‘কেজিএফ’ পরবর্তী পার্ট থেকে বাদ পড়লেন যশ, কারণ জানিয়ে চরম সিদ্ধান্তের ঘোষণা প্রযোজকের

হলিউডের মার্ভেল সিরিজ এখন গোটা বিশ্বে বিনোদনের নতুন মাত্রা সংযোজন করেছে। মার্ভেলের সুপার হিরো ফ্রাঞ্চাইজির মতই এবার ভারতেও তেমনই সুপারহিরো ফ্রাঞ্চাইজি তৈরি হতে চলেছে। বিশেষত দক্ষিণের ফিল্ম ইন্ডাস্ট্রি এরই মধ্যে সেই নিয়ে কাজ শুরু করে দিয়েছে। যশ (Yash) অভিনীত ‘কেজিএফ’ (KGF) দিয়ে শুরু হয়েছে সেই যাত্রা।

‘কেজিএফ’ এর প্রথম দুটি পার্টের জনপ্রিয়তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় ভারতেও সুপারহিরো ফ্রাঞ্চাইজির কতটা কদর রয়েছে। ছবি নির্মাতারা তো কেজিএফের সাফল্য বিবেচনা করে আগেই জানিয়ে দিয়েছেন ‘রকি ভাই’য়ের গল্প এখনও অনেক বাকি। গত বছর মুক্তি পেয়েছে কেজিএফের পার্ট ২। এই ছবিটির সাফল্য প্রথম ছবিকেও ছাপিয়ে গিয়েছিল।

Who will Play Villain`s Character in KGF Chapter 3

কেজিএফের প্রযোজক বিজয় কিরাগান্দুর জানিয়েছেন মার্ভেলের মতো ফ্যান্টাসি গড়তে চান তিনি। তার ছবির সুপার হিরোরা অন্যান্য ছবিতেও ত্রাতা হয়ে উঠবে। তবে কেজিএফ ৩ এর কাজ শুরু হতে এখনও নাকি দেরি আছে। সম্ভবত এই দর্শকদের মনে প্রশ্ন উঠছে, আগের দুটি পার্টের মত ছবির তৃতীয় পার্টেও রকি ভাই থাকছে তো?

সম্প্রতি এই বিষয়ে সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলেছিলেন প্রযোজক। তিনি একটা বড় আপডেট দিয়েছেন তার আসন্ন ছবি সম্পর্কে। বিজয় জানিয়েছেন কেজিএফ এর প্রথম দুটি পার্টে যশকে প্রধান ভূমিকায় দেখা গিয়েছে মানে এই নয় পরবর্তী পার্টগুলোতেও তিনি নায়ক হবেন। নির্মাতারা যশের বদলে এর পরবর্তী পার্টে অন্য নায়ক নেওয়ার কথা ভেবেছেন।

kgf real mine

তবে না, ছবির তৃতীয় পার্টেই মে এত বড় রদবদল হতে চলেছে তেমনটা কিন্তু নয়। ছবির চতুর্থ পার্ট পর্যন্ত রকি ভাইয়ের মুখ হিসেবে যশকেই দেখা যাবে। তবে পঞ্চম পার্ট থেকে কিছু রদবদল আনার কথা ভেবেছেন নির্মাতারা। বিজয় জানিয়েছেন, “ফ্রাঞ্চাইজির পঞ্চম পর্বে নাও থাকতে পারেন যশ। অন্য কোনও নায়ক রকি ভাই হবেন। যেমন জেমস বন্ড সিরিজের নায়ক বদলে বদলে যেতে থাকেন, এখানেও তাই হবে।”

Life Story of KGF 2 Star Yash

পরিচালক প্রশান্ত নীলের ‘কেজিএফ ২’ ২০২২ সালে মোট পাঁচটি ভাষাতে মুক্তি পেয়েছিল। এই ছবির শুধু হিন্দি সংস্করণ ৪০০ কোটি টাকার ব্যবসা করেছিল। অন্যান্য ভাষা মিলিয়ে ৯০০ কোটি টাকার ব্যবসা করেছিল এই ছবিটি। আর সর্বমোট ১১৭০ কোটি টাকা উপার্জন করতে পেরেছিল এই ছবি যা ভারতীয় সিনেমার ক্ষেত্রে বিশ্ব বাণিজ্যের নিরিখে রেকর্ড হয়ে দাঁড়ায়।