শাহরুখ নন একা, ন্যাড়া মাথায় বলিউড কাঁপিয়েছেন ৩ নায়িকাসহ এই ৫ তারকা

শুধু শাহরুখ নন, পর্দায় ন্যাড়া মাথায় হাজির হয়েছেন এই ৫ তারকাও

Bollywood Actors Who Got Blad For Movie Shooting : খুব শীঘ্রই পর্দায় আসতে চলেছে শাহরুখের পরের ছবি জওয়ান। আর ‘জওয়ান’ (Jawan) -এর ট্রেলার প্রকাশ্যে আসার পর রীতিমতো অবাক হয়ে গেছে দর্শকরা। এই প্রথমবার পর্দায় চুল ছাড়া দেখা যাচ্ছে শাহরুখ খানকে।তবে শুধু শাহরুখ খান (Shah Rukh Khan) নয় এর আগে একাধিক অভিনেতাকে ন্যাড়া হয়ে পর্দার সামনে আসতে দেখা গেছে। আবার অনেকে মেকআপের আশ্রয় নিয়েছিলেন। বাদ যাননি অভিনেত্রীরাও। জেনে নিন এই তালিকায় কে কে আছেন।

১. অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) – বলিউডের সেরা চলচ্চিত্রের অন্যতম ছিল ‘পা ‘ ছবিটি। এতে অভিনয় করেছিলেন অভিষেক বচ্চন, অমিতাভ বচ্চন ও বিদ্যা বালানের মত অভিনেতা অভিনেত্রীরা। আর এই ছবিতে স্বয়ং ‘বিগ বি’ চেহারা ছিল চুলবিহীন শিশুর মতো। এই ছবিতে তার অভিনয়ও খুব প্রশংসিত হয়েছিল।

Sanjay Dutt

২. সঞ্জয় দত্ত (Sanjay Dutt) হৃতিক রোশন ও প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত ছবি ‘অগ্নিপথ’-এ ‘কাঞ্চা চিনা’ চরিত্রে দেখা গিয়েছিল সঞ্জয় দত্তকে। এই ছবিতে তার চরিত্রটি নেগেটিভ। আর তিনি পুরোপুরি ন্যাড়া ছিলেন। যদিও তার অভিনয় দর্শকদের নজর কেড়েছিল।

৩. তানভি আজমি (Tanvi Azmi) – বলিউডের অন্যতম নামী প্রবীণ অভিনেত্রী হলেন তানভি আজমি। সঞ্জয় লীলা বানসালির ‘বাজিরাও মাস্তানি’ ছবিতে বাজিরাওয়ের বিধবা মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। আর নিজের চরিত্রকে আরও জীবন্ত করতে তিনি নিজের মাথা কামিয়েছিলেন।

Anushka Sharma

৪. অনুষ্কা শর্মা (Anushka Sharma) – করণ জোহরের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে অভিনয় করেছিলেন অনুষ্কা শর্মা। আর সেখানে তিনি ক্যানসার রোগীর ভূমিকায় অভিনয় করেছিলেন। এই চরিত্রে, তিনি চুল ছাড়া পর্দায় হাজির হয়েছিলেন। তার লুক রীতিমতো দর্শকদের নজর কেড়ে ছিল।

Shabana Azmi

আরো পড়ুন : ‘জওয়ান’ ছবির তারকারা কে কত টাকা পেলেন? চমকে দেবে শাহরুখের পারিশ্রমিক

৫. শাবানা আজমি (Shabana Azmi) – শাবানা আজমিও তার অভিনীত ছবির জন্য চুল কেটে ফেলেছিলেন। তিনি দীপা মেহতার সিনেমা ‘ওয়াটার’-এর জন্য চুল কেটেছিলেন।কিন্তু ছবিটি এমনভাবে বিতর্কে জড়িয়ে পড়ে যে এর শ্যুটিং মাঝপথে বন্ধ করে দিতে হয়েছিল এবং অবশেষে অভিনেত্রী ছবিটি থেকে সরে যান।

আরো পড়ুন : বলিউডের নাম ‘বলিউড’ কেন? ‘টলিউড’, ‘হলিউড’, ‘কলিউড’ নামেরই বা আসল রহস্য কী?