দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) এবং রণবীর সিং (Ranveer Singh) দুজনেই এখন বলিউডের (Bollywood) নামী তারকা। বলিউডের সমস্ত প্রথম সারির পরিচালক এবং প্রযোজকরা তাদের নিয়ে কাজ করতে আগ্রহী। একটি ছবি থেকেই তাদের যা উপার্জন হয় তাতে আজীবন বসে খেতে পারবে গোটা একটি পরিবার। তবে ছবি থেকে উপার্জনগুলি এতদিন সযত্নে জমিয়ে রেখেছিলেন একটা বড় স্বপ্ন পূরণ করবেন বলে। অবশেষে রণবীর এবং দীপিকার দীর্ঘদিনের স্বপ্ন হল পূরণ।
এতদিন মুম্বাইয়ের শহরতলী উপত্যকা অঞ্চলে অবস্থিত আলীবাগে শাহরুখ খানের বিলাসবহুল বাংলোর ধারেকাছে অন্য কোনও বাংলোকে মাথা তুলে দাঁড়াতে দেখা যায়নি। তবে রণবীর এবং দীপিকা এবার শাহরুখ-গৌরীর প্রতিবেশী হতে চলেছেন। কিং খানের মতই রণবীর -দীপিকার জন্য গগনচুম্বী এক রাজকীয় রাজপ্রাসাদ বানানোর কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হল তার কিছু ঝলক।
গত বছরের সেপ্টেম্বর মাসে তারা ওই অঞ্চলে একটি জমি কিনে ফেলেন। তারপর ঘটা করে পুজো দেওয়ার পর জমির উপর ১১৯ কোটি টাকার বাংলো তৈরি কাজও শুরু হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল একটি ভিডিওতে দেখা যাচ্ছে রণবীর-দীপিকার আকাশছোঁয়া রাজপ্রাসাদের কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে। বাঁশ এবং নেট দিয়ে ঘিরে রাখা হয়েছে গোটা আবাসনটি।
নারকেল সুপারির বাগান দিয়ে ঘেরা দুটো বড় বাংলো, সামনেই রয়েছে সমুদ্র সৈকত। বিল্ডিংয়ের উচ্চতা অনেকটাই। মুম্বাইয়ের প্রখ্যাত বিল্ডার্স সংস্থা নাগপাল ডেভলপার্স দায়িত্ব নিয়ে তারকা দম্পতির জন্য তাদের মনের মত বাংলো তৈরি করে দিচ্ছে। এই বাংলোর অনতিদূরেই রয়েছে শাহরুখ খানের ‘মান্নাত’ এবং সালমান খানের ‘গ্যালাক্সি’। অনেক খুঁজে খুঁজে তবে এই জায়গাটি পছন্দ হয়েছে রণ-দীপের। দাম যতই চড়া হোক, তাই জায়গাটি আর হাতছাড়া করেননি তারা।
গত তিন বছর ধরেই নাকি জুহু এবং বান্দ্রা এলাকাতে মনের মত জায়গার তল্লাশি চালাচ্ছিলেন রণবীর-দীপিকা। তবে করোনার কারণে মাঝে তাদের বাড়ি বানানোর স্বপ্নে কিছুদিনের জন্য ব্যাঘাত ঘটে যায়। শেষমেষ আলীবাগের সাগর রেশম বিল্ডিংটাই মনে ধরে তাদের। ২০২১ সালের সেপ্টেম্বর মাসে স্থানীয় রেজিস্ট্রি অফিসে গিয়ে এই বাংলোর মালিকানা পান তারা।
গত এক বছরে রণবীর-দীপিকার নতুন বাড়ির কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে। ব্যান্ডস্ট্যান্ডের উপর অবস্থিত সাগর রেশম বিল্ডিংয়ের ১৬, ১৭, ১৮ এবং ১৯ তলার পুরোটাই ব্যক্তিগত কাজে ব্যবহার করবেন রণবীর-দীপিকা। আবাসনের বাকি অংশ তাদের অফিসিয়াল কাজকর্মে ব্যবহৃত হবে। দীপিকা বেঙ্গালুরুর এক ইন্টেরিয়র ডিজাইনারকে দিয়ে বাংলো সাজানোর পরিকল্পনা করেছেন। ১০ বছরের অপেক্ষার পর একটা বড় স্বপ্ন পূরণ হতে চলেছে, এমনটাই জানিয়েছেন রণবীর।
View this post on Instagram