মোটা টাকার চাকরি ছেড়ে অভিনেতা! রইল শিমুলের ‘কুচুটে দেওর’ পলাশের আসল পরিচয়

‘বং ক্রাশ’ থেকে শিমুলের ‘শয়তান দেওর’! রইল পর্দার ‘পলাশ’র আসল পরিচয়

Kar Kache Koi Moner Katha Palash : জি বাংলা (Zee Bangla) চ্যানেলে যেদিন থেকে কার কাছে কই মনের কথা (Kar Kache Koi Moner Katha) সিরিয়ালটি শুরু হয়েছে সেদিন থেকেই কার্যত এই সিরিয়াল নিয়ে দর্শকমহলে চর্চা তুঙ্গে। এই সিরিয়ালের নায়িকা শিমুলের উপর তার শ্বশুরবাড়ির প্রত্যেকটি সদস্য অত্যাচার চালায়। স্বামী, শাশুড়ি, থেকে দেওর, শিমুলের জীবন অতিষ্ঠ করে তুলেছে সবাই। সিরিয়ালে কুচুটে দেওরের চরিত্রে অভিনয় করে দর্শকদের হাড় জ্বলাচ্ছেন সৌনক রায় (Sounak Ray)

সৌনককে আগেও বিভিন্ন সিরিয়ালে অভিনয় করতে দেখেছেন দর্শকরা। স্টার জলসা (Star Jalsha) -র ‘কপালকুণ্ডলা’ (Kopalkundola) সিরিয়ালে তিনি নায়কের ভূমিকাতে অভিনয় করেছিলেন। তাকে শেষবার ‘খেলাঘর’ (Khelaghor) সিরিয়ালে খলনায়ক হিসেবে অভিনয় করতে দেখা গিয়েছিল। দীর্ঘ বিরতি নিয়ে নতুন এই সিরিয়ালের হাত ধরে আবার পর্দায় ফিরলেন অভিনেতা।

Sounak Ray

সিরিয়ালে প্রথম থেকেই দেখানো হচ্ছে নতুন বউ শিমুলকে কথার বাণে জর্জরিত করে চলেছে তার শাশুড়ি মা আর দেওর পলাশ। আর এই সবকিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে তার স্বামী পরাগ। বৌদিকে চূড়ান্ত অসম্মান করে পলাশ। বাংলা সিরিয়ালে এতদিন কুচুটে ননদের শয়তানি দেখেছেন দর্শকরা। তবে শিমুলের অবশ্য ননদ ভাগ্য ভাল। কিন্তু তার দেওরকে একেবারেই সহ্য করতে পারেন না দর্শকরা।

এমন একটি চরিত্র নিয়েই আবার দীর্ঘ সময় বাদে পর্দায় ফেরার সিদ্ধান্ত নিয়েছেন সৌনক। সম্প্রতি টলিউড ফোকাস কলকাতা নামের একটি ইউটিউব চ্যানেলে তিনি জানান এতদিন তার অভিনয় থেকে দূরে থাকার কারণ। খেলাঘর সিরিয়ালের পর সেভাবে কোনও ভালো চরিত্রের অফার তিনি পাচ্ছিলেন না। তার কথায় পলাশের চরিত্রটি মধ্যবিত্ত বাঙালি পরিবারের একেবারে পরিচিত চরিত্র।

Sounak Ray

সৌনক জানিয়েছেন পলাশ এখন তার মায়ের কথায় বৌদিকে অপমান করছে ঠিকই, কিন্তু তিনি বিশ্বাস করেন আগামী দিনে সে ঠিকই তার বৌদিকে বুঝবে। তখন মাকে অন্ধভাবে সমর্থন না করে সে হয়তো তার বৌদির পাশে দাঁড়াবে। তবে এখন তার চরিত্রটি দর্শকদের বিচারে খুবই জঘন্য। সোশ্যাল মিডিয়াতে অনেক সমালোচনার মুখেও পড়তে হচ্ছে তার চরিত্রটিকে।

Sounak Ray

আরও পড়ুন : পারিশ্রমিকের অংক আকাশছোঁয়া! নতুন সিরিয়াল থেকে বাদ পড়লেন জি বাংলার এই জনপ্রিয় নায়ক

নিজের সম্পর্কে সাক্ষাৎকারে সৌনক জানিয়েছেন অভিনয়ের পাশাপাশি তিনি লেখালেখি করতেও পছন্দ করেন। তিনি একাউন্টান্সি নিয়ে অনার্স পাস করেছেন। একসময় বেশ মোটা টাকার চাকরির অফার পেয়েছিলেন তিনি। কিন্তু অভিনয়ের প্রতি ভালোবাসার জন্য তিনি চাকরি ছেড়ে দেন। এর আগে তাকে কপালকুণ্ডলা, করুণাময়ী রানী রাসমণি, মা মঙ্গলচন্ডী, ঠাকুমার ঝুলি ও খেলাঘর সিরিয়ালে দেখেছেন দর্শকরা।

আরও পড়ুন : মায়ের থেকেও ভালো শাশুড়ি মা! ‘সন্ধ্যাতারা’র বিজয়া মাঠানের প্রশংসায় পঞ্চমুখ দর্শকরা