বলিউড স্টারদের (Bollywood Star) জনপ্রিয়তা সারা বিশ্বে রয়েছে। তবে দক্ষিণ এশিয়ার পাকিস্তান, আফগানিস্তান, নেপালের, বাংলাদেশেই বলিউডের ছবির জনপ্রিয়তা সবচেয়ে বেশি। কিন্তু ভাষার একটা মিল থাকায় পাকিস্তানে বলিউডের ছবি বহুকাল ধরেই জনপ্রিয়।
স্বাধীনতার পর ভারত ও পাকিস্তান (Pakistan) আলাদা রাষ্ট্রে পরিণত হওয়ার পর থেকেই নানা কারণ নিয়ে বার বার যুদ্ধে জড়িয়েছে দুই দেশ। তবে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করলেও বলিউডের ছবির প্রতি পাকিস্তানিদের উৎসাহ কখনও কমে যায়নি। এক সময় ভারতীয় ছবি পাকিস্তানে চলতেও দেখা যেত।
আজও রাজনৈতিক কারণে ভারতীয় সিনেমা নিষিদ্ধ রয়েছে পাকিস্তানে। কিন্তু সেখানকার দর্শকরা তাও অনলাইনে সেই সব সিনেমা দেখছে। একবার ভারত ও পাকিস্তানের যুদ্ধ চলাকালীন পাকিস্তানের সেনাবাহিনীরা আশ্চর্য দাবি করে।
জানা গিয়েছে, ১৯৯৯ কার্গিলের যুদ্ধে বহু ভারতীয় সেনা শহিদ হয়েছিলেন। তাদের মৃতদেহ যখন পাকিস্তানিদের কাছে চাওয়া হয় তারা প্রথমে রবীনা ট্যান্ডন ও মাধুরী দীক্ষিতকে পাঠাতে বলেন। পাকিস্তানিদের এই আচরণ দেখে অনেকেই অবাক হয়েছিলেন।
তবে শুধুমাত্র পাকিস্তানি সেনারাই নয়, পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ও রবীনা ট্যান্ডনের অনেক বড় ভক্ত। তাই একবার পাকিস্তানের ছোড়া একটি ক্ষেপনাস্ত্র ভারতের মাটিতে পরেছিল। ঐ ক্ষেপনাস্ত্রের গায়ে লেখা ছিল ‘ফরর্ম রবীনা টু নওয়াজ’।
অভিনেত্রী নিজেও জানেন যে পড়শি দেশে তিনি এতটাই জনপ্রিয়। তিনি এই ছবিগুলো নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছিলেন এবং বলেছিলেন তিনি এই ছবিগুলো অনেক পরে দেখেছেন। এরপর তিনি বলেন, “বিশ্বের কাছে আমার পরামর্শ হল যদি প্রেম এবং কথোপকথন মাধ্যমে বিষয়গুলি সমাধান করা যায় তাহলে অবশ্যই তা করুন।”