন অভিনেত্রী। কোনওরূপ বিলাসিতা নয়, বৌদ্ধদের মত খুবই সাধারণ এবং কঠোর জীবনযাপন করেন তিনি। ভোগের সাম্রাজ্য ছেড়ে বৌদ্ধ ভিক্ষুদের মত ত্যাগের জীবন বেছে নিয়েছেন তিনি।
আরো পড়ুন : অভিনয়ের আড়ালে দেহ ব্যবসা! বলিউডের কোন কোন নায়িকা দেহব্যবসা করেন জানেন?