Rani Mukerji Miscarriage : বলিউড (Bollywood) অভিনেত্রী রানী মুখার্জী (Rani Mukerji) আদিত্য চোপড়া (Aditya Chopra) -কে বিয়ের পর থেকেই অভিনয় বেশ কমিয়ে দিয়েছেন। এখন তিনি এক কন্যা সন্তানের মা। তার এবং আদিত্যর একমাত্র সন্তান (Rani Mukerji Children) আদিরা চোপড়া (Adira Chopra) -কে মানুষ করার জন্য রানী এখন খুবই বেছে বেছে কাজ করেন। তবে দ্বিতীয়বার মা হওয়ার পরিকল্পনা ছিল রানীর। কিন্তু নিয়তি কেড়ে নিয়েছে তার দ্বিতীয়বার মা হওয়া সুখ। এই দুঃসংবাদ শোনালেন অভিনেত্রী নিজেই।
সম্প্রতি মেলবোর্নে ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৩ এর আয়োজন করা হয়েছে। সেখানে প্রধান বক্তা হিসেবে বৃহস্পতিবার রানী উপস্থিত ছিলেন। এখানেই তিনি জানান গর্ভাবস্থার পঞ্চম মাসেই তার মিসক্যারেজ হয়ে গিয়েছে। তিনি তার দ্বিতীয় সন্তানকে হারিয়েছেন। এই ঘটনা তিন বছরের পুরনো। ২০২০ সালে তিনি দ্বিতীয়বার গর্ভবতী হয়েছিলেন। কিন্তু করোনার সময়টা তার জন্য ছিল অভিশাপের মত।
রানী জানিয়েছেন তিনি যখন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ঠিক তখনই ঘটে যায় এই দুর্ঘটনা। কিন্তু তিনি কখনও এই বিষয়ে প্রকাশ্যে আলোচনা করেননি। তার কারণ ছিল তার পেশাদারিত্ব। আসলে ওই সময় ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবির শুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু রানী ভেবেছিলেন যদি তিনি সবার সামনে তার গর্ভপাতের কথা জানান তাহলে সকলে ভাববে তিনি ছবির প্রমোশনের জন্য এই কথা বলছেন।
সম্প্রতি বিজনেস টুডে’কে একটি সাক্ষাৎকার দেওয়ার সময় রানী বলেছেন, “হয়তো এটাই প্রথমবার যখন আমি বিষয়ে পাবলিকলি কথা বলছি। কারণ আজকাল আমরা যাই করি না বলি না কেন সকলেই ভাবেন সেটা আমরা ছবির প্রচারের স্বার্থে বলছি বা করছি। আমি তাই ইচ্ছে করেই আমার ছবি প্রচারের সময় এই কথা বলিনি। কিন্তু এটা ২০২০ সালের ঘটনা যখন চারদিকে মহামারীর প্রকোপ চলছে। ২০২০ সালের শেষদিকে আমি দ্বিতীয়বার গর্ভবতী হই। কিন্তু দুর্ভাগ্যবশত পাঁচ মাসের মাথায় আমি আমার সন্তানকে হারাই”।
আরও পড়ুন : ১৭ বছরেই প্রথম মা হন, রানী মুখার্জীর সেই মেয়েকে এখন কেমন দেখতে হয়েছে দেখুন
রানী আরও জানিয়েছেন তার দ্বিতীয়বার গর্ভপাতের ১০ দিনের মাথায় তার কাছে প্রযোজক নিখিল আদবানি ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবির প্রস্তাব দেন। রানীর কথায়, “কিছু সময় এমন আসে, আপনি ব্যক্তিগত জীবনে সেই একই ফেজের মধ্যে দিয়ে, একই অনুভূতির মধ্য দিয়ে হয়তো যাচ্ছে তখন তেমন কোনও গল্প পেলে এমনই চট করে সেটার সঙ্গে একটা কানেকশন তৈরি হয়ে যায়। আর তাছাড়া আমি কখনই ভাবিনি যে নরওয়ের মতো দেশে একটি ভারতীয় পরিবারের সঙ্গে এমন কিছু হতে পারে”।
আরও পড়ুন : বাঙালি মেয়েকে কাজ দেয়নি বলিউড! মাত্র ২৮ বছরেই কেন অভিনয় ছেড়ে দেন সুস্মিতা সেন?