নিজের মহিলা সেক্রেটারিকে বিয়ে করেছেন? গোপন সিক্রেট ফাঁস করলেন রেখা

বলিউড (Bollywood) অভিনেত্রী রেখা (Rekha) -কে নিয়ে এখন তোলপাড় সোশ্যাল মিডিয়া। এমনিতেই তার ব্যক্তিগত জীবন জুড়ে রয়েছে হাজার বিতর্ক। আজ এত বছর বাদেও ইন্ডাস্ট্রিতে সুপারস্টারদের সঙ্গে তার অ্যাফেয়ার্স নিয়ে চর্চা চলে। কিন্তু শুধু বলিউড সুপারস্টাররাই নয়, রেখার ব্যক্তিগত জীবন নিয়ে সম্প্রতি এমন এক রহস্য ঘনাচ্ছে যা নেটিজেনদের চোখ তুলেছে কপালে।

শোনা যায় রেখা নাকি এই জীবনে তিনবার বিয়ে করেছেন। অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) -র সঙ্গে গোপন বিয়ে, যদিও সেটা জল্পনার পর্যায়েই রয়েছে। দ্বিতীয়বার তিনি বিয়ে করেছিলেন বিনোদ মেহরা (Vinod Mehra) -কে। সেই বিয়েটাও টেঁকেনি। এরপর দিল্লির ব্যবসায়ী মুকেশ আগারওয়াল (Mukesh Aggarwal) -র সঙ্গে মাত্র ১ বছর সংসার করতে পেরেছিলেন। কিন্তু মুকেশও আত্মহত্যা করেন। তাই নাকি রেখার সেক্রেটারি ফারজানার জন্য।

Rekha secretary Farzana

রেখার সঙ্গে ফারজানার সম্পর্ককে ঘিরে নানা জল্পনা রয়েছে। বিশেষ করে এসবের সূত্রপাত হয়েছে ২০১৬ সালে রেখার আত্মজীবনী ‘রেখা দ্য আনটোল্ড স্টোরি’ (Rekha The Untold Story) -কে কেন্দ্র করে। এই বইয়ের লেখক হলেন ইয়াসের উসমান। তিনি তার লেখাতে রেখা এবং ফারজানার সম্পর্ককে যেভাবে বর্ণনা করেছেন তাতে পাঠকের মনে হয়েছে তারা নাকি লিভ ইন করতেন!

রেখা এবং ফারজানার সহবাস বিতর্ক ২০২৩-এও মাথাচাড়া দিয়ে উঠেছে। ১৯৯০ সালে রেখা মুকেশ আগরওয়ালকে বিয়ে করেন। কিন্তু তার স্বামী এক বছরের মাথায় আত্মহত্যা করেছিলেন। শোনা যায় এর নেপথ্যে দায়ী ছিলেন নাকি ফারজানা। তিনি নাকি রেখার সঙ্গে তার স্বামীকে দেখা করতেই দিতেন না। বাইরের কেউ ফারজানার অনুমতি ছাড়া রেখার ঘরে প্রবেশ করতে পারতেন না, স্বামীর মুকেশও না।

Rekha secretary Farzana

এসব নিয়ে জল্পনা যখন তুঙ্গে তখন ২০০৪ সালে সিমি গারেওয়ালের একটি অনুষ্ঠানে হাজির হয়ে রেখা এক বিস্ফোরক মন্তব্য করেন। তাকে প্রশ্ন করা হয় তিনি আবার বিয়ে করতে চাইছেন কিনা। উত্তরে রেখা বলেন, “তুমি কি কোনও পুরুষের কথা বলছ?” সিমি পাল্টা বলেন, “নিশ্চয়ই কোনও মহিলার কথা বলছি না।” সঙ্গে সঙ্গে রেখা উত্তর দেন, “কেন নয়?”

Rekha secretary Farzana

আরো পড়ুন : ৫৪ বছরেও অবিবাহিত, কেন ছেলেদের মত থাকেন ‘ম্যায়নে পায়েল হে ছনকাই’ গায়িকা ফাল্গুনী পাঠক?

রেখা এরপর ভেঙ্গে বলেন, “আমার মন, আমি নিজেকে, আমার পেশা এবং আমার প্রিয়জনকে বিয়ে করেছি। আমি বদমেজাজি মানুষ নই।” সিমি তাও বলেন, “যদি একজন মহিলা নিরাপদ থাকে তাহলে পুরুষই তাকে নিরাপত্তার অনুভূতি দিয়েছে।” রেখা তাকে বাধা দিয়ে বলেন, “অতটাও প্রয়োজন নেই একজন পুরুষের সাথে কিছু করার।”

আরো পড়ুন : লুকিয়ে বিয়ে, ২ মাসেই ভাঙ্গে সংসার, এই বলিউড সুপারস্টারই ছিলেন রেখার প্রথম স্বামী