পুরাণ থেকে বেছে মেয়ের এই নাম রাখলেন রামচরণ, চমকে দেবে নামের আসল অর্থ

মেয়ের কী নাম রাখলেন রামচরণ? চমকে দেবে নাম এবং তার আসর অর্থ

Ram Charan And Upasana Kamineni`s Daughter`s Naming Ceremony : বিয়ের পর ১১ বছরের অপক্ষা। অবশেষে রামচরণের পরিবারে এখন খুশির হাওয়া। প্রথম সন্তানের জন্ম দিয়েছেন সুপারস্টার রামচরণের স্ত্রী উপাসনা কামিনেনি (Upasana Kamineni)। কন্যা সন্তানের বাবা-মা হয়েছেন রামচরণ (Ram Charan) ও উপাসনা। দু’দিন আগেই একরত্তি সদ্যোজাত মেয়েকে নিয়ে বাড়িতে ফিরেছেন এই দম্পতি।

রাম এবং উপাসনা ২০১২ সালের ১৪ জুন গাঁটছড়া বাঁধেন। বিয়ের ১০ বছর মাতৃত্বের স্বাদ পাননি উপাসনা।এরপর ২০২২ সালের ডিসেম্বরে উপাসনা ও রমচরণ তাদের বাবা-মা হতে চলার কথা সকলকে জানান। রামচরণ ও উপাসনার কন্যা ২০ জুন পৃথিবীর মুখ দেখেছে। তবে কন্যার জন্মের পরেই রামচরণ-উপাসনাকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন ভক্ত থেকে পরিবার এবং তাদের সেলিব্রিটি বন্ধু।

RAM CHARAN AND UPASANA KONIDELA

কন্যার জন্মের আগে থেকেই রামচরণ কাজ থেকে বিরতি নিয়ে নিয়েছিলেন। হাসপাতালে উপাসনা ও তার কন্যাকে দেখতে গিয়েছিলেন, দাদা-দাদি থেকে মামা, চিরঞ্জীবী (Chiranjeevi) থেকে আল্লু অর্জুন। মেগাস্টার চিরঞ্জীবী, যিনি তাঁর নাতনীকে মেগা প্রিন্সেস ডাকনাম দিয়েছেন। এদিকে রামচরণের সন্তান হওয়ার আগেই RRR গায়ক কালা ভৈরব ছোট্টটির জন্য একটি বিশেষ এবং অর্থপূর্ণ সুর তৈরি করেছিলেন।

রাম চরণ-উপাসনার কন্যাসন্তানের জন্ম হল, তাও প্রায় ১১ দিন হয়ে গেল, তবে এখনও পর্যন্ত মেয়ের মুখ দেখাননি রামচরণ ও উপাসনা। আজকাল অবশ্য বহু তারকাই তাদের সন্তানের মুখ জনসমক্ষে আনতে চাইছেন না। তবে তাদের সন্তানের ক্ষেত্রে রামচরণ-উপসনা কী সিদ্ধান্ত নেবেন, তা সময়ই বলবে।

RAM CHARAN AND UPASANA`S DAUGHTER

৩০ জুন ছিল রামচরণের মেয়ের নামকরণ অনুষ্ঠান। রীতি মেনে, ঘটা করেই সেই অনুষ্ঠান হয়েছে। জানা গেছে, মুকেশ আম্বানি পরিবার রাম চরণ এবং উপাসনার মেয়েকে একটি সোনার দোলনা উপহার দিয়েছেন। সোনার দোলনাটির মূল্য প্রায় কোটি টাকারও অধিক। তবে এখন সবাই একটা কথা জানার জন্যই অধীর আগ্রহে অপেক্ষা করছে।কী নাম রাখা হয়েছে রামচরণ-উপসনা কন্যার?

Klin Kaara Konidela

আরও পড়ুন : মাত্র ৪ জনের জন্য ১৩০০ কোটির বাংলো, রামচরণের মোট সম্পত্তির পরিমাণ চমকে দেবে

তবে নামকরণ অনুষ্ঠানের পর সোশ্যাল মিডিয়ায় সেটা সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন সুপারস্টার দাদু চিরঞ্জিবী। নামকরণ অনুষ্ঠানের ছবি শেয়ার করে চিরঞ্জিবী জানিয়েছেন, শিশুটির নাম ‘ক্লিন কারা কোনিডেলা’ (Klin Kaara Konidela)। চিরঞ্জিবী জানিয়েছেন, ‘ললিতা সহস্রনাম নাম থেকে নেওয়া.. ‘ক্লিন কারা’ শব্দটি, যেটি প্রকৃতির একটি মূর্ত প্রতীককে প্রতিনিধিত্ব করে..। ঐশ্বরিক মাতৃ শক্তিকে এটি প্রতিনিধিত্ব করে.. এই নামে একটা শক্তিশালী বলয় ও কম্পন রয়েছে’।

আরও পড়ুন : সোনার দোলনা দিয়ে রামচরণের মেয়ের মুখ দেখলেন নীতা-মুকেশ আম্বানি, জানেন এর কত দাম?