বলিউডে (Bollywood) নায়ক-নায়িকাদের মধ্যে সম্পর্ক ভাঙ্গা-গড়ার পরম্পরা লেগেই রয়েছে। পর্দায় অভিনয় করতে করতে সহ অভিনেতারা অনেক সময় নিজেদের মধ্যে সম্পর্কে জড়িয়ে পড়েন। এদের মধ্যে কিছু সম্পর্ক পরিণতির দিকে এগিয়ে যায়। কিছু সম্পর্ক আবার মাঝপথে ভেঙে যায়। তবে পরিণতি না পাওয়া সেই সম্পর্ক নিয়ে জল্পনা চলতেই থাকে। শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha) এবং তার প্রাক্তন প্রেমিকা রিনা রায়কে (Reena Roy) নিয়েও যেমন জল্পনার শেষ নেই।
একা শত্রুঘ্ন বা তার প্রাক্তন রিনা নন, তাদের নিয়ে জল্পনার সঙ্গে জড়িয়ে গিয়েছে শত্রুঘ্ন কন্যা সোনাক্ষী সিনহার (Sonakshi Sinha) নাম। কারণ সোনাক্ষীকে হুবহু রিনার মত দেখতে। অথচ শত্রুঘ্ন বহু বছর আগেই রিনার সঙ্গে সম্পর্কের পাট চুকিয়ে পত্নী পুনম সিনহার সঙ্গে সুখে দিন গুজরান করছেন। রিনা এবং সোনাক্ষীর মাঝে সম্পর্ক নিয়ে জল্পনার পারদ ক্রমশ চড়ছে।
কেউ কেউ মনে করেন সোনাক্ষী আসলে রিনা এবং শত্রুঘ্নের সন্তান। প্রেমিকার সঙ্গে সম্পর্ক ভেঙে কন্যাকে নিজের পিতৃ পরিচয় দিয়েছেন অভিনেতা। আর রিনাও নাকি মেয়ের অধিকার ছেড়ে দিয়েছেন প্রাক্তনের উপরেই। সত্যিই কি সোনাক্ষী রিনার সন্তান? তা যদি নাই হবে তাহলে দুজনের চেহারার মধ্যে এত মিল কীভাবে? অবশেষে এই বিষয়ে মুখ খুললেন রিনা।
রিনা ছিলেন আশির দশকের একাধিক হিট ছবির নায়িকা। শত্রুঘ্নের সঙ্গেও তিনি একাধিক ছবিতে অভিনয় করেছেন। তাদের দুজনের সম্পর্ক নাকি দীর্ঘ বেশ কয়েক বছর পর্যন্ত টিকেছিল। কিন্তু শত্রুঘ্ন ছিলেন বিবাহিত। শেষমেষ তাই প্রেমিকার সঙ্গে আর সম্পর্কটা এগোতে পারেননি শত্রুঘ্ন। অন্যদিকে রিনাও বিয়ে করে চলে যান পাকিস্তানে। সেখানে সংসার করছেন তিনিও।
তবে কর্মসূত্রে মুম্বাইতে তার যাতায়াত ছিল। সোনাক্ষী বড় হওয়ার পর তার হাসি, মুখের অভিব্যক্তি এবং চেহারা দেখে অনেকেই তাকে রিনার মেয়ে বলে সন্দেহ করতে থাকেন। এই প্রসঙ্গে সম্প্রতি একটি সাক্ষাৎকারে মুখ খুলেছিলেন রিনা নিজেই। অভিনেত্রী বলেন সোনাক্ষীর সঙ্গে তার চেহারাগত মিল ভীষণ কাকতালীয়।
রিনা এই প্রসঙ্গে আরও বলেছেন জিতেন্দ্রর মায়ের সঙ্গেও তার মায়ের চেহারার বেশ মিল রয়েছে। দুজনকে দেখলে যমজ বোন বলে মনে হয়। রিনা এবং শত্রুঘ্নের সম্পর্কের বিষয়ে বলতে গিয়ে পরিচালক পহেলাজ নিলাহানি বলেন রিনার সঙ্গে সম্পর্ক ভাঙার পর শত্রুঘ্ন শিশুর মত কেঁদেছিলেন। কিন্তু রিনা আর পেছনে ফিরে তাকাননি। অন্যদিকে শত্রুঘ্নও স্ত্রী এবং সন্তানদের নিয়ে সংসারে মন দেন।