চা ওয়ালা প্রধানমন্ত্রী হলে আমি নয় কেন, ২০২৪ এ নির্বাচন লড়বেন, জানিয়ে দিলেন রাখি সাওয়ান্ত

চা-ওয়ালা প্রধানমন্ত্রী হলে আমি মুখ্যমন্ত্রী হতে পারব না কেন, ২০২৪ এ নির্বাচনে প্রধানমন্ত্রীর প্রতিদ্বন্দ্বী রাখি সাওয়ান্ত

Rakhi Sawant Answered to Hema Malini and Said She will Participate in 2024 Eection Campaign Against Modi

বলিউডের (Bollywood) বিতর্ক কুইন রাখি সাওয়ান্ত (Rakhi Sawant) সম্প্রতি ২০২৪ সালের আসন্ন লোকসভা নির্বাচনে (Election 2022) তার লড়াইয়ের আগাম খবর জানালেন সোশ্যাল মিডিয়াতে! রাখি জানিয়েছেন চা বিক্রি করে নরেন্দ্র মোদী যদি প্রধানমন্ত্রী হতে পারেন তাহলে তিনি বলিউড এ কাজ করেও মুখ্যমন্ত্রী হতে পারবেন। রাখির এই ভিডিও হু হু করে ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে। একই সঙ্গে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর। সত্যিই কি এবার অভিনয় ছেড়ে রাজনীতিতে আসছেন রাখি?

এই ভিডিও বার্তায় রাখি বলিউডের ড্রিম গার্ল হেমা মালিনীর (Hema Malini) নামও নিয়েছেন। আসলে কিছুদিন আগেই কঙ্গনা রানাওয়াতের রাজনীতিতে আসার প্রসঙ্গে কথা বলতে গিয়ে রাখিকে কটাক্ষ করে বসেন হেমা। তার জবাবেই এদিন এই ভিডিওটি শেয়ার করেছিলেন রাখি। রাখি তার এই ভিডিওতে কার্যত হেমা মালিনীর দিকেই নিশানা করতে চেয়েছিলেন।

এই বিতর্কের সূত্রপাত হয় কোথা থেকে? আসলে গত কয়েকদিনে রাজনীতির অন্দরমহলে গুঞ্জন শোনা যাচ্ছিল যে উত্তরপ্রদেশের মথুরা থেকে নাকি নির্বাচনী লড়াই লড়তে পারেন কঙ্গনা রানাওয়াত। এই কেন্দ্র আবার হেমা মালিনীর সংসদীয় কেন্দ্র। তাই তাকে এই বিষয়ে প্রশ্ন করা হলে সংবাদ মাধ্যমকে হেমা বলেন সবকিছুই রয়েছে ঈশ্বরের হাতে। ভগবান শ্রীকৃষ্ণ যা চাইবেন সেটাই হবে।

তবে এর পরেই হেমা বলেন, “মথুরা থেকে নির্বাচন লড়ার জন‍্য কোনো রাজনীতিবিদকে পাবেন না। কিন্তু সবার মাথায় এটা ঢুকিয়ে দেওয়া হয় যে শুধু সিনেমার তারকাদেরই নির্বাচনে লড়া উচিত। যেন মথুরা শুধু ফিল্মস্টারদেরই চায়। আগামীকাল রাখি সাওয়ান্তও নির্বাচনে লড়বেন!” ব্যাস, আর যায় কোথায়! ঢিল ছুড়েছেন হেমা, রাখিও দিলেন তার পাল্টা জবাব।

এরপরই মোক্ষম জবাব দিয়ে সোশ্যাল মিডিয়াতে ভিডিও শেয়ার করলেন রাখি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহের নাম উল্লেখ করে তিনি বলেন ২০২৪ সালে তিনি নির্বাচনে প্রার্থী হবেন। এই খবরটা নাকি মোদি এবং অমিত শাহই ঘোষণা করতেন। তবে তার আগেই হেমা মালিনী দিয়ে দিলেন সুখবরটা।

রাখি বলেছেন, ”হেমা মালিনী জি যেমনটা বলেছেন আমাকে নির্বাচনে লড়ার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। দেশের জন্য কাজ করতেই আমার জন্ম হয়েছিল আর আমি কাজ করতে চাই।” তিনি আরও বলেন তিনি নাকি স্মৃতি ইরানি পার্ট ২ হবেন। তবে কার বিরুদ্ধে তিনি লড়ছেন সেটা সারপ্রাইজই রেখে দিলেন রাখি।